নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইলা

ইলা › বিস্তারিত পোস্টঃ

শান্তনা তবুও।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

সবসময় বিজয়ী হবে এমন কখনও ভাবা উচিত নয়। আবার পরিস্থিতিও সবসময় অনুকুলে থাকবে এমন ভাবাও বোকামী। সময়টা খুব খারাপ যাচ্ছে-তাই চুপ থাকাই উত্তম।
সম্ভবতঃ বিজ্ঞানী নিউটন এর মতে যার মধ্যে যত খারাপ তার মধ্যে তত ভালো। সেই সূত্র মতে ভাল আছি।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ঈশ্বরদী। সুযোগ পেলে হয়ত পৃথিবীর বিভিন্নদেশ সফর করতাম বা করব। তবে ঈশ্বরদী যাওয়া হত কিনা- জানিনা। চাকুরীর সুবাদে এই অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ কর্তৃপক্ষকে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

হাফিজ বিন শামসী বলেছেন: ঠিক বলেছেন, সব সময় বিজয়ী হওয়া যায়না।পরাজয়কে মেনে নিতে হয়।পরাজয় জীবনেরই একটি অংশ।ভাল থাকুন। ভ্রমণ করুন।সুন্দর সুন্দর ছবি করুন।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

ইলা বলেছেন: ধন্যবাদ!

২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

আমি এ আর বলছি বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:৩৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার মাঝে খুব সুন্দর একটা মন রয়েছে। আপনার লেখা ও ছবি ক্যাপচারের কৌশল ও ক্যারিশমা দেখেই বুঝা যায়। কিন্তু মাঝে মাঝে একটু মেজাজী ও বটে!! মনে হয় ঠিক তাল রাখতে পারেননা কখনো কখনো। তবে হ্যাঁ সুস্থ্য ও সুন্দর জীবনের জন্য ধৈর্য হচ্ছে সবচেয়ে ভাইটাল কন্টেন্ট। সব মানুষই কিন্তু একই মত ও একই পথ অনুসরণ করেননা বা করতে পারেনননা। তাই সৃষ্টি হয় ভিন্ন মতের। এবং ভিন্ন মতের সবাইকে সহ্যও করতে হয়। ধন্যবাদ ভালো থাকুন।।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৮

ইলা বলেছেন: হা- হা-হা, এতো দ্রুত ডিভিশনে চলেগেলেন?

৪| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জি হ্যাঁ! নিখাঁদ প্রশংসা করেছি মাত্র। ডিভিশনটা বুঝে এলোনা ম্যাম! আর বাকীটা মতামত। আমি কাউকে পছন্দ ও ঘৃণা দুটোই প্রথম দেখাতেই করে এসেছি। আপনাকেও তাই। তবে, আপনার তিনটি রিঅ্যাকশন তিন ধাঁচের হয়েছে।ভালো লেগেছে বেশ! প্রথমটায় আপারকাট, পরেরটা হিপ থ্রো আর শেষে এক্কেবারে রিঙয়ের বাইরে ফেলে বন্দুক তাক করেছেন। মাইরি, আপনি আপনারই তূলনা! অবশেষে রাগ ভুলে আপনার ফিরে আসাটা বিরাগ নয় নিশ্চয়ই!
পরিশেষে, আপনার প্রায় প্রতিটা লেখাই পর্যবেক্ষণ করে দেখলাম এবং ধাঁধাঁয় পড়ে গেলাম। ঠিক কোথায় যেন মিলছেনা? ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.