![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদি ,
; জি বাকের ভাই !
; মনে কর , প্রায় ৫০,০০০ লোক উপস্থিত আছে ,এমন অনুষ্ঠানের মাঝে কেউ একজন মারা গেলেন , তাইলে কি সেটা বন্ধ করে দেওয়া উচিত হবে ?
; কেন বাকের ভাই অনুষ্ঠান বন্ধ করলে অসুবিধা কি ?
; এতে অনেক অসুবিধা হতে পারে ,
১মত , হঠাত অনুষ্ঠান বন্ধ করলে ৫০,০০০ লোকের রিএকশন কি ভালো হবে ?
২য়ত , হঠাত করে ৫০,০০০ লোক সামলানোর মত পর্যাপ্ত জনবল কি সেখানে রয়েছে ?
৩য়ত ,অনুষ্ঠান বন্ধ হওয়ায় ৫০,০০০ লোকের মাঝে কেউ যে অতিথিদের মঞ্চে আক্রমণ করবে না , এটার নিশ্চয়তা কোথায় ?
৪র্থ , অনুষ্ঠানের শিডিউল পূর্বঘোষিত , সুতরাং অনুষ্ঠান বন্ধ করলে অতিথিদের সবার শিডিউলে এর প্রভাব পরবে ...
; বুঝলাম বিষয়টা , কিন্তু ঘটনা কিচ্চে ?
; ঘটনা হইল , " বেঙ্গল মিউজিক ফেস্ট " এর অনুষ্ঠানে গিয়ে শিল্পী কাইয়ুম চৌধুরি অসুস্থ হয়ে মারা গিয়েছেন ,
এতে অনেকে বলছেন যে , " শিল্পী কাইয়ুম চৌধুরির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে অনুষ্ঠান টি সেদিন বন্ধ রাখা হল না কেন ? "
আসলে ,
শ্রদ্ধাবোধটা সম্পূর্ণ ভেতর থেকে আসে ...
অনুষ্ঠান টি সেদিন চালু রাখার কারনে শিল্পী কাইয়ুম চৌধুরির প্রতি লোকজনের শ্রদ্ধাবোধ কি কমে গিয়েছে ?
বিঃদ্রঃ বিশ্ব ইজতেমা অথবা হজ্বে গিয়ে প্রতি বছর অনেকলোক মারা মারা , তাইলে সেটা বন্ধ করে দেওয়া হয় না কেনু ?
( এই প্রশ্নের উত্তরে জাকির নালায়েকীয় যুক্তি গ্রহণযোগ্য হপে নাহ )
https://www.facebook.com/nobodyinplanet.inplanet
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
ডিজিটাল বাকের ভাই বলেছেন: আপনি হয়তো পয়েন্ট টা বুঝতে পারেন নি ,
এখানে জনতা মারার চেয়ে বড় প্রশ্ন হল . ..দর্শক ও আমন্ত্রিতদের নিরাপত্তা র বিষয়টি ...
ভাই , ৫০০০০ মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ বিষয় না ,
১মত , হঠাত অনুষ্ঠান বন্ধ করলে ৫০,০০০ লোকের রিএকশন কি ভালো হবে ?
২য়ত , হঠাত করে ৫০,০০০ লোক সামলানোর মত পর্যাপ্ত জনবল কি সেখানে রয়েছে ?
৩য়ত ,অনুষ্ঠান বন্ধ হওয়ায় ৫০,০০০ লোকের মাঝে কেউ যে অতিথিদের মঞ্চে আক্রমণ করবে না , এটার নিশ্চয়তা কোথায় ?
এই সহজ বিষয়টা বুঝতে পারা উচিত
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৫
নিজাম বলেছেন: রাস্তায় বের হলে এক্সিডেন্ট হয় তাই বলে রাস্তায় বের হওয়া বন্ধ করা হয় কী?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
ডিজিটাল বাকের ভাই বলেছেন: হুম ঠিক ই
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১
অপূর্ণ রায়হান বলেছেন: ধ্রুপদী যুক্তি দিয়েছেন বাকের ভাই !!
আরও একবার প্রমাণ হইল , ইন্টারেস্টিং নিক হইলেই যে সে ভালো ব্লগার হইবে তাহার কোন কারণ নাই !
৫০,০০০ লোকের মধ্যে যদি অনুষ্ঠান বন্ধ হলে কেউ আক্রমণ করত , গুটিকতক সেই সব শিয়াল কুকুরদের জন্যইতো আজকের বাংলাদেশ ! ৫০,০০০ লোকজন সব নিশ্চয়ই শিয়াল কুকুর ছিলেন না ! বাকিরা কি তাদের বুঝাতে / ঠেকাতে সক্ষম হতেন না ?
আপনাদের মনে তথাকথিত শ্রদ্ধা অথবা শ্রেদ্ধা কমেছে কি না জানিনা তবে কাইয়ুম চৌধুরী ও তার পরিবার আপনাদের সেই শ্রাদ্ধার তীব্রতা নিশ্চিতভাবেই উপলব্ধি করেছেন ।
কি যুক্তি রে ! হজ্ব , ইস্তেমা আর একজন রাস্তা ঘাট কে তুলনা করলো শিল্পী কাইয়ুম চৌধুরীর সাথে ।
বেঙ্গল মিউজিক ফেস্টের ব্যাবসায়িক চতুরতাকে প্রশংসা করেতেই হয় । তারা জানে , বাঙালীদের মধ্যে হুজুগ আর হেঁচকি তোলা সংস্কৃতিবোদ্ধার অভাব নেই । কিন্তু শিল্পীদের খুব অভাব । যে জাতি তার একজন অন্যতম শিল্পিকে সামান্য সম্মান দেখাতে অপারগ হয়ে অর্থের কাছে পরাজিত হয় , সে জাতির এমন অবস্থা ও চরম ভবিষ্যৎ হবে না তো আর কাদের হবে !
বিদায় ।।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
ডিজিটাল বাকের ভাই বলেছেন: আপনি বলেছেন ,
" ৫০,০০০ লোকজন সব নিশ্চয়ই শিয়াল কুকুর ছিলেন না ! বাকিরা কি তাদের বুঝাতে / ঠেকাতে সক্ষম হতেন না ? "
আপনার এই যুক্তির সুত্রেই বলি , রাস্তায় ১ টা পটকা ফুটলেই লোকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ,
সেখানে এত লোকের মাঝে কিছু একটা ঘটলেই অনেক লোক পায়ের নিচে চাপা খেয়ে মারা যেতে পারত .।.।.।
বাইরে থেকে অঙ্কে কিছুই পটর পটর করা যায় , কিন্তু বাস্তবতা ভিন্ন
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫
ডিজিটাল বাকের ভাই বলেছেন: "ইমোশনাল অ্যাটাচমেন্ট" অনেক বড় একটা ব্যাপার। আমি কার মৃত্যুতে কতটুকু দুঃখ পাই, সেটা মৃত মানুষটার সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্টের ওপর নির্ভর করে। আমার ইমোশনের সাথে আমার মা-বাবা জড়িত, আমার আত্মীয়-স্বজন জড়িত, যাদের লেখা পড়ে বড় হয়েছি, যাদের সিনেমা দেখে, গান শুনে বড় হয়েছি বা আমার চিন্তাশক্তি গঠনে যারা প্রভাব রেখেছেন - এদের সাথে ইমোশনালি আমি অ্যাটাচড।
সত্যি কথাটা হচ্ছে, প্রয়াত কাইয়ুম চৌধুরীর সাথে ওই অনুষ্ঠানে উপস্থিত লোকেদের বেশির ভাগেরই কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিলো না। তিনি মানুষের ইমোশনের জায়গা জুড়ে ছিলেন না। দুইদিন হলো তিনি মারা গেছেন, এখনও তাকে নিয়ে উল্লেখযোগ্য কোনো লেখা নেই, স্মৃতিচারণ নেই - বিখ্যাত একজন মানুষের মৃত্যুতে যেমনটা হয় - সেরকম কিছুই নেই।
প্রশ্ন রাখিঃ এখন কি আপনি মানুষকে জোর করে শ্রদ্ধা দেখাতে বাধ্য করবেন ? তাও কি হয় ? হুমায়ুন আহমেদের মৃত্যুতে কি দরকার হয়েছিলো কাউকে শ্রদ্ধা প্রকাশ করতে বলার, বা শ্রদ্ধা প্রকাশের রাস্তা দেখিয়ে দেয়ার ? হয়নি।
কারণ কী ? - সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট !
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
ডিজিটাল বাকের ভাই বলেছেন: শিল্পীকে শ্রদ্ধা জানাতে সবাই এতো তৎপর, কেউ শো চালাতে চায়, কেউ শো বন্ধ করতে চায় - আল্টিমেটলি শো চলা বা না চলার সাথে শ্রদ্ধার সম্পর্কের জায়গাটা কোথায় ? আমি শো চালালাম বা বন্ধ করলাম, আমার এই কাজ কীভাবে শ্রদ্ধার সাথে সম্পৃক্ত হলো ?
প্রশ্ন রইল আপনার কাছে ?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১
ডিজিটাল বাকের ভাই বলেছেন: " ইন্টারেস্টিং নিক হইলেই যে সে ভালো ব্লগার হইবে তাহার কোন কারণ নাই ! " . আপনার এই কথার সাথে সহমত
আমি কখোন নিজে ভালো ব্লগার দাবি করি না ,
( এটা প্রমানিত হওয়ার কিচ্ছু নেই )
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০১
কাহাফ বলেছেন: বেকুব মার্কা যুক্তি!
হজ্জ্ব-তাবলীগের ক্ষেত্রে 'জনতা মারবে এমন ভয় নাই!