নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুম্রজাল

ধুম্রজ্বাল

আমি চুম্বক। অন্যকে প্রভাবিত করা আমার নেশা

ধুম্রজ্বাল › বিস্তারিত পোস্টঃ

এই ছবিতে কি সমস্যা ?

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৪


(ছবি ইন্টারনেট থেকে নেয়া)

এধরনের ছবিকে আমরা কেন অশ্লীল বলি? এক যুগলের মিলনের ছবি- এটাকে কেন অশ্লীল বলি? এটা এমন একটা ঘটনা যা প্রতিটা সেকেন্ডে ঘটছে লক্ষ লক্ষ বার। আমাদের যদি মিলনই না হবে তাহলে তো মানবজাতি একসময় বিলীন হয়ে যাবে। তবু আমরা শকড হই কারও ফেসবুকে এধরনের ছবি দেখে। ঘৃনা করি পর্ন ছবি বলে।
কেন?
প্রতিদিন আমরা শত সহস্র ছবি দেখি। পেপারে।ইন্টারনেটে। এক্সিডেন্ট,আগুনে পোড়া দগদগে চেহারা, ইরাক বা আফগানিস্থানের মৃত শিশু, গাজা বা লিবিয়ার বিধস্ত জনপদ। আমরা কিছু বলি না। সয়ে গেছে। ধংস্ব আর অমানুষ্যত্বের ছবি মানুষ কে আর আলোড়িত করে না।আমাদের মনকে একটু নাড়া দেয় না।এটাই স্বাভাবিক।
কিন্তু একটা নগ্ন ছবিতে কি সমস্যা? মানব মানবির চিরাচরিত মিলন দৃশ্যে সবার কেন আপত্তি ?কেন ধর্ম, সমাজ, আইন কানুন সবাই মিলনের প্রতি কঠোর ভাবাপন্ন?মিলন তো “making love”। বাইবেলে তো বলা হয়েছে মিলন হচ্ছে সংগী কে "ভালো করে চেনা"।
তবু সেক্স কেন নিষিদ্ধ বিষয়?
কেন সেক্স আর ভায়োলেন্স একই সাথে দেখা হয়?

DEATH Orientation—killing, destruction, carnage, war = GOOD
LIFE Orientation—sex, love, intimacy = BAD

তাই "এই ছবিতে সমস্যা কি" না বলে প্রশ্ন জাগে " আমাদের কি সমস্যা" ???
আমরা হত্যা-ধ্বংস কে আপন করে নিয়েছি। আর ভালোবাসা, মিলন, জীবনীশক্তিকে ঘৃনা করছি, অস্বীকার করছি,এড়িয়ে চলছি ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

আহমেদ জী এস বলেছেন: ধুম্রজ্বাল ,


আপনার প্রশ্নবোধক শিরোনামের জবাবে এটুকু বলতেই হয় -------জ্ঞান তাৎপর্যমন্ডিত হয়ে প্রজ্ঞায় রূপান্তর না পেলে বন্ধ্যাই থেকে যায় । উপলব্ধির স্তরে উন্নীত না হলে জ্ঞান মাত্রই বন্ধ্যা ।আমাদের উপলব্ধির স্তরকে শিশুকাল থেকেই ঠুলি পড়িয়ে রাখা হয় সামাজিক ভব্যতার নামে, তা শুদ্ধ বা অশুদ্ধ যাই হোকনা কেন । একজন শিশুকে তার পরিবেশ যা শেখায় তা থেকে তার বেরুনোর উপায় থাকেনা । তার প্রশ্ন করার স্বাভাবিক প্রক্রিয়াকে শিশুকাল থেকেই দমিয়ে রাখা হয় । ফলে তার ভেতরে একটা বানানো ধারনা তৈরী হয়ে যায় প্রকৃত জ্ঞানের অভাবে । পরিনত বয়সে , জ্ঞানের স্তরে এসে সে ধারনা ঠোক্কর খায় বাস্তবের সাথে ।
আপনার এই প্রশ্নটিই ঠিক " আমাদের কি সমস্যা" ???

মূল সমস্যা দৃষ্টিভঙ্গীর ।
আর এটা হয় আমরা অন্যের মস্তিষ্ক দিয়ে চিন্তা করি বলে , অন্যের চোখে দেখি বলে। নিজের শেখা, জানা, অভিজ্ঞতার মিশেল দিয়ে কোনও কিছু যাচাই করিনে । শেখানো বুলিই আউড়ে যাই শুধু ।
বোধ ,মনন আর প্রজ্ঞার যখন ঘাটতি হয় ; অপরিপূর্ণ হয় তখনই এরকম বিভ্রান্তি ঘটে থাকে । আমরা এরকমই বিভ্রান্তির শিকার যুগে যুগে ।


২৩ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৮

ধুম্রজ্বাল বলেছেন: কথা সত্য।আমাদের বুদ্ধিবৃত্তি শৃংখলাবদ্ধ থাকে বলে আমাদের মাঝে মননশীলতার অভাব।সহনশীলতার অভাব

২| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

কসমিক রোহান বলেছেন: আমি সংক্ষিপ্তাকারে বলছিঃ

অশ্লীলতা কি জিনিস ? এর সংজ্ঞা কি?
আমার মতে একান্ত নিজের যে গোপনীয় জৈবনিক কর্মকান্ড জনসম্মুখে প্রকাশিত হবার নয় বা অন্যের সাথে শেয়ার করার নয় তার নির্লজ্জ প্রকাশই অশ্লীলতা।
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অন্য সকল জীবের চেয়ে মানুষ আলাদা , যার রয়েছে একান্ত ব্যক্তিগত মানবীয় স্বাধিনতা , মানুষ পৃথিবীতে ইচ্ছে নামক স্বাধীনতা পায় বলেই যাচ্ছে তাই করতে পারে না । তাঁকে কিছু সভ্যতার নিয়ম মেনে চলতে হয়। আপনার যেমন অধিকার নেই অন্যের স্ত্রীর গোপন রুপ লাবণ্য উপভোগ করার তেমনি উচিৎ নয় নিজের স্ত্রীর রুপ লাবণ্য অন্যকে উপভোগ করতে দেয়ার । এখানে যদি কেউ অনধিকার চর্চ্চা করে বা করায় তাহলে তার নিজস্ব স্বকীয়তা থাকেনা । এটা মানুষ হিসেবে কাম্য নয়। আর থার্ড পারসনের স্ত্রীর রুপ লাবণ্য প্রকাশ করা বা কাউকে উপভোগ করতে দেয়া আরো অনুচিত ।

এখন আসি ছবি , অঙ্কন বা মুর্তির মাধ্যমে নগ্নতা প্রকাশের বিষয়ে । এখানেও মানবীয় স্বকীয়তা থাকেনা । কেন থাকে না ?
কারণ এখানে বহু মানুষ সেই নগ্নতা থেকে , এখানে কারো কামোদ্দ্যিপনা জাগতে পারে । যার পরিনতি কি? পরিনতি দ্বিমুখি হতেও পারে ।
১। বৈধ কাম চরিতার্থের উপায় না থাকলে অবৈধভাবেই চরিতার্থ করার উপায় খুজবে।
২। বৈধ কাম চরিতার্থ করার উপায় থাকলে, উক্ত নগ্নতা উপভোগ করার কারণে যিনি তার সঙ্গী তার সাথে প্রতারণা করা হবে। কারণ তার সঙ্গীই এই মনোযোগ পাওয়ার অধিকারভুক্ত ।
৩। আর মাস্টারবেট করাও নিজের এবং সঙ্গী কিংবা ভবিষ্যৎ সঙ্গীর সাথে প্রতারণা।

এছাড়াও নগ্নতার কারণে সমাজে ধর্ষণ ছড়িয়ে পরে। এর উদাহরণ হলঃ যেসব দেশে যৌনতা যত বেশী ফ্রি ও অনুকুল সে দেশে ধর্ষণের হার তত বেশি । ধর্ষণ মানবতার জন্য চরম বিপর্যয় ।

৩| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৭

ঢাকাবাসী বলেছেন: বড়দের বড় বিষয়!

৪| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

দস্যুরাজা বলেছেন: সহমত @ কসমিক রোহান

৫| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

রাবার বলেছেন: B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.