নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো কখনো কোন আবেগে আহত হলে লিখি,যা মন চায়।বাকি সময়টা পড়ি,যা মন চায়।

ধ্রুব প্রত্যয়

ধ্রুব প্রত্যয় › বিস্তারিত পোস্টঃ

সারনীতে ব্রাত্য

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

আমার একটু দৈর্ঘ্য আছে,একটু প্রস্থও।
ধর্তব্যের বাইরেই হোক- একটু ভরও আছে।
হাতে মাপা সীমিত উচ্চতা আছে।
সাথে আছে অসীম নীচুতাও।

আমি হয়তো একটু জমাট পদার্থসমগ্র কেবল।
তবু চাপ-সন্তাপে সংবেদনশীল অনর্গল।
অণুর কোটরে দ্বিধার ভেদ।
যোজ্যতা শীতনিদ্রায়।
কখনো ভয়ে কখনো লজ্জায়।
তেজষ্ক্রিয়তার স্বপ্ন দেখি ভরদুপুরেও।
না পেলে ভাবি,হয়তো পাবো পরবর্তী অনুচ্ছেদ।

আমি কোন সারনীতে নেই।
আসন্ন অধ্যায়ের ভয়ে খুব অসুস্থ।
বল নেই তাই কেবল বল প্রয়োগে বাঁধা দেই।
আঘতে একটু ঝনঝন করি।
কিছু ভর যোগার করি,কিছু দৈর্ঘ্য-প্রস্থ।
নিয়ে উচ্চতা বা নীচুতা; বিমল সারনীতেই
কিঞ্চিত যায়গা দখলের আশায় বাঁচি আর মরি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.