নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা বাকের ভাই এর ডায়েরী ,

ডিজিটাল বাকের ভাই

০০০০০১১১১১১

ডিজিটাল বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক মারলেই বেহেস্ত কনফার্ম ...

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

একজন ব্লগার ওয়াশিকুর বাবু কে হত্যা করা হয়েছে ...
-কেন হত্যা করা হয়েছে ?
- কারণ তিনি নাকি মুমিনদের ধর্মানুভুতিতে (!) তে আঘাত দিয়েছিলেন ...

এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার ...
ধর্মানুভূতিতে আঘাত কেউ দেয় না,
এটা নিজ দায়িত্বে পেতে হয়।
একজন নাস্তিক কী লিখল , তা আপনি যদি না পড়েন তাহলে আঘাত পাওয়ার ব্যাপারটি আসে না। নিজ দায়িত্বে আঘাত পেয়ে আবার লেখকের কাছে তার প্রতিকার চাওয়া বোকামী নয় কি?

আমার ডায়েরীতে আমি কি লিখব , সেটা একান্তই আমার ব্যপার ..., কেউ যদি লুকিয়ে সেটা পড়ে , এবং পড়ে কষ্ট পায় এতে লেখকের কোন দোষ দেখি নাহ ,
লেখক কাঊকে লেখা পড়ার জন্য অনুরোধ করেন নি ,
ঠিক তেমনিভাবে একজনের ব্লগ বা ফেসবুক আইডি একান্তই তার নিজস্ব , এখানে ব্যক্তি কি লিখবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যপার , কারো যদি সেই লেখা ভালো না লাগে তাহলে তাকে আনফলো বা রিমুভ করা যেতে পারে , পোস্ট রিপোর্ট করা যেতে পারে ,
অথবা তার ব্লগ বা ফেবু তে নাগেলেই হয় ...
কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তার ব্লগ বা ফেবু তে গিয়ে লেখা পড়ে , এবং পড়ে কষ্ট পায় এতে লেখকের কোন দোষ নেই ...
ব্যক্তিটি নিজ দায়িত্বে ইচ্ছাকৃত ভাবে অনুভুতিতে আঘাত পেয়েছে ...

আর এটা এমন না যে নাস্তিক লোকটি রাস্তায় লুকিয়ে কাঁটা পেতে রেখেছে , এবং পথ চলতে গিয়ে আপনার পায়ে ফুটেছে।
ধর্মানুভূতিতে আঘাত ব্যাপারটি পুরোই সেচ্ছা-আঘাত।
যারা ধর্মানুভূতিতে আঘাত পায় তারা এটা পেতে ভালবাসে। সম্ভবত এটা অনেকটা হেরোইন জাতীয় নেশার মতো, একবার আঘাত পেলে বারবার পেতে ইচ্ছা জাগে....

বিঃদ্রঃ নাস্তিক মারলে বেহেস্ত কনফার্ম ... কথাটা সত্যি নাকি !!!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮

মোহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেছেন: খুব সহজভাবে, ছোট পরিসরে সুন্দর সত্য কে উপস্থাপন করেছেন, আপনার লেখনি ভাল লাগলো!! ধন্যবাদ, আপনার আরও লেখা পড়ার ইচ্ছা রইল।

২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

অেসন বলেছেন: আপনার লেখা ভালো লাগলো। কিন্তু কারো লেখা পছন্দ না হলেই হত্যা করতে হবে !
এটা কোন ধরনের বর্বরতা !

৩| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: দেশে আইনের বিচার থাকলে হয়তো ইসলামবিদ্বেষীদের এভাবে মরতে হতো না, কারণ কেউ যদি কারও ধর্মানুভুতিতে আঘাত দেয় সেটা যেমন দেশের সংবিধানপন্থী অন্যদিকে আইন নিজের হাতে তুলে নেওয়াও ঠিক নয়।

তবে আপনার এ কথাটার সাথে একমত নই।
আমার ডায়েরীতে আমি কি লিখব , সেটা একান্তই আমার ব্যপার ..., কেউ যদি লুকিয়ে সেটা পড়ে , এবং পড়ে কষ্ট পায় এতে লেখকের কোন দোষ দেখি নাহ
তাহলে সংবিধানের প্রয়োজন ছিল কি??
আপনি ঘরে কি করবেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঘরের প্রেম বাইরে আনবেন কেন?? তার মানে এই দাড়াচ্ছে না মুক্তমনারা নামধারীরা যা বলে তারা তা নিজেই বিশ্বাস করে না।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২১

ডিজিটাল বাকের ভাই বলেছেন: ভাই াপনি হয়ত আমার লেখার এই অংশ টা পড়ে বুঝতে পারেন নি ,
এখানে কোন ঘরের কিছু বাইরে আনা হচ্ছে নাহ ,
ঠিক যেমন ,
আমার এই লেখাটা পড়তে আমি কাউকে অনুরোধ করিনি , আপনি এটা নিজ ইচ্ছায় পড়েছেন ,
এটা পড়ে কারো ভালো না লাগলে সে পোস্ট রিপোর্ট করতে পারে ..

প্রথমত ,
একজনের ব্লগ বা ফেসবুক আইডি একান্তই তার নিজস্ব , এখানে ব্যক্তি কি লিখবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যপার , কারো যদি সেই লেখা ভালো না লাগে তাহলে তাকে আনফলো বা রিমুভ করা যেতে পারে , পোস্ট রিপোর্ট করা যেতে পারে ,
অথবা তার ব্লগ বা ফেবু তে নাগেলেই হয় ...

এছাড়া আর কি করা যেতে পারে ?
এর জন্যে কি তাকে হত্যা করতে হবে ?

আশা করি এবার বুঝতে পেরেছেন

৪| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

যোগী বলেছেন:
ঐ ব্যাটা থাপ্পর খাবি স্কিপ করে কমেন্টের রিপ্লাই করলে।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

ডিজিটাল বাকের ভাই বলেছেন: বদি ,
; জি বাকের ভাই
; কমেন্টে র জায়গায় একটা পশম দেখতে পাচ্ছি .

৫| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০

আরাফাত নিলয় বলেছেন: ভাই, ব্যাপারটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি। অাপনি বলছেন আপনার ডায়রীতে কি লিখলেন না লিখলেন সেটা আপনার ব্যাপার। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনার ফেসবুক আইডি, ব্লগ আইডি একান্ত আপনার ব্যাপার নয়।
যদিও আপনি আপনার লেখা আপনার নিজস্ব স্টাইলে নিজস্ব টাইম লাইনে প্রকাশ করেন, কিন্তু আপনি সেটা প্রকাশ করেন আপনার ফ্রেন্ডলিস্ট বা ব্লগ লিস্টে থাকা মানুষদের স্বীকৃতি আদায়ের জন্য। আপনি যখন কিছু লিখেন, তখন আপনি জানেন যে সেই লিখা আপনি ছাড়াও আপনার ফ্রেন্ডলিস্টের মানুষরা পড়বে। তারমানে আপনি একটা সার্কেল বা মিডিয়াতে নিজের অনুভূতির কথা জানাচ্ছেন। আর সেই সার্কেলের মানুষজন আপনাকে মূল্যায়ন করে বলেই আপনার লেখা নিয়ে মাথা ঘামায়। যেমনভাবে আপনি একজন আস্তিকের আস্তিকতায় বিরক্ত হয়ে মন্তব্য করেন, তেমনভাবে আবার নাস্তিকের নাস্তিকতায়ও বিরক্ত হয়ে মন্তব্য করেন।
আপনার আইডি আসলে একটা মিডিয়া, যেখানে আপনি নিজে একটা ব্র্যান্ড যার পরিচিতি রয়েছে একটা নির্দিষ্ট সার্কেলে। কাজেই এটা বলা ভুল যে কেনো তারা আপনার লিখা পড়লো। আর নাস্তিকরা ব্লাসফেমি করে নাস্তিকতা প্রকাশ করতে চায় বলে আমি বিরক্ত হই। আমার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পছন্দের একজন শিক্ষক হচ্ছেন নাস্তিক, কিন্তু তিনি যুক্তিসঙ্গতভাবে নাস্তিকতা করেন, ব্লাসফেমি ব্যবহার করে না। এ কারণে তাঁর মতবাদ অনেকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর জ্ঞানের প্রথম শর্ত হচ্ছে বিনয়। যেটা অনেক নাস্তিকই জানেন না।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

ডিজিটাল বাকের ভাই বলেছেন: আপ্নার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ .
আপনি বলেছেন ,
" ফেসবুক আইডি, ব্লগ আইডি একান্ত আপনার ব্যাপার নয় "

এখন প্রশ্ন হল ,
-ফেসবুক আইডি, ব্লগ আইডি তে নিজের চিন্তা-ভাবনা , কথা বাদ দিয়ে অন্যদের খুশি করার জন্যে লিখতে হবে ?
- যেহেতু আপনার কথা অনুযায়ি , একজনের ব্লগ বা ফেসবুক আইডি একান্তই তার নিজস্ব নয়,
তাইলে আমি সেখানে কি লিখব , সেটা কি অন্যকেউ ঠিক করে দিবে ?

কোন বিষয় প্রত্যেকের কাছে ভাল লাগবে এমনটা ভাবার কোন কারণ নেই ,
কারো কাছে কোন বিষয় ভালো না লাগলে তাকে হত্যা করতে হবে এটাও কাম্য নয় ।
আশা করি এবার বোঝাতে পেরেছি

৬| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯

আরাফাত নিলয় বলেছেন: অন্যদের খুশি করতে হবে আমি তা বলিনি কিন্তু একবারও। আমি বলেছি, আমরা যা কিছু লিখি, তার উদ্দেশ্য থাকে অন্যের কাছ থেকে স্বীকৃতি পাবার জন্য। নিজের ব্যতিক্রম চিন্তাধারাকে প্রকাশ করার জন্য।
আপনার লিখা অবশ্যই অন্যে লিখবে না, আপনিই লিখবেন। কিন্তু, আপনার লিখাটাতো শুধু আপনার জন্য লিখছেন না। আপনি অবশ্যই অন্যকে দেখানোর জন্যও লিখছেন। ডায়রীর লিখা সাধারণত একান্ত নিজস্ব হয়ে থাকে, যে লেখা স্বয়ং বাবা-মাও দেখেন না।
কিন্তু সোশ্যাল আইডি মানেই সামাজিক সংয়োগ, এ সংযোগে সবাই একযোগে আড্ডা দেয়। কাজেই আপনি যখন বলবেন যে, "এই কথা আমি কাউকে জানতে দিতে চাই না।" সেটাও কিন্তু সবাই জানবে, কারণ আপনি আপনার মত প্রকাশ করেছেন (গোপন কি লুকানো যাই হোক) এখন এই মত যদি নেগেটিভ ভাবে প্রকাশ করেন আর বলেন যে, এ লিখা শুধু আমার, আর কারো নয়। তখন ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। আমি শুধু এই ব্যাপারটা বলেছি।
আর ধর্মের অসঙ্গতি নিয়ে আমিও ভাবি। কিন্তু সেজন্য আমি ধর্মকে দুষতে চাই না, ধার্মিককে দুষতে চাই। কারণ, সৃষ্টিকর্তা কতৃক প্রদত্ত যদি সঠিক কোনো গাড়ি থাকে, সেই গাড়ি পাগলের মতো চালিয়ে নষ্ট করেছে মানুষ, গাড়ির কোনো দোষ নেই।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১২

ডিজিটাল বাকের ভাই বলেছেন: আপ্নার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৭| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১১

আরাফাত নিলয় বলেছেন: অনুগ্রহ করে আমার- "ঈশ্বরকে দেখা যায় না কেনো?" প্রবন্ধটা পড়ুন, ভালো না লাগলে আপনার পরামর্শ জানাতে ভুলবেন না।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫২

ডিজিটাল বাকের ভাই বলেছেন: ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.