নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য থেকেই শুরু, আবার শূন্যতেই শেষ।গ

দীপ্ত দেব অপু

শূন্য থেকে শুরু, আবার শূন্যতেই শেষ

দীপ্ত দেব অপু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রিমা,তুমি ধরণীর কন্যা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

চন্দ্রিমা, তুমি ধরণীর কন্যা।
তোমার জোছনা মিছে
আমি সে কথা বলিনা।
যে তোমায় রাঙ্গায়
সে সূর্য, আমি না।
কি করে তোমায় উপহাস করি বল,
তাও তো তুমি ঘোর আঁধারে জ্বলো।

তোমার মিথ্যে আলো দেখে,
হৃদয়ের সত্য মায়ায় পড়ে,
অজস্র পতঙ্গ ছুটে চলে
তোমার দিকে, তোমায় ভালোবেসে।
তাদের ভালোবাসা শিউলির মতো
সারারাত সাজে,
ডানা ঝাপটে ঝাপটে।

অবশেষে প্রভাতের দেশে আশে সূর্য,
শিউলির ব্যার্থ প্রেমিক, নিষ্ঠুর তোমার স্বামী!
শিউলির প্রভাত মৃত্যু দেখে;
অশকের কলিঙ্গ জয়ের ক্রোধ চোখে মেখে,
তোমার প্রেমিকদের হত্যা করে সে।
ঝলশিয়ে দেয় তাদের দেহ, ডানা, আত্মা,
হৃদয়, অন্তর, চোখ, ভালোবাসা।

তাদের ঝলসিত নিথর দেহ পড়ে থাকে
তোমার ৫০০ কোটি বয়সি মা’র বুকে।
এ কোন পুরনো ঘটনা নয়,
প্রতিদিন ঘোটে চলে, শুনে পেওনা ভয়।

চন্দ্রিমা, তুমি ধরণীর কন্যা
তুমি কলঙ্কিনী;
আমি সে কথা বলিনা।
সে তোমার দোষ নয়,
বিধাতার উদারতার সংশয়,
সংশয় বলে যদি ভুল হয়,
তবে বলতে হয়,
কিছু প্রান থাকুক বেঁচে,
তোমার মা’র বুকে,
হয়তো তাই সে চায়।
তোমার কলঙ্কিনী মুখের হাসি দেখে
প্রতিদিন সহস্র প্রান ঝরে।
তবে ভাবো নিস্কলঙ্ক তুমি হোলে
কি হতো ধরণীর প্রান্তরে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.