নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অমানুষ ডাকুন
মানসিক ব্যাধি নিয়ে আমাদের চিন্তাগুলো এমন কেন? খুব ড্রামাটিক ভাবে চিন্তা করি কেন বারবার? নাটক সিনেমা তে ডিপ্রেশন মানে অদ্ভুত এটমোস্ফিয়ারিক ছেকা খাওয়া ছেচড়া গান কেন?
ডিপ্রেশন কিংবা বাইপোলারিটি এগুলো নিয়ে আমাদের ধারনা গুলো অনেক অনেক বেশি এক্সট্রিম।স্বাভাবিক চিন্তা নেই যেন আমাদের।
স্বাভাবিক চিন্তা না থাকার কারন ও আছে অনেক।ডিপ্রেশন কিংবা বাইপোলারিটি এই ধরনের জিনিস গুলো নাটক সিনেমার মত একটা হাসি খুশি গানের মন্টাজ এর সাথে ধুয়ে মুছে দূরে সরে যায় না।
জিনিসগুলো ঘুরে ফিরে আসতে থাকে বারে বারে চক্রাকারে। আজ নাই তো কাল আবার আছে।ভালোই লাগে। মনে হয় পুরানো বন্ধু যেন ফিরে এসেছে।কতদিন পর দেখা।
কিন্তু দেখা হওয়ার পর সব ভারি হয়ে আসে,অন্ধকার হয়ে আসে,মানে হারিয়ে ফেলে সব। কিয়ের্কাগার্ডের কথামতন আবোলতাবোল জিনিসে মানে খুজা শুরু করি। যেমনঃ ধর্ম, চ্যারিটি,মিউজিক,ফটোগ্রাফি, ভিডিও গেমস, ক্রিকেট,ফুটবল, ডিগ্রি, সিনেমা,পরিবার, বন্ধুদের সাথে হ্যাংগাউট ইত্যাদি।
আসলে,এসব কিছুর মধ্য দিয়ে বুঝতে পারি, এইভাবে মানে খুজে পাওয়া টা জীবন না, মানে খুজতে থাকার চেষ্টা টাই জীবন
২| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: মানুষের জীবনটা একটা চক্র।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
বিবেকহীন জ্ঞানি বলেছেন: ডিপ্রেশন টা আমাদের অন্তরালেই লুকিয়ে আছে।
"এইভাবে মানে খুজে পাওয়া টা জীবন না, মানে খুজতে থাকার চেষ্টা টাই জীবন" এটি হতে পারে আপনার লেখার সারর্মম।