![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন একটা রাস্ট্রে অবস্থান করবেন আর রাজনিতীর বাইরে থাকবেন তাতো হবে না ।সংগা মতেই আপনি চান বা না চান রাজনিতীর বাইরে আপনি বের হতে পারবেন না । জংগলে থাকলে আলাদা কথা ।একজনের লেখায় দেখেছিলাম “আমি পায়খানা করব এর মধ্যে রাজনিতীর কি আছে?” ।
ভাই আপনি টাইলস আলা কমোডে হাগবেন না কাঁচা পায়খানায় হাগবেন সেটা রাজনিতীই নির্ধারণ করে ।আর ক্রিকেটতো কোটি টাকার খেলা! বাংলালিংক আর গ্রামীনফোন যেমন দেশপ্রেম নিয়ে ব্যবসা করে, ক্রিকেট নিয়েও ব্যবসা করে ।রাজনৈতিক দলগুলাই বা আলাদা হবে কেন? রাজনিতী যাদের কাছে ব্যবসা ক্রিকেট তাদের কাছে ইনভেস্টমেন্ট । কিন্তু কাহিনী হচ্ছে স্টক র্মাকেট থাকতে ক্রিকটে কেন? আগের টা যে অনিশ্চিত আর পরেরটা যে সুপার নিশ্চিত। সুপার নিশ্চিত কারন পাব্লিক এইখানে ইনভলভ । আমরা পাব্লিক কিন্তু ভাই রাখে আল্লা মারে কে কইয়া এইখানে ঝাপায় পড়ছি ।ভাই ঝাপায় পড়ব নাই বা কেন? এই দুঃখ কষ্টের জীবনে সুস্থ্য বিনোদন বলে আর কিই বা আছে? একটু ভাইবা দেখেন! সারাদিন ঘানি টানার পর বাসায় বৈা বাচ্চার খ্যাচ খ্যাচানি . . . . এই মূহূর্তে ক্রিকেটের চেয়ে বড় নির্দোষ, র্নিজলা বিনোদন আর কি আছে কইতে পারেন ? তার চেয়ে বড় বিষয় নিজেরে নিয়ে জাতি হিসেবে গর্ব্ করার মতো আর কয়টা অর্জ্ন আমাদের আছে যেটা আর্ন্তজাতিকভাবে মর্যা্দা এনেদিয়েছে ? এই কয়েকদিন আগেও এটাকে এলিটদের খেলা বলতে পারলেও এখোন কিন্তু কোনভাবেই এই খেলার শ্রেনী বিভাগ করতে পারবেন না। ঢাবির টিএসসির বড় পর্দায় খেলা দেখে কারা দেখেছেন ? টোকাই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্ন্তির এখানে খেলা দেখে, আগার গাঁ বস্তির প্রত্যেকটা চায়ের দোকানে টিভির সামনে ভির উপচে পরে, সনি র্যাং সের শোরুমের সামনে চকলেট বিক্রি বণ্ধ করে পোলাপানদের খেলা দেখতে দেখেছি। প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গিয়ে দেখেছি বাজারে চায়ের দোকানে উপচে পরা ভিড়। এই একটা যায়গায় দেখি আমার স্বামী এবং আমাদের গাড়ির ড্রাইভার এক ধাক্কায় এক কাতারে নেমে আসে । সেকি উত্তজনায় দুজন আলোচনা করতে থাকে । বাংলাদেশ হেড়েছে বলে আমার স্বামী সেদিন রাতে ভাত খেতে পারে নি । আমি এক নানীকে দেখেছি খেলার জন্য দুহাত তুলে দোয়া করতে, এক খালাম্মাকে দেখেছি বাংলাদেশ হেড়েছে বলে ভাত রাধেনি বাড়ি শুদ্ধ লোক না খাওয়া । ব্যাস এই যে লক্ষ লক্ষ লোকের এত আবেগ সব কিছুর দাম মিথ্যে শ্রেফ এইটাকে নিয়ে একদল রাজনিতীবিদ অথবা ব্যবসায়ী ব্যবসা করছে বলে? যারা ব্যাবসা করতে চায় তারা যে কোন বিষয় নিয়েই ব্যবসা করবে। বিষয়টা তাদের কাছে গুরুত্বপূর্ণ্ না প্রোফিট টাই তাদের কাছে গুরুত্বপূর্ণ্। যতদিন ক্রিকেটে মধু আছে ততদিন এই সকল মক্ষি আছে । কিন্তু সাকিব মুশফিকের কান্নায় যে মানুষ গুলো কাঁদে তারা কিন্তু এত শত বুঝে কাঁদে না । ক্রিকেটকে ভালোবাসে বলে কাঁদে, দেশকে ভালোবাসে বলে কাদেঁ। কুটবুদ্ধির যারা তারা এই র্নিজলা ভালোবাসাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়, ব্যবসা করে আর র্নিবুদ্ধির যারা তারা এইটাকে অবহেলা করে রাজনিতীর নামে তুচ্ছ করার চেষ্টা করে ।
©somewhere in net ltd.