নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুম্রজাল

ধুম্রজ্বাল

আমি চুম্বক। অন্যকে প্রভাবিত করা আমার নেশা

ধুম্রজ্বাল › বিস্তারিত পোস্টঃ

বিমান বিধ্বস্ত- আমার ভাবনা

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২



রাজশাহী বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শাহেদ কামাল। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমি'র।



প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই বিমানবন্দরের রানওয়ে থেকে ১৫-২০ হাত দূরে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়া বিমানের ভেতর থেকে তামান্না রহমান ‘আমাকে বাঁচান’ বলে চিৎকার করছিলেন ও হাতের ইশারায় কাছে যেতে অনুরোধ করছিলেন। আগুনের কারনে তাকে বের করা যায়নি।শাহেদ কামাল বিমানের জানালার কাচ ভেঙে বেরিয়ে এলে তাঁকে টেনে বের করে আনা হয়।



আমরা যারা এই পেশায় জড়িত তাদের প্রতিদিন টা শুরু হয় না ফেরার আশংকা নিয়ে।যদি ফিরে আসি তাহলে ভাবি আজ থেকে শুরু হল নতুন জীবন। আর প্রতিবার ফিরেআসি বলে ভাবি নাহ্ আমার কিছু হবে না। এটা যে সত্য নয় তা মনে করিয়ে দেবার জন্যই মাঝে মাঝেই ঘটে এরকম দূর্ঘটনা। হয়তো আমিও ফিরবো না একদিন।



তামান্না বয়সে তরুন। নিশ্চয়ই বাবা মা অপেক্ষা করছিল কখন মেয়ে ফিরবে। পাইলট পেশায় পাঠানোর আগে তারা কখোনো কি ভেবেছিল তাদের মেয়ে ফিরবে কয়লা হিসাবে ?



শাহেদ ভাই কে যারা চিনেন তারা জানেন তিনি নিজের খেয়ে বনের মোষ তাড়ান।অসম্ভব বন্ধুবৎসল আর অদ্ভুত ক্ষ্যাপাটে স্বভাবের মানুষ তিনি। অন্যের বিপদে তিনি থাকেন সবার আগে। জুনিয়রদের কাছে তিনি প্রবাদপ্রতিম। অথচ সারা শরীর পুড়ে তিনি এখন হাসপাতালে।



শাহেদ ভাই ফিরে আসুন। ফিরে আসুন শোভা আভা দের মাঝে।

আমাদের কে দেবার আপনার অনেক কিছু আছে।রাজশাহী বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শাহেদ কামাল। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমি'র।



প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই বিমানবন্দরের রানওয়ে থেকে ১৫-২০ হাত দূরে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়া বিমানের ভেতর থেকে তামান্না রহমান ‘আমাকে বাঁচান’ বলে চিৎকার করছিলেন ও হাতের ইশারায় কাছে যেতে অনুরোধ করছিলেন। আগুনের কারনে তাকে বের করা যায়নি।শাহেদ কামাল বিমানের জানালার কাচ ভেঙে বেরিয়ে এলে তাঁকে টেনে বের করে আনা হয়।



আমরা যারা এই পেশায় জড়িত তাদের প্রতিদিন টা শুরু হয় না ফেরার আশংকা নিয়ে।যদি ফিরে আসি তাহলে ভাবি আজ থেকে শুরু হল নতুন জীবন। আর প্রতিবার ফিরেআসি বলে ভাবি নাহ্ আমার কিছু হবে না। এটা যে সত্য নয় তা মনে করিয়ে দেবার জন্যই মাঝে মাঝেই ঘটে এরকম দূর্ঘটনা। হয়তো আমিও ফিরবো না একদিন।



তামান্না বয়সে তরুন। নিশ্চয়ই বাবা মা অপেক্ষা করছিল কখন মেয়ে ফিরবে। পাইলট পেশায় পাঠানোর আগে তারা কখোনো কি ভেবেছিল তাদের মেয়ে ফিরবে কয়লা হিসাবে ?



শাহেদ ভাই কে যারা চিনেন তারা জানেন তিনি নিজের খেয়ে বনের মোষ তাড়ান।অসম্ভব বন্ধুবৎসল আর অদ্ভুত ক্ষ্যাপাটে স্বভাবের মানুষ তিনি। অন্যের বিপদে তিনি থাকেন সবার আগে। জুনিয়রদের কাছে তিনি প্রবাদপ্রতিম। অথচ সারা শরীর পুড়ে তিনি এখন হাসপাতালে।



শাহেদ ভাই ফিরে আসুন। ফিরে আসুন শোভা আভা দের মাঝে।

আমাদের কে দেবার আপনার অনেক কিছু আছে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

রামন বলেছেন:
দুর্ঘটনা সসময়ই দুঃখজনক।

আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা রইলো।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০

ধুম্রজ্বাল বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি তাইলে আকাশের উড়াপঙ্খী!!!

জেনে কৃতার্থ হলুম।

আর দূর্ঘটনাগুলো সত্যিই বিস্ময়কর!! উড়ার আগে কি সব চেক করা হয় নি?
যে কটা দূর্ঘটানার খবর পত্রিকায় জেনেছি - কেমন যেন সামান্য ভুলক্রুটি থেকেই বলে মনে হয়েছে।

আপনারা ভাল জানবেন! এয়ারপোর্টে কি ইমারজেন্সি রেসকিউ টিম থাকেনা! প্রশিক্ষন কালীন বা নরমাল সময়ে!???

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

ধুম্রজ্বাল বলেছেন: দূর্ঘটনার অনেক কারন থাকে। তা ছোট ছোট ব্যাপার গুলো থেকেই উদ্ভব হয়।

ঢাকা'র ইমারজেন্সি রেসকিউ সিস্টেম আধুনিক । রাজশাহী'র টা নয়।

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

জ্যামিতিক লাভ বলেছেন: একটা স্বপ্নের সলিল সমাধি।

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ধুম্রজ্বাল বলেছেন: হয়তো অনেক গুলো স্বপ্নেরও

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
আর দূর্ঘটনাগুলো সত্যিই বিস্ময়কর!! উড়ার আগে কি সব চেক করা হয় নি?
যে কটা দূর্ঘটানার খবর পত্রিকায় জেনেছি - কেমন যেন সামান্য ভুলক্রুটি থেকেই বলে মনে হয়েছে। "


অন্য দেশে এমন হলে খুনের মামলা হতো।
১৫-২০ হাত দূরে আছড়ে পড়ে পুড়ে ছাই হয়েছে আর কেউ কিছু করেনি।

হায়রে পোড়া কপাল!!!!

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

ধুম্রজ্বাল বলেছেন: নাহ ভাই। দুইজন দৌড়ে গিয়েছিলেন। আগুনের তাপে তামান্নার কাছে ভেরা যায়নি।

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার খুব কষ্ট হচ্ছে এবং আমি কষ্ট থেকে বলছি ...

আপনি উপরে বলেছেন , "ঢাকা'র ইমারজেন্সি রেসকিউ সিস্টেম আধুনিক । রাজশাহী'র টা নয়।"

প্রশিক্ষণ যেখানে দেওয়া দরকার সেখানে সবকিছু আধুনি এবং নিরাপদ থাকা দরকার। নিরাপত্তার বিষয়ে হেলা করা মানে অকালমৃত্যু। আপনি নিজেও জড়িত। এই বিষয় নিয়ে আপনারা হরতাল অবরোধ করছেন না কেন? বিমানের আয় হয়, প্রয়োজনে ভাড়া আরো বাড়ানো হোক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চলছে চলুক বলে আর কতদিন চলব আমরা? সব কিছু আধুনিক হচ্ছে শুধু আমরা এখনো পিছে পড়ে আছি।

কিন্তু কেন?

খুব কষ্ট হয় ভাইজান :(

৭| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫

ধুম্রজ্বাল বলেছেন: আপনার অনুভুতি হ্রদয় ছুয়ে গেল।
আমরা প্রশিক্ষনের দিকে খুব কমই নজর দেই। এই খাতে অর্থ বরাদ্ধ চাইলেই গেল গেল সব গেল রব উঠে।
আর নিরাপত্তা ? সে তো দুর আকাশের তারা।

১৯৪৮ সাল থেকে ফ্লাইং ক্লাব এদেশে পাইলট প্রশিক্ষন দিয়ে আসছে। আর তাদের বিমান গুলো ৩০/৩৫ বছরের পুরোনো।
এভাবে কি হয় ? হয় না।

তামান্নার অকাল প্রয়ানে কি তাদের বোধোদয় হবে ?

৮| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই জন্য আমি উপরের মন্তব্য লিখেছিলাম, অন্য দেশে হলে খুনের মামলা হতো।

তামান্নার মা বাবাকে বলা দরকার, খুনের মামলা করুন। এতে তামান্নাদের স্বপ্ন পুড়ে ছাই হবে না।

আমরা কেন এক হতে পারিনা? আমাদেরকে এক হতেই হবে। এই সব পতুল খেলা নয়। নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কবে আমরা সচেতন হবো?

আমার চাওয়া আপনার কাছে, এই বিষয় নিয়ে হাঁইহুই শুরু করুন। এতে নতুনরা নিরাপত্তা পাবে এবং অনেক দূর যেতে পারবে।
নিশ্চয় আমাকে নিরাশ করবেননা।

৯| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

ধুম্রজ্বাল বলেছেন: কথা দিলাম। যথাযথ জায়গায় আমাদের প্রতিবাদ পৌছে দেব

১০| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনে রাখবেন, আমরা আপনাদের সাথে আছি, সব সময় সাথে থাকব। আপনারা নিরাপদ থাকলে আমরা নিরাপদবোধ করব।

সবকথার শেষ কথা, আমরা একটা পরিবার। সবাই নিরাপত্ত চাই।
একবার চিৎকার করে দেখুন, হাজার প্রতিধ্বনি হবে।
না হলে আমাকে মিথ্যুক বলে থাপ্পড় দিতে পারবেন।

আমাদেরকে সচেতন হতেই হবে।

১১| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

ধুম্রজ্বাল বলেছেন: তামান্না'র ফেসবুক থেকে এ ছবিটা পেলাম

১২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: একই লেখা কি দুইবার এসেছে?

১৩| ০২ রা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও স্বনীল নারী ছিল, ওর স্বপ্নের সাথে ওকে আমরা হত্যা করেছি!

দায় কেউ এড়াতে পারব না।
না আপনি না আমি।

আমরা কিছুই করছি না। বসে বসে শুধু ভাবি, কী করব আমিতো কিছুই করতে পারব না, আমার সেই ক্ষমতা নেই।

হায়! আর কতদিন অসহায়ের মত আমরা বাঁচব?

১৪| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩

নতুন বলেছেন: এই মৃত্যুর জন্য ক্লাবগুলির নিরাপত্তার দিকে নজর না দেওয়ার জন্যই হয়েছে...

দুনিয়াতে অন্য কোন এয়ারপোটে` এই দূঘটনা হলে তামান্নাকে এই ভাবে পুড়ে মারা যেতে হতো না...

আশা করি এর পরে নিরাপত্তার বিষয়টা জরুরি হয়ে উঠবে সবার কাছে... এবং আর কেউ এইভাবে মারা যাবেনা.. :(

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও স্বনীল নারী ছিল, ওর স্বপ্নের সাথে ওকে আমরা হত্যা করেছি!

দায় কেউ এড়াতে পারব না।
না আপনি না আমি।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৮

ধুম্রজ্বাল বলেছেন: একটা কমিটি করেছে। আশা করি কি ঘটেছে তা উদঘাটনের পাশাপাশি এঘটনা যেন না ঘটে তার সঠিক দিক নির্দেশনা থাকবে।

তবে আমাদের স্বপ্নের সমাপ্তি যেন না ঘটে।
স্বপ্ন নিয়েই আমরা বেচে থাকতে চাই

১৬| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:১৮

জুন বলেছেন: সেই রোক্সানা থেকে শুরু তামান্নায় এসে শেষ হবে কিনা জানি না। অনেক খারাপ লেগেছিল খবরটা পড়ে ধুম্রজ্বাল ।
আমি মেয়েদের খাটো করে দেখছি না তারপর ও কেন জানি আমাদের দেশের মহিলা পাইলটরা ভাগ্য বড় নির্মম । গত ১৮ই এপ্রিল মিয়ানমার যাবার সময় আমাদের পাইলটের নাম ঘোষনার সাথে সাথে কেমন জানি আতংকিত হয়ে পড়লাম। তবে অত্যন্ত দক্ষতার সাথেই উনি আমাদের গন্তব্যে পৌছে দিয়েছেন ।

১৭| ২৫ শে মে, ২০১৫ সকাল ১১:৩০

ধুম্রজ্বাল বলেছেন: দেশে অনেক মেয়ে পাইলট কাজ করছে। ভালোই করছে।
অনেক ছেলে পাইলট আছে যাদের প্রোফাইল শুনলে আপনি বিমানে উঠাই বাদ দিবেন।
সেদিন ইউএস-বাংলা বিমানে ফেরত আসছিলাম। ঢাকা এয়ারপোর্টের রানওয়ে তে পাইলট বিমানটিকে আছড়িয়ে ফেললেন।
আমার গিন্নি আমার দিকে রোষানলে বললেন "তুমিও এরকম চালাও নাকি ?"
বিব্রত আমি। কারন আমি জানি বিমান চালনা একটা আর্ট। অনেকেই তা জানেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.