নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন যা লিখতে মন চায়, লিখে ফেলি। ভালো লাগলে পড়ে দেখতে পারেন :D

ধ্রুব- একজন লেখক

আমি একজন সাধারণ লেখক।

ধ্রুব- একজন লেখক › বিস্তারিত পোস্টঃ

ছেলেটা প্রাইভেটে পড়ে...

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৩

ছেলেটা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। সুতরাং,
নিশ্চয়ই ভীষন রকমের ডেস্পারেট;
সারাদিন ইংলিশ ব্যান্ডের গান শোনে,
জীবনে কখনো ভালো বাংলা গান শোনেই নাই!
বাংলায় কথাই বলতে পারে না, অলটাইম ইংলিশে ভাব নিয়া চলে।

কেউ যদি এমনটা ভেবে থাকেন;
হ্যাঁ,
আমি বলবো আপনি ঠিক!
কিন্তু, আংশিকভাবে ঠিক।

প্রায় চার বছর ধরে আমি নিজেও প্রাইভেট ভার্সিটিতেই পড়ছি।
ভর্তি হওয়ার আগে আমি সত্যি কথা বলতে বেশিরভাগ সময় রবীন্দ্রসংগীতই শুনতাম।
ভর্তি হওয়ার পর গত কয়েক বছরে তেমন ভাবে রবীন্দ্রসংগীত বা আধুনিক বাংলা গান শোনা হয়নি। তার বদলে বাংলাদেশের ব্যান্ডের গান বা লিংকিন পার্কের গান গুলোই নিত্যসঙী হয়ে উঠেছে।
কিন্তু, আজও কেউ কখনোও গানের প্রসঙ্গ তুললে অজানা কোনো এক কারনে মন থেকে সেই রবীন্দ্রসংগীত বা আধুনিক বাংলা গান গুলোই বেরিয়ে আসে।

এখানেই আসে স্টেরিওটাইপ আইডিয়া।

আপনি হয়ত আপনার পাশের বাসার একটি ছেলেকে দেখলেন, বাংলায় কথা বলে না, বাংলা গান শোনে না, কাউকে সম্মান করে না। সারাক্ষণ ভাব নিয়ে ঘুরে বেড়ায়।
ব্যাস, আপনার মনে বদ্ধমূল একটা ধারনা হয়ে গেল, প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট মানেই বাউন্ডুলে।

একটি ভাতের হাড়ির থেকে একটি ভাত টিপলেই বোঝা যায়, ভাত রান্না হয়েছে কি-না। কিন্তু, মানুষের পার্সোনালিটি ভাত নয়, যে একজন মানুষকে দিয়ে অন্য একজনকে বিবেচনা করবেন।

একটা কথা সবসময় মনে রাখা উচিত,
An individual can not be an example. Each and every person has individual personality. A university is just a medium to make the students be able to fight in the long run...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.