নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিশ্বাসে কিছুই মেলে না

এখানে এখন রাত্রি এসেছে নেমে তবু দেখা যায় দুরে বহু দুরে হেরার রাজতোরণ

ডিজিটালভূত

জন্ম সত্তরে এক আলেম পরিবারে। প্রাইমারী শেষ করার আগেই আব্বা জোর করে মাদরাসায় ঢুকিয়ে দিলেন। মাদরাসায় পড়তে মনে চাইছিল না প্রথমে। পরে মাদারাসার দর্শনই নিজের জীবনের রক্ত-মাংসে, সীরাত-সুরতে আর মন-মস্তিস্কে মিশে গেল। এ নিয়ে গর্ব করি। [email protected]

ডিজিটালভূত › বিস্তারিত পোস্টঃ

আরবী শেখার কয়েকটি ওয়েব সাইট

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৯:৫১

যারা আরবী শিখতে আগ্রহী তারা এ সাইটগুলো ভিজিট করে দেখতে পারেন। আমি কিন্তু এগুলো ব্যবহার করে দেখিনি। কেহ না পারলে আমাকে গালি দিতে পারবেন না।

শেখতে চাইলে কষ্ট করতেই হয়।



http://www.arabicsp.com/



http://www.madinaharabic.com/



http://www.tardeed.com





আরো সাইটের কথা কারো জানা থাকলে যোগ করতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৯:৫৯

মতলববাজ বলেছেন: আরবি শেখার ইচ্ছা আছে।

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১০:২৫

ডিজিটালভূত বলেছেন: থাকাটাই ভালো

২| ০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১০:০৩

দুরন্ত ইসলাম বলেছেন: ভাল কাজ করেছেন। খারাপ না।

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১০:২৫

ডিজিটালভূত বলেছেন: জীবনে ভালো কাজ খূব কম করেছি।

৩| ০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১০:১৫

শিকল বলেছেন: @দুরন্ত আপনি আমাকে কেন ব্ল করে রেখেছেন বুঝতে পারছি না!

@লেখক : লেখাটা প্রিয়তে নিলাম +

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১০:২৭

ডিজিটালভূত বলেছেন: দুরন্ত শুধু্‌ আপনাকে নয়, সকলকে ব্লক করে রেখেছে। আমি মন্তব্য করতে গেছিলাম। দেখি, কোন মন্তব্য গ্রহণ করা হয় না।

৪| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৬

মেগামেন বলেছেন: http://www.lqtoronto.com

৫| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২১

মেগামেন বলেছেন: এই সাইটে প্রায় ২৯৬টা ভিডিও আছে আরবী ভাষার উপর বিশেষ করে কুরআনের ভাষার উপর।

এই কোর্স করলে ঘরে বসেই আরবী অনেক আয়ত্তে আনতে পারবেন।

প্রায় 72GB ভিডিও লেকচার... অনেক কষ্টে ডাউনলোড করছি।

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

ডিজিটালভূত বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:০১

বাংলাকে ভালবাসি বলেছেন:

হুমম ভালো।


তবে মেসবাহ সাহেবের ৩ খন্ডের 'এসো আরবী শিখি' বই পড়লে কম সময়ে আরও উন্নতি করা যাবে।

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৪৭

ডিজিটালভূত বলেছেন: আমি পড়েছি ও বিভিন্ন হিফজ মাদরাসার সিলেবাস করে দিয়েছি।

৭| ০৮ ই মার্চ, ২০১২ রাত ১০:২৯

জানতেএলাম বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.