নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অমানুষ ডাকুন
স্বাধীন চট্টগ্রামের পররাষ্ট্র দপ্তর হতে ম্যান্ডেলার জন্য শোকঃ
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে সবাই বেশ শোকাহত।আমি,আমরা সবাই মাথা নিচু করে বসে
আছি।চুপচাপ হয়ে গেছি।অবাক লাগছে।এইরকম এক লোক মারা গিয়েছেন বিশ্বাস করতে
জানি কেমন লাগে।ম্যান্ডেলা একটু কুজো হয়ে হাস্যময় মুখে হাত নাড়ছেন।হাতে একটা লাঠি।
অসাধারন একটা দৃশ্য।ছোট থেকে উনার প্রতি একটা অমোঘ টান অনুভব করি।দীর্ঘ ২৭ বছর কয়েদবাস।
তাও আরাম করে শুয়ে বসে কয়েদজীবন ছিলনা উনার।পাথর ভাংতেন খনিতেও কাজ করতেন।সো-কলড ইন্টেলেকচুয়াল
বন্দীত্বের জীবন উনার ছিলোনা।
আমাদের মতন মডারেট একটা দেশে বসে থেকে কখনোই ম্যান্ডেলার কাজের ব্যাপকতা অনুভব করা অসম্ভব।
হ্যা,বলতে পারেন আমি ইনভিকটাস দেখছি,আমেরিকান হিস্ট্রি এক্স,১২ ইয়ারস এ স্লেভ দেখছি,আঙ্কেল টমস কেবিন পড়ছি।আমি সাদা-কালো সমস্যা বুঝি।
ঘোড়ার ডিম টা বুঝি।কারন আমরা ওভাবে চিন্তাও করতে পারিনা।হ্যা ইদানীং আমাদের "সুশীল মিডিয়া" কিছুটা ইনজ়েক্ট করতে চেষ্টা করছে।
তবে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়।
সাদা-কালোদের ভেদাভেদের মাত্রা শুধু গায়ের রঙ এই নয়।তাদের সংস্কৃতি,অর্থনীতি,রাজনীতি সবই এই গায়ের রঙ এর নির্ভরশীল।
যেমনঃদক্ষিন আফ্রিকাতে ভর্তি বিভিন্ন ধরনের খনি।সেগুলোর দখলদারিত্ব নিয়েছিল ইউরোপীয়ানরা।কখনো ফ্রিতে কখনো নামমাত্র মূল্যে।
সেই খনি পরিচালনা করত ও লাভ নিত সাদারা।আর মজুর খাটত কালোরা।
এই রকম একটা সমাজে সম্পূর্ন রূপে সমতা আনাটা অসম্ভবের চেয়েও বেশি কিছু।পুরোপুরি হয়তোবা পারেননি "মাদিবা ম্যান্ডেলা"।
তবে যে সহনশীল অবস্থা তিনি তৈরি করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলাটাও পাপ।শ্রদ্ধাময় সালাম জানিয়ে যাবো উনাকে মনে মনে যতোটা দিন
বেচে আছি।স্বাধীন চট্টগ্রাম এর পক্ষ হতে উনার পরিবারকে আমাদের স্বান্তনা।
আর শেষ কথা হিসেবে বলছি। বর্তমান বাংলাদেশের বুদ্ধিজীবীরা কতটা হিপোক্রেট সেটার আরেকটা প্রমাণ দিয়ে যাই।
এক বুদ্ধিজীবী এক লেখা লিখছেন কোন বহুল প্রচলিত দৈনিকে যার মূল ভাষ্যঃ
"ম্যান্ডেলা বর্ণবাদ দূর করার জন্য অনেক কিছু করেছেন।জাতিগত সমতা রক্ষা করার সব ধরনের চেষ্টা তিনি করেছেন।
তিনি পারলে নুরেমবার্গ ট্রায়ালের মতন করে সাদা বর্নবাদী মানুষদের বিচার করতে পারতেন।তা তিনি না শুধু "ট্রুথ এন্ড রিকোন্সিলিয়েশন কমিটি" করেছিলেন।
যাতে জাতি বিভাজিত না হয়।আমাদের সবার উচিত ম্যান্ডেলার জীবন থেকে শিক্ষা নেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।"
এই বুদ্ধিজীবী শাহবাগ আন্দোলন এবং যুদ্ধাপরাধী বিচারের জন্য বিশাল চিল্লাচিল্লি করছিলেন।আর আমি নিশ্চিত উনি আজ ম্যান্ডেলার বাণী কভার পিক বানায়া ঘুরতেছেন।
স্বাধীন চট্টগ্রাম এর পক্ষ হতে ধিক্কার জানানো হল।
ম্যান্ডেলা আপনি স্বর্গবাসী হোন।আপনি স্বর্গে না গেলে স্বর্গ তার পরিপূর্নতা হারাতে পারে।
©somewhere in net ltd.