![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০৮ ই মে, ২০১৬ রাত ১০:০৭
ফকির ভাই বলেছেন:
৩| ০৮ ই মে, ২০১৬ রাত ১০:৪১
সুমন কর বলেছেন:
৪| ০৯ ই মে, ২০১৬ সকাল ১০:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাকে সারা বছরই শুধু নয়, সারা জীবনই ভালোবাসি।
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫২
ইলা বলেছেন: হ্যাঁ, সেটাই তো। এ দিনটি তাদের জন্য যাদের মা ওল্ড হোমে থাকেন। তাদের আওয়াজ দিতে দিতে ঢোল- তবলা বাজাতে বাজাতে যাওযা উচিত- মাকে ফুল দিতে যাচ্ছি, সঙ্গে নিবে কিছু চকলেট, বিস্কুট, কিছু মিষ্টি, আর পারলে আপনাদের নতুন প্রজন্মকেও সঙ্গে নিবেন, যাতে তারা এই পথটা চিনে রাখে।
৫| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:০৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমার মা নেই। আজ থেকে ৩৫ বৎসর আগে কোন এক বর্ষাঘন বিকালে হারিয়েছি মাকে চীরতরে।তাই, আর সবাই যখন মাকে নিয়ে বড়াই করে, কবিতা লিখে, গান লিখে। মা!মা! বলে ডাকে। আমি কাঁদি নিভৃতে।
সত্যিই বলেছেন, মাকে স্মরণে কোন বিশেষ দিবসের প্রয়োজন নেই। যাদের হৃদয়ে রয়েছে মা তাদের জন্য কেন আবার বিশেষ "মা দিবস"?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ৯:৪৩
মুসাফির নামা বলেছেন:
