![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !
ইন্ডিয়ার প্রথম এবং সেরা সুপার হিরো মুভি।অচিরেই আসছে কিং খান শাহরুখের Ra one । এই মুভি যতটা আলোচনায় এর আগে কোনো মুভি ইন্ডীয়ায় এমন আলোচনায় এসেছে বলে মনে হয় না। যাই হোক আসুন দেখা যাক এই মুভি কি দিতে যাচ্ছে আমাদের। অসাধারন মুভির পোষ্টার টা একবার ভালো ভাবে খেয়াল করি।
যাই হোক কিং খান বাটম্যান রুপি ক্রিশ্চিয়ান বেলকে প্রায় চালেঞ্জ করে চুলে স্পাইক করেছেন। যাতে করে বাট ম্যানের মুখোশের কানের সাথে যায়।
হাহ হাহ।
এই মুভির গান ইত্যিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বস্তি অঞ্চলে চাম্মাক চাল্লো নামের একটা গানতো প্রায় জাতীয় সংগিত হয়ে গেছে।
একটা গান ছিল বেশ ভালো লাগার মত।
"দিলদারা" গেয়েছেন ওস্তাদ আমানাত আলী।
এই গানটাও কপি কাট।
যাই হোক মুভিতে বেশ কিছু দৃশ্য আছে যা অন্য মুভির থেকে হুবহু কাট করা।
মুভি রিলিজ করার পর ঝোপের বেড়াল বেড়োবে। তখন আপডেট করে দিব।
আরেকটা বোনাস দিয়ে দিলাম।
মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন~~ আপডেটিত~~
২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৪
দিপ বলেছেন: জীবন দুইবাই আইবোনা,
তাই যে যেমনে পারো নকল কর।
২| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৬
সবুজ মানব বলেছেন: ইন্ডিয়ার ১ম সুপারহিরো মুভি কৃশ
২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১১
দিপ বলেছেন: প্রথম এবং সেরা কোনটা ?
এটাই।
ভাই আমার কথা না ওরা বলে।
রাজিনিকান্ত,সানি দেওয়েল অদের প্রতিটি মুভি ভাই সুপার হিরোর বাপ মুভি।
৩| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১১
ফরিদ আলম বলেছেন: হুম....
৪| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১২
ফরিদ আলম বলেছেন: হুম....
৫| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১২
ফরিদ আলম বলেছেন: হুম....
৬| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৭
কবি রাজ বলেছেন: নিচে দ্যাখেন আরেক বিনুদুন...
এদের কপি পেস্টের নমুনা দেখলে নিজেরই লজ্জা লাগে।
২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৬
দিপ বলেছেন: ভাই সত্যি বলি এর থেকে বাংলা সাকিবের ফিল্ম ভালো।
অনন্ত বাংলা ভাষাটা শোনা যায়
৭| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০০
ব্লগার ইমরান বলেছেন:
৮| ২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪২
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: চুরির উপরও অস্কার চালু করা হউক
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১৩
দিপ বলেছেন: হোক
৯| ২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
ম্যাক্সপেইন বলেছেন: আমার কথা হল আমরা বাঙালি এফ ডি সি কেন ইন্দিয়াকে নকল করে?
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১৫
দিপ বলেছেন: আমরাতো আমরাই !!!!
ভাই বডিগার্ডের মত ফালতু মুভির কত রিভিউ।
কই একটা বাংলা ফিল্মেরতো পজিটিভ রিভিউ নাই।
আমরা নকল করি তাই আমাদের ফিল্ম ফ্লপ খায়,
আমরা নকল করে কোটি টাকা ইঙ্কাম করি না।
১০| ২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৭
কাউসার রুশো বলেছেন:
১১| ২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২১
ফয়সাল তূর্য বলেছেন: চাম্মাক চাল্লো কোন গানের কপি-পেস্ট?? লিংক দিলেন নাতো!!
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২০
দিপ বলেছেন: এটা কপি না।,
১২| ২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
bangal manus বলেছেন: লজ্জার কিছু নাই, তার পরেও বলিউড়, বলিউড়ই, আর ডালিউড ???????
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২১
দিপ বলেছেন: ডালিঊড
১৩| ২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
িনদাল বলেছেন: Lords of Dogtown এই মুভিটা দেখসেন নাকি ? হুবুহু কপি ?
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২২
দিপ বলেছেন: হুবুহু কপি না থিমটা এক।
হিন্দিটাতে এশিয়ান ভাব এনেছে।
জয়া ফারহান হিসেবে তাল রেখেছে
১৪| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১২
অনিক আহসান বলেছেন: মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: চুরির উপরও অস্কার চালু করা হউক
১৫| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২০
বায়োস্কোপ বলেছেন: stand by me গানটির স্বত্ব শাহরুখ কিনে নিয়েছে এই মুভিতে ব্যবহার করার জন্য. তাই এইটাকে কপি বলা যায় না .
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৪
দিপ বলেছেন: স্বত্ব কেনার ব্যাপার আসে চুড়ি ধরার পর।
তাছাড়া যদি রেফারেন্স থাকে তাহলে লিঙ্কটা দিন।
১৬| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৩
বোকাসোকা বিলাই বলেছেন: রা ওয়ানের কয়েকটা সীন মনে হইলো স্পাইডারম্যানের কপি। আবার কাহিনী যতটুকু পড়লাম,ট্রন-লেগেসির সাথে মিল আছে মনে হইলো।
যাহোক,আমার মনে হয় আল্টিমেটলি এইটা একটা খিচুড়ি মার্কা মুভি হইতে যাইতাসে। বলিউডি নাচ গানের মসলা,হলিউডের কিছু সি জি আই এর ঝলক,আর তামিল মুভির মত ঢিসুম ঢুসু্ম।
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৫
দিপ বলেছেন: legechi, Iron man, Batman beginer ঝালমুড়ি
১৭| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪৪
আমি সুফিয়ান বলেছেন: বায়োস্কোপ বলেছেন: stand by me গানটির স্বত্ব শাহরুখ কিনে নিয়েছে এই মুভিতে ব্যবহার করার জন্য. তাই এইটাকে কপি বলা যায় না .
কিন্তু এই গানের স্বত্ব বিক্রি করলো কেন?
আমার খুবই প্রিয় গান... গানটারে নস্ট করলো
১৮| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিং খান!
বাদশাহ খান!!
এই কথাগুলো নিজের মুখেই বেশি আউরাতে ভালোবাসেন শাখরুখ।
আর যে কোন কিছুতে চুমো ছুড়ে দেয়া, বলিউড না শুধু মিডিয়া জগতের অন্যতম বিরক্তিকর চরিত্র মনে হয় তাকে।
তার আশাবাদ নাকি আমিরের থ্রি ইডিয়টের ব্যবসা টপকানো।
এতো প্রচারণার পর টপকাতে না পারলে কিং খানের যে কি হবে।
ইতোমধ্যেই প্রমান করে দিয়েছেন, তার মুভি হিটের জন্য অনেক প্রচারণা দরকার।
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৬
দিপ বলেছেন: হায় হায় দেখেন আভাটার কে ছাড়িয়ে যায় কিনা।
গড।
১৯| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৬
ফেলুদার চারমিনার বলেছেন: এ আর নতুন কি
বলিউড এমনই
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৮
দিপ বলেছেন: সোলে, ইতিহাস ব্রেক করা মুভি।
সেভেন সামুরাউ আর মেগ্নেফিসেন্ট সেভেন
২০| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৭
হাসান মাহবুব বলেছেন: আরে সাবাশ!
২২ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১৭
দিপ বলেছেন: কারে দিলেন আমাকে নাকি কিং জিকে
২১| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৯
এস বাসার বলেছেন: এভাবেই চলছে...... হলিউড>বলিউড>টালিউড>ঢালিউড।
২২| ২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৭
চতুরঙ্গ বলেছেন:
২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৯
দিপ বলেছেন: বুঝিনা,
কেন পোষ্টার বানানোর দ্বায়িও্ব আপনাকে দেয় না।
২৩| ২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @চতুরঙ্গ - হাহাহাহাহাহাহাহাহাহা ..... পুরাই মাথা নষ্ট.........
২৪| ২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৩
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: লেখক বলেছেন: ভাই সত্যি বলি এর থেকে বাংলা সাকিবের ফিল্ম ভালো।
অনন্ত বাংলা ভাষাটা শোনা যায়
হাস্তে হাস্তে লুটাই পড়লাম
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৬
দিপ বলেছেন: কিউ ?
আপ কুচ হ্যাভ অ্যান আইডিয়া ?
২৫| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৩
নীরব দর্শক বলেছেন: এই লিস্টা দেখেন
http://www.imdb.com/list/mGZO-vgpxoI/
২৬| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৯
সামাউন খালিদ কলিন্স বলেছেন: This is not the 1st super hero movie in INDIA.... so far i know, 1sr super hero movie is KRISSH
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮
দিপ বলেছেন: yea,
but Ra . one is First and best super hiro Movie.
its not my opinion.
they are
২৭| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৯
মাহী ফ্লোরা বলেছেন: চতুরঙ্গের পোস্টারে প্লাস!
২৮| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৭
সজল_হাসান বলেছেন: আপনার লেখাটা দেখে না হেসে পারলাম না ।
শাহরুখ খান স্ট্যান্ড বাই মি এর কপিরাইট কিনে ফেলেছেন ।
শাহরুখ এখন এর মালিক । কেউ কি নিজের গান নিজে চুরি করবে ?
আর ব্যাটম্যানের ফটোটার সাথে তুলনা করছেন আপনি এই ফটোটা দেখেন
ভির জারা রিলিজ হয়েছিলো ২০০৪ সালে আর ব্যাটম্যান বিগিনস রিলিজ হয়েছিলো ২০০৫ সালে । তাহলে কোনটা নকল ?
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৭
দিপ বলেছেন: সজল ভাই কমেন্ট করার পর উত্তেজনায় নিশ্চই মুখ লাল হয়ে গেছে, তাই না।
এটা কোনো ব্যাপার না।
শুনেন... যে সাইট থেকে আপনি ছবিটি নিয়েছেন সেই পোষ্টার নিচের কমেন্টগুলো পরেন।
তাহলে বুঝতে পারবেন, কাহিনি কি ?
এটা কখনোই ভির যারার পোষ্টার ছিলনা।
চতুরঙ্গের ভাইয়ের মত এটাও একটা ফটো ইডিটের কাজ।
পোষ্টারে কিং খানের একবার নাম থাকবে না। এটা সে কেমনে মেনে নিবে। একটু খেয়ার করলেই বুঝবেন আপনার পোষ্টারটাতে শুধু যশ চোপরার কথা লিখা আছে।
আর কোনো তথ্য নাই। এটা কোনো পোষ্টার হতে পারেনা। এটুকু বোঝার ক্ষমতা নিশ্চই আপনার আছে।
অরিজিনাল পোষ্টারটা দেখেন।
এবার এটা দেখেন।
যাই হোক কিং খান বাটম্যান রুপি ক্রিশ্চিয়ান বেলকে প্রায় চালেঞ্জ করে চুলে স্পাইক করেছেন। যাতে করে বাট ম্যানের মুখোশের কানের সাথে যায়।
তারপরে কারিনার হাত ঝুলানো, বাক গ্রাউন্ড ফ্ল্যাশলাইটের ক্লালারটা শুধু আলাদা।
আর বাকি সব এক।
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৬
দিপ বলেছেন: যেখানে Veer-Zaara পুরো মুভিটাই অন্য একটা মুভির হুবহু কপি সেখানে তার পোষ্টার কেমনে অরিজিনাল হয়।
Veer-Zaara !!!!!
Tere Pyar Mein
মূভীড় হুবহু নকল।
২৯| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৯
সজল_হাসান বলেছেন: সবাই শাহরুখ কে নিয়ে নেগেটিভ নিউজ লেখেন । কোন সময় তো পজিটিভ নিউজ লেখতে দেখলাম না
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০০
দিপ বলেছেন: কেউ যখন বলেনি আপনি বলেন।
বাংলাদেশে এসে তিনি " শালা " বলেছেন। এটা সমাজের জন্য প্রচুর উপকারি পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে এটার পজিটিভ প্রভাব যুক্তিগুলো পেশ করুন
৩০| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৭
ফেলুদার চারমিনার বলেছেন: সজল হাসানরে যে রিপ্লাই দিছো তাতে বড়োসড়ো প্লাস
শাহরুখকে নিয়ে পজিটিভ নাকি নেগেটিভ লিখবে সেইটা এইখানে মূখ্য বিষয় না, এইখানে শুধু পোস্টারের কথাই বলা হয়েছে, আর আরেকটি নিউজ দিয়ে দেই, অলরেডি মুক্তির আগেই এককোটি রুপি জরিমানা করা হয়েছে, খবরটা জানেন নিশ্চয়ই।এই মুভি ব্লকবাস্টার হবে এইটা নিশ্চিত, তারপরেও সমালোচনা করার জিনিস থাকলে সমালোচনা হবেই।
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১১
দিপ বলেছেন: মুক্তির আগেই এককোটি রুপি জরিমানা !!!
শালা।
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৭
দিপ বলেছেন: যেখানে Veer-Zaara পুরো মুভিটাই অন্য একটা মুভির হুবহু কপি সেখানে তার পোষ্টার কেমনে অরিজিনাল হয়।
Veer-Zaara !!!!!
Tere Pyar Mein
মূভীড় হুবহু নকল।
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৭
দিপ বলেছেন: যেখানে Veer-Zaara পুরো মুভিটাই অন্য একটা মুভির হুবহু কপি সেখানে তার পোষ্টার কেমনে অরিজিনাল হয়।
Veer-Zaara !!!!!
Tere Pyar Mein
http://en.wikipedia.org/wiki/Tere_Pyar_Mein
হুবহু নকল।
৩১| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৫
দিপ বলেছেন: এমন হলেও মানা যায়। কিন্তু হুবহু কেমনে হয়।
২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩০
দিপ বলেছেন: মাঝখানের ২ জনের ঠোট কাটা।
দিল্লি বেলির বাম পাশেরটা আর হাঙ্গভারের ডান পাশেরটার চশমা এক।
দিল্লি বেলির ডান পাশেরটা আর হাঙ্গভারের বাম পাশেরটার চেহারা হুবহু এক।
৩২| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৭
সজল_হাসান বলেছেন: বুজলাম শাহরুখ খান বাংলাদেশে এসে গালি দিয়েছে । কিন্তু গালিটা শিখিয়েছে কে ?
আর পোস্টার নকল এর কথা বলছেন এরকম অনেক পোস্টার আর ফটো আছে । যা ব্যাটম্যান এর আগেই বের হয়েছে । গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন । আর শাহরুখ এর ১ কোটি টাকার ঘটনা ওটা হলো যে ব্যাক্তি মামলা করেছে সে আলোচিত হওয়ার জন্য এই কাজটা করেছে । সে যে কাহিনী লিখেছে এর প্রমাণ কি ? আমি রা.ওয়ান এর সিক্যুয়েল এর কথা চিন্তা করেছি । কিছুদিন পরে শোনা গেলো শাহরুখ রা.ওয়ান সিক্যুয়েল বানাবে । তাহলে আমার ১ কোটি টাকা দেন আরেকটা কথা এই লেখাতে যারা শাহরুখ এর বিপক্ষে লিখেছে তারা কিন্তু সবাই আমির বা সাল্মান ভক্ত । শাহরুখ উন্নত মানের মুভি বানিয়েছে বলে আমি সাল্মান ভক্ত আর সহ্য করতে পারেনি । তাই বিভিন্ন সাইটে শাহরুখ এর বদনামী করে বেরাচ্ছে । একটা কথা মনে রাখবেন শাহরুখ এর বদনামী করেলেই রা.ওয়ান ফ্লপ হবেনা ।
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৭
দিপ বলেছেন: রা.ওয়ান ফ্লপ নিয়ে কার কি যায় আসে। ওটা একটা ফিল্ম আর ওটার ফ্লপ হিট।
একটা পোষতার দেখান যেটা বাট্ম্যানের সাথে যায়।
আমি গুগল করে পাই নাই। আপনি খুজে দেন প্লিজ
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২৬
দিপ বলেছেন: বুজলাম শাহরুখ খান বাংলাদেশে এসে গালি দিয়েছে । কিন্তু গালিটা শিখিয়েছে কে ?
কিং নিজে বলেছে্
pore take ota bola hoyeche.
৩৩| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৬
ফেলুদার চারমিনার বলেছেন: ১ কোটি রুপি করিমানার বিষয়টা কোর্টের রায়, আমার আপনার কথায় সে কথায় চিড়া ভিজবে না।আর রা ওয়ান ফ্লপ হবেনা, বরং বক্স অফিস রেকর্ড ভাংবে এইটা আমারো ধারনা।কিন্তু আবারো বলছি সমালোচনার জিনিস থাকলে মানুষ সমালোচনা করবেই।
৩৪| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৭
ফেলুদার চারমিনার বলেছেন: *জরিমানা
৩৫| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪১
সজল_হাসান বলেছেন: সমালোচনা করার এতোই যখন ইচ্ছা তাহলে আমির খানের ডেলি ভেলি কিংবা ধুম ৩ নিয়ে করেন । অথবা সাল্মানের বডিগার্ড নিয়ে করেন । কোন সময় তো ওগুলো নিয়ে আপনাদের সমালোচনা করতে দেখিনি । বডিগার্ডের মতো নকল বস্তা পচা ছবি নিয়ে মাতামাতি আর শিলা কি জওয়ানি , মুন্নি বদনাম হুয়ি , ঢিংকা চিকা নিয়ে মাতামাতি করেন আর রা.ওয়ান নিয়ে কোন ভালো আলোচনা করলে বলেন ছাম্মাল ছাল্লো নিয়ে সবাই মাতামাতি করে।
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৯
দিপ বলেছেন: শিলা কি জওয়ানি , মুন্নি বদনাম হুয়ি , ঢিংকা চিকা সবগুলো নকল।
আপনি দেখি আন্দাজে বিন্দাস ঢিল চুড়ছেন
এই ব্লগে কেউ শিলাকে সাপোর্ট করেছে বলে মনে হয় না।
থাকলে লিঙ্ক দেন খাল খিচে দিয়ে আসি।
আর বডিগার্ড একটা মুভি হলো।
৩৬| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৪
ফেলুদার চারমিনার বলেছেন: ব্লগে আসছেন এক মাস, এতেই সব বুঝে গেলেন???
৩৭| ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৯
ফেলুদার চারমিনার বলেছেন: কোন সময় তো ওগুলো নিয়ে আপনাদের সমালোচনা করতে দেখিনি ।
বুঝা গেলো আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, যাই হোক, হুদাই এতোক্ষন বকবক করছি।ভালো থাকেন, শুভকামনা।
৩৮| ২৩ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১০
স্বপ্নবাজ পথিক বলেছেন: @ ফেলুডার চারমিনার: ভাইজান... একটু ব্রেক মারেন...
আমাগো নয়া অতিথি সজল হাসান ক্ষেইপা গেছে...
চারুক কানের নামে যাই কইবেন; তা তাইনের গায়ের উপর পড়তাছে...
৩৯| ২৩ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৩
ফালাক বলেছেন: ভীর জারার পোস্টারে নায়িকাতো জ্যান্তো, আর ব্যাটম্যানে আধামরা, যেটা আবার নকল করসে রা ওয়ান।
তাই ব্যাটম্যানের পোস্টার নকল না। নকলিবাজ চাররুখ কিংবা বলিউডের থেকে আর কি আশা করুম!!! আর বলিউডের কাউরে কিছু কইলি, এলার্জিতে আক্রান্ত কিছু পাব্লিকের গায়ে লাগে কেন? উনারা তিনাদের কি লাগে?
৪০| ২৩ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
সজল_হাসান বলেছেন: ব্যাটম্যানের পোস্টার এই পোস্টার থেকে নকল করেছে
আপনাদের আমির মামুর বস্তাপচা গাজিনি যে নকল এটা নিয়ে কিন্তু আলাপ হয়নি
সাল্মান খানের বস্তাপচা রেডি বডিগার্ড ওয়ান্টেড ও নকল । কিন্তু তা নিয়ে সমালোচনা না করে সবাই মাতামাতি করে ।
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২৫
দিপ বলেছেন: তাই নাকি। এটা নিয়ে আলাপ হয় নাই।
হয়েছে ভাই, হয়েছে। ব্লগে কিছুদিন ঘোরাফেরা করেন তখন বুঝতে পারবেন সামু কি জিনিষ।
শাহরুখকে ভালোবাসেন স্বাভাবিক।
ভালোবাসার মাত্রা এটা থাকা উচিত না যার মাত্রা নিজেকে অপমানের পর্যায়ে নামিয়ে আনে।
৪১| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১০
ঘুমরাজ বলেছেন: কিং খান যে ওনেক পপুলার সেটা বুঝা গেল।
৪২| ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩২
সাইফুল ইসলাম রুবেল বলেছেন: সকাল বেলাতেই মাথা গরম হয়ে গেল। ভাগ্য ভাল রা ওয়ান বাংলাদেশে রিলিজ হয়নি। হলে তো আরও ক্যাচাল শুরু হত। দ্বিপ খুব ভাল হয়েছে।
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৭
দিপ বলেছেন: ক্যাচাল; আর ক্যাচাল সব ক্যাচাল আমার ভাগ্যে।
এর আগে মনে হয় কোনো মুভি ব্লগার এমন ক্যাচালের মধ্যে পরে নাই।
৪৩| ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪১
মাহবু১৫৪ বলেছেন: ১০ ম ভাল লাগা।
মুভির ট্রেইলার দেখে আমার কাছে খুব একটা ভাল লাগে নাই। যতটা না লেগেছিল কৃষ দেখে।
আমার মনে হচ্ছে এই মুভি ফ্লপ খাবে।
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৬
দিপ বলেছেন: ভাই। বডিগার্ডের মত ফিল্ম যদি হিট খায় তাহলে এতা কেন খাবেনা।
বলেন।
ইন্ডিয়ানদের সংসৃতি নষ্ট হয়ে যাচ্ছে।
আমাদেরটাও গেছে,
কিন্তু আমরা এর প্রচুর সমালোচনা করছি।
আমরা ভালো জিনিষকে সম্মান দিচ্ছি। তা মনপুরা আর সিঙ্গুলারের রেজাল্ট দেখলেই বোঝা যায়।
কিন্তু অরা সাদরে এগুলো গ্রহন করছে।
কোনো প্রতিবাদ করছে না।
৪৪| ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৫
মাহবু১৫৪ বলেছেন: @সজল_হাসান, আপনার জানা উচিত যে ব্লগে এ নিয়ে অনেক পোস্ট এসেছিল। সালমান এর রেডি, বডিগার্ড, ওয়ান্টেড নকল। এমন কি বডিগার্ড এর গান কোথা থেকের নকল হয়েছে সেটাও পোস্ট আকারে এসেছে। আর আমির এর গজিনি ও নকল সেটা সবাই জানে। এটা নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে।
তাই এখন এসব কারো অজানা নয়।
৪৫| ২৬ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৫
ভুলো মন বলেছেন: তিন খান-এর মধ্যে আমির খানকে আমার কাছে বেটার লাগে। আর শাহরুখের অভিনয় জঘন্য মনে হয়!!!!
৪৬| ২৬ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৯
নতুন বলেছেন: যেই সব ছবি নিয়া প্যচাল পাড়তাছি তার পরিচালক/লেখক কি
কোথাও বলছে যে ::: ইহা সম্পূন` মৌলিক ছবি>> সত্য ঘটনা অবলম্বনে রচঈত হইয়াছে... ???
ইন্ডীয়ানেরা বহুত ছবি হলিউডের নকল করইরা বানাইয়া বাজারে বহুত হিট করছে...
এইটা নিয়া ক্যচাল করার দরকার কি...
৪৭| ২৬ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০২
রকিং মিঠু বলেছেন: রা ওয়ান নিয়া শাহরুখ বেশি মাতামাতি করতাসে
লেবু বেশি কচলাইলে তিতা হয়
৪৮| ২৬ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩১
মামুণ বলেছেন: শাহরুখ খাণ ইজ খাণ । কারও সাথে কারও তুলণা করা ঠিক ণা। তিণ খাণই তাদের ভক্তদের কাছে প্রিয় । আর রা ওয়াণ কেউ বললে ও ভালো বিজণেস করবে ণা বললেও ।
৪৯| ২৮ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:১২
তানভীর হাসান অিন বলেছেন: এই খানে অনেকে দেখছি রা ওয়ানের visual effect এর সাথে হলিউড এর তুলনা করছে। তাদের বলি হলিউড কিন্তু visual effect এর জন্য হলিউড না আমার দেখা ভালো মুভি গুলোর খুব কমই আছে যেগুলোতে visual effect এর দরকার পড়ছিল
৫০| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:২৫
তামিম ইবনে আমান বলেছেন: সজল মদনের কমেন্ট দেইখা মাথা বিলা হইয়া গেল
পোস্ট অসাম হইছে
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০০
দিপ বলেছেন: তার লাগছে খুব
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০২
শাকাফি বলেছেন: এক্কেরে মনের কথাটা লিখলেন! আমি বুঝিনা এই বস্তির গান ছামাক ছাল্ল র মইদ্দে পলাপাইন কি পাইছে!হুদাই নাচে সবাই! এইতা কি গান হইল!