![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !
আমার সব থেকে প্রিয় অভিনেতা সেরা ১০ এ তার অবস্থান তৃতীয়। সাদামাটা অভিনয়ে তিনি অনন্য। এবং তার অভিনিত কিছু মুভি জাষ্ট বোমা। কিছু কিছু মুভি এতটাই ভালো লেগেছে তা আর বলে প্রকাশ করা যাবেনা।
জন্ম ৯ই জুলাই, ১৯৫৬। দুইবার একাডেমি এ্যাওয়ার্ড জয়ী একজন আমেরিকান অভিনেতা। ড্রামাটিক অভিনেতা হিসেবে অভাবনীয় সাফল্য অর্জনের আগে তিনি কমেডি ছবিতে কাজ করতেন। তিনি সর্বকালের সর্বোচ্চ আয়কৃত অভিনেতাদের অন্যতম। তার মোট সংযুক্ত আয় ৩.১ বিলিয়ন ইউএস ডলারের চেয়ে বেশি এবং মোট আন্তর্জাতিক আয় ৫.৭ বিলিয়ন ইউএস ডলার।
হ্যাঙ্কস ক্যালিফোর্নিয়ার কনকর্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা এ্যামস ম্যাফফর্ড হ্যাঙ্কস ছিলেন ইংরেজ ও ওয়েলসি্ওদের রক্তের উত্তরাধিকারী দক্ষিণাঞ্চলের একজন বাবুর্চি। মা জ্যানেট মেরিলিন ফ্র্যাগার ছিলেন হাসপাতাল কর্মী এবং তিনিও ছিলেন আধা ইংরেজ বংশোদ্ভূত। হ্যাঙ্কসের শৈশব ছিল একঘেয়ে মধ্যবিত্ত জীবন যেখানে তার খুব উচ্চাকাঙ্ক্ষী বা প্রতিভাশালী হওয়ার প্রমাণ মেলেনা। তার বয়স যখন পাঁচ তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। তারা বারকয়েক পুনঃবিবাহ ও বিচ্ছেদ ঘটান। পরবর্তীতে তার বাবা অনেক বড় পরিবারসহ এক এশিয়ান মহিলাকে বিয়ে করেন।
বাবা-মায়ের বিচ্ছেদের পর হ্যাঙ্কস, তার বড় ভাই ল্যারি ও বোন চলে যান বাবার সাথে, যিনি তখন বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বাবুর্চির কাজ করছেন। যখন তারা ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে স্থায়ী হলো তখন হ্যাঙ্কসের বয়স আট। হ্যাঙ্কসের ছোট ভাই তার মায়ের সাথে থেকে যায়।
তিনি একটা স্কুল নাট্যদলের অর্ন্তগত ছিলেন। অভিনয় ক্লাস চলাকালেই হ্যাঙ্কসের সাক্ষাৎ হয় ভিনসেন্ট ডোওলিং-এর সাথে, যিনি ছিলেন ক্লিভল্যান্ডের গ্রেট লেকস্ নাট্টত্সবের প্রধান। ডোওলিং-এর উপদেশ মত, হ্যাঙ্কস উত্সবে শিক্ষানবিস হিসেবে যোগ দেন। এটি প্রলম্বিত হয়েছিল তিন বছরের অভিজ্ঞতায়, যেখানে আলোকসজ্জা হতে মঞ্চ সজ্জা হয়ে মঞ্চ ব্যবস্থাপনা সকল বিষয়ই অন্তর্ভুক্ত হয়েছিল। এখানে এতোটাই মনোযোগ ও দায়িত্ব নিয়েছিলেন যে কলেজ থেকে তিনি ঝরে পরেন। কিন্তু তিন বছর পরে, তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিনি একজন অভিনেতা হবেন। অভিনেতা হওয়ার সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ ছিল ক্লিভল্যান্ড কৃটিক্স সার্কেল এ্যাওয়ার্ড পাওয়া, যা শেক্সপিয়ারের টু জেন্টলম্যান অফ ভেরোনায় প্রটিয়াস চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন। দু-একবার তিনি খল চরিত্রেও অভিনয় করেছিলেন।
১৯৭৮-এ তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে যান, সেখানে অভিনেত্রী-প্রযোজক সামান্থা লেয়েসকে তিনি বিয়ে করেন। সাত বছরের দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে মেয়ে হয়। স্ত্রীর সাথে বিচ্ছেদের পরও তিনি নিয়মিত সন্তানদের দেখাশোনা করেন। নিউ ইয়র্ক সিটিতে কিছুকাল তিনি রিভারসাইড শেক্সপিয়ার কোম্পানিতে অভিনয় করেন। এসময়ই হ্যাঙ্কস একটি কম বাজেটের ছবিতে কাজ করেন এবং মাযেস এন্ড মনস্টার নামের একটি টেলিছবিতে কাজ পান। তিনি বিভিন্ন জায়গায় অডিশন দেয়া অব্যাহত রাখেন এবং অবশেষে এবিসি টেলিভিশনের একটি পাইলট বোজম বাডিজ-এর একটি চরিত্রে সুযোগ পান।
মিডিয়ায় ঢোকার প্রথম দিকে টম হ্যাঙ্কস কে কেউ ভালোভাবে নেয় নি। প্রথম দিকে বেশ অবহেলিত হন। যদিও শুরুর দানগুলো ওতটা ভাবার মত ছিলনা।
Philadelphia মুভি টম হ্যাক্সকে একটা মাধ্যম দেখিয়ে দেয় এবং তাকে চিনাতে শেখায়। তার কিছু পরই আসে Forrest Gump । এ্টা থেকে দর্শক এবং সমালোচক ঊভয়ই বুঝতে পারেন টম হ্যাক্স কি জিনিষ। একাডেমি সহ আরো বিভিন্ন্রকম পুরস্কার ঘরে তোলেন তিনি এই মুভি দিয়ে। পরে একটার পর একটা টাইম বোম্ব দিয়েছেন তিনি। তার ভিতরে তাকে আরো সমৃদ্ধ করে স্পেল্বার্গের Saving Private Ryan । The Green Mile দিয়েও তিনি তাক লাগিয়ে দেন। সাধারনত দর্শক ড্রামা এড়িয়ে চলে। অথচ স্রোতের বিপরীত জেনার ড্রামাই হ্যাকন্সের একমাত্র সম্বল এবং তিনি সফল। তার প্রতিটি ড্রামা দর্শক গোগ্রাসে গিলেছে। সমালোচকরাতো বটে।
টম হ্যাক্সের সেরা ৫ ফিল্ম ( আমার মত )
Forrest Gump
The world will never be the same once you've seen it through the eyes of Forrest Gump.
একটি পরিস্কার জীবনের প্রতিচ্ছবি। স্থানে স্থানে শিক্ষা। চরম অনুপ্রেরনামুলক মুভি। একটা লোক সব হারিয়ে আবার সব পেয়ে টিকে থাকার যুদ্ধ। নিজেকে বাচিয়ে রাখার বিলিয়ে দেবার যুদ্ধ এই মুভির ড্রামা। নিজেকে ভালোবাসা ও ম্যানকাইন্ডের মধ্যে জীবনের সফলতা।
The Green Mile
Paul Edgecomb didn't believe in miracles. Until the day he met one.
কাহিনি স্টিভেন কিং এর। অসাধারন মুভি। একটা প্রিজন ড্রামা। পুলিশ অফিসার হিসেবে টম হ্যাংক্স। এবং আরো কিছু চরিত্র। তারা খেয়াল করে জেলে কয়েকজন আসামীর ভিতরে একজন খুনি কিন্তু তার ভিতরে স্পেশাল কিছু আছে। আর সেই স্পেশাল থ্রিলার নিয়েই মুভির ড্রামা। এক কথায় অসাধারন।
Saving Private Ryan
In the Last Great Invasion of the Last Great War, The Greatest Danger for Eight Men was Saving... One.
স্পেল্বার্গ মুভি। বুঝতেই পারছেন। ২য় বিশ্বযুদ্ধের উপরে আমেরিকান ভিউ থেকে একটা ড্রামা মুভি। জার্মান যুদ্ধে আমেরিকান এক পরিবারের চার ভাউয়ের তিন ভাই মারা যায়। একজন নিখোজ। ধারনা করা হয় সে বেচে আছে কিন্তু বন্দি অবস্থায়। আর তাকে মুক্তির উদ্দেশ্যে রওনা হয় একটা টিম। কাপ্টেন থাকে টম হ্যাঙ্কস। আর নিখোজ ছেলে রেয়ান। ডেমন।
Toy Story trilogy
Be The First To Meet Fourteen New Characters.
এনিমেশন ফিল্ম। মুল চরিত্রে ভয়েস দিয়েছেন টম। এবং এই মুভিটি প্রশংসা করার মত। যে কারো কাছে মুভিটি ভালো লাগবেই।
Catch Me If You Can
The true story of a real fake
এটাও স্পেল্বার্গের মুভি। টম হ্যংক্স এবং ডি কাপ্রিও। বুঝতেই পারছেন। চোর পুলিশ খেলা। অসাধারন একটা থ্রিলার।
টম হ্যক্সের আরো বেশ ভালোকিছু মুভিঃ
Angels & Demons
The Da Vinci Code
The Terminal
Road to Perdition
Cast Away
Apollo 13
Philadelphia
মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন-আপডেটিত-
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০১
দিপ বলেছেন: Cast Away সেভ করা আছে। এখনো দেখা হয় নাই। দেখে নেব আজকেই
২| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৭
রোকসানা লেইস বলেছেন: টম হ্যাঙ্কস আমার খুব প্রিয় একজন অভিনেতা।
প্রতিটি ছবিতে ভিন্নমাত্রা
"মিডিয়ায় ঢোকার প্রথম দিকে কে টম হ্যাঙ্কস কেউ ভালোভাবে নেয় নি।" প্রথম দিকে কাউকেই সহজে ছাড়পত্র দিতে চায়না কেউ...... শুধু মিগিয়ায় কেন কোনখানেই আর একবার প্রতিষ্ঠিত হলে বুঝে না বুঝেই পিছনে দৌড়ায় এই হলো মনুষ্য চরিত্র।
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৩
দিপ বলেছেন: আসলে মিডিয়া বহুমুখি তাই এসব হয়।
টম ক্রুজ কিন্তু এক চান্সেই পাত্তা।
ববার্ট ডি নিরো।
হ্যারিপটারের নায়ক
ডি কাপ্রিও।
ওরা কিন্তু একবারেই পাত্তা পেয়েছে।
রিতিমত প্রথম মুভিতেই সেলিব্রেটি হয়ে গেছে।
৩| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৬
জুন বলেছেন: আমার প্রিয় অভেনেতা নিকোলাস কেজের সাথে টম হ্যাংকস পাল্লা দিচ্ছে। আপনার উল্লিখিত মুভিগুলো ছাড়াও 'বিগ' মুভিটাও আমার অনেক প্রিয়। একরাতের মধ্যে বড় হয়ে যাওয়া হ্যাংক্সের কি অদ্ভুত অভিনয়।
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৬
দিপ বলেছেন: নিকোলাস কেজ আর টম হ্যাক্স !!!!! ????
কেমনে ?
নিকোলাস কেজ আমারো বেশ পছন্দ।
কিন্তু তিনি ওই লেভেলের যে লেভেলে স্লিভাস্টার স্টেলন, আরনল্ড শয়ার্য নেগার, হ্যারিশন ফোর্ড। এরা থাকবে। এদের সাথে কম্পিশন হতে পারে।
রবার্ট ডি নিরো আমার প্রথম পছন্দ।
২য় আল প্যাচিনো
পরে টম হ্যাকংস
৪| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২০
চতুরঙ্গ বলেছেন: টম হ্যাঙ্কস আমার পছন্দের তালিকায় শীর্ষে থাকা একজন অভিনেতা। ধন্যবাদ তাকে নিয়ে পোষ্ট দেওয়ার জন্য। নদ এর সাথে একমত। কাস্ট এওয়ের চেয়ে সুন্দর মনে হয় অন্য কোনটিই হবে না।
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৭
দিপ বলেছেন: ারে তাইলেতো দেখতেই হয়। পিসিতে ফেলে রেখেছি কিন্তু দেখি দেখি করে দেখিনি
৫| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: +++++++
৬| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩২
chai বলেছেন: ভাই Forrest Gump আমার জীবনের দেখা সবচেয়ে ভাল মুভি গুলোর একটা । লেখা খুব ভাল হয়ছে । তার মোট সংযুক্ত আয় ৩.১ বিলিয়ন ইউএস ডলারের চেয়ে বেশি এবং মোট আন্তর্জাতিক আয় ৫.৭ বিলিয়ন ইউএস ডলার। এটা থেকে ঠিক কি বুঝানো হয়েছে ?
২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৭
দিপ বলেছেন: ৩.১ বিলিয়নশুধু আমেরিকায়,
৫.৭ বিলিয়ন বিশ্বব্যাপি।
টাকার হিসেবটা ইউএস ডলারের
৭| ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৩
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: he is my favourite actor,i m the greatest fan of him,specially not a single movie,all of his movies r favourite!
৮| ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৬
ফেলুদার চারমিনার বলেছেন: আমার খুব পছন্দের অভিনেতা।
লেখায় +++++
২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৮
দিপ বলেছেন: ধন্যবাদ
৯| ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: আমারও খুব পছন্দের অভিনেতা। সেরা পাঁচে থাকবে। ফিলাডেলফিয়া আর রোড টু পার্ডিশানটা এখনও দেখা হয়নাই। পোস্টে প্লাস।
২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৪
দিপ বলেছেন: সেম আপনার মত অবস্থা।
ফিলাডেলফিয়া আর রোড টু পার্ডিশানটা এখনও দেখা হয়নাই।
১০| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৭
কাউসার রুশো বলেছেন: টম হ্যাঙ্কস আমার খুব খুব প্রিয় একজন অভিনেতা।
টপ ৩ তে থাকবে আমার তালিকায়
আমার সেরা ৫-
ফরেস্ট গাম্প
সেভিং প্রাইভেট রায়ান
কাস্ট এওয়ে
ফিলাডেলফিয়া
ক্যাচ মি ইফ ইউ ক্যান
পোস্টে +++
২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৩
দিপ বলেছেন: The Green Mile দেখেননি ? ভাইয়া।
১১| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩২
বাদ দেন বলেছেন: আমার সেরা 3-
ফরেস্ট গাম্প
কাস্ট এওয়ে
The Terminal
২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৪
দিপ বলেছেন: কাস্ট এওয়ে আজ রাতেই দেখবো।
The Terminal এর হিন্দিটা দেখছি। রকেট সিং। ওটাও দেখবো সময় করে।
১২| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৩
বাদ দেন বলেছেন: The Terminal এর হিন্দিটা দেখছি। রকেট সিং। ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৫
দিপ বলেছেন: কে যেন বলেছিল The Terminal এবনহ হিন্দি ড়কেট সিং মুভিটা একই।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৩
দারাশিকো বলেছেন: গুড পোস্ট -
ব্যাপক পোস্টাইতেসেন দেখছি ... ইন্সপায়ারিঙ ... চালিয়ে যান
২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২৭
দিপ বলেছেন: ভালো লাগছতো ???
আমি একটু বেশি অস্থির
১৪| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫২
দারাশিকো বলেছেন: ভয় এখানেই - টিকে থাইকেন - শুভকামনা
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৮
দিপ বলেছেন: দোয়া করবেন।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪২
সাইফুল ইসলাম রুবেল বলেছেন: ক্যাচ ক্যাচ ভাল লাগে না তাই আমি নরমালি কোর্টরুম মুভি গুলো এরিয়ে যাই। কিন্তু ফিলাদেলফিয়া মুভিটি অসাধারন লেগেছে। এইডস আক্রান্ত টম হ্যাঙ্কস এর হারানো চাকরী ফিরে পাবার উপর করা হয়েছে মুভিটি। এই মুভি তে Dangel Washington & Antonio Bandaras এর অভিনয় ও অনেক সুন্দর হয়চে।
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:১০
দিপ বলেছেন: একমত কোর্টরুম ড্রামা আমিও এড়িয়ে যাই।
সাবটাইটেলে চোখ রাখতে গেলে ড্রামা মিশিং হয়
ভালোলাগে না/
১৬| ২৬ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৭
মর্তবাসী বলেছেন: আমার কাছে Terminal অনেক ভাল লেগেছে
১৭| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০৬
দূর্যোধন বলেছেন: দ্যা টার্মিনাল অথবা দ্যা ভিঞ্চি কোড আপনার পছন্দের প্রথম ৫ এ আসলো না দেখে কিঞ্চিত চমৎকৃত হলাম বৈকি !!
সেভিং প্রাইভেট রায়ান দেখার আগে ''কল অফ ডিউটি-২'' খেলেছিলাম,তাই পরে মুভিটা অত ভালো লাগেনাই,যদিও গেমটি ছবির কাহিনী নকল করেছে।
পোস্ট ভালো লাগলো।
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫১
দিপ বলেছেন: দ্যা টার্মিনাল অথবা দ্যা ভিঞ্চি কোড ভাই দেখা হয় নাই। আসলে দেখি দেখি করে দেখা হয় না।
দেখে নিব।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪২
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার লাগল
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
বেঈমান আমি বলেছেন: The Terminal আমার সেরা ৫ থাকবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৩
নদ বলেছেন: Cast Away এই মুভিটার মত সুন্দর কোন মুভি আমি দেখি নাই । অসাধারণ বললেও ভুল হবে রে ভাই । কেউ যদি না দেখে থাকেন একবার অন্তত দেখুন । ধন্যবাদ আপনার পোষ্ট টির জন্য ।