![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ্র চাদে বসে কাদছে । ছেলেদের কাদতে নেই জেনেও সে কাদছে । কেনো কাদছে জানেন ।
আজ তার ভালোবাসার বিয়ে । কি করবে কিচ্ছু বুজতেছে না । মেয়েটার নাম নিলা । অনেক ভালোবাসে মেয়েটাকে ।
মেয়েটাও অনেক ভালোবাসে । কিন্তু তার কিছু করার নেই । কারন তারা তিন বোন । তার মধ্যে বড় বোন এর বিয়ে হয়ে গেছে । আর মেজো বোন বিয়ের দিন পালিয়ে গেছে । এখন সে কিভাবে তার মা বাবাকে কষ্ট দিয়ে মেজো বোনের মত পালিয়ে যাবে । তার বিবেগ তা করতে পারবে না । আমিও চাই না ওর মা বাবা কষ্ট পাক । তাইতো ওকে নিয়ে পালাইনি । কি করবো কারো কষ্ট দেখতে পারি না । মেয়েটা আমার কলিজার টুকরা ।
মেয়েটা কল দিলো সবাইকে ব্যস্ত দেখে ।
আমি : হেলো ।
নিলা : ( কাদতে কাদতে) শুভ্র । অনেক ভালোবাসি তোমায় প্লিজ কিছু করো না হলে আমি মরে যাবো ।
আমি : নিলা কিছু করার নেই । তুমি বিয়েটা করে নাও । আমার কথা চিন্তা করো না । আমি ঠিক থাকবো । আমার কিছু হবে না ।
নিলা : তাহলে আমার কি হবে । আমি কি সুখি হব । কখনো না ।
আমি : আমি এখন কি করতে পারি । তোমার বাবা মা কিছুতেই আমাকে মেনে নিবে না । কি করে মানবে বলো । কোন বাবা চায় তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে ।
নিলা : আমি জানি না । আমি কিন্তু কিছু করে ফেলবো । তখন কেদেও কুল পাবে না ।
আমি : না । এই সব কিছু করবা না ।
নিলা : তাহলে । চল পালিয়ে যাই
আমি : নিলা তুমি কি ভুলে গেছো । তোমার মেজো বোন পালিয়ে গেছে । আর তোমার মা কতটা কষ্ট পেয়েছে । তুমি কি আবার তাকে কষ্ট দিতে চাও ।
নিলা : না । কিন্তু আমার কি হবে শুভ্র ।
আমি : কিছুই হবে না নিলা । বিয়ে করে ফেলো । তোমার বাবা মার জন্য আমাদের ভালোবাসার হত্যা করতেই হবে ।
নিলা : আমি কিন্তু তোমাকেই ভালোবাসি । আমার মন কেউ পাবে না এই বলে দিলাম ।
আমি : তুমি বিয়েটা কর প্লিজ মা বাবাকে কষ্ট দিও না
নিলা কাদতে কাদতে ফোন কেটে দিলো । কী করবে।কিছুই করার নেই আমাদের ।
ঠিক সময় বিয়েটা হয়ে গেলো । বিদায়ের সময় মেয়েটা অনেক কেদেছে ।
আমি চাঁদ থেকে সব দেখছি আর কাদছি ।
এই ভাবে শেষ হয়ে গেলো । ৫ বছর এর ভালবাসা ।
ভালোবাসা মনে হয় টিসু পেপার এর মত । যখন দরকার হবে ব্যবহার করবে আর ব্যবহার এর পর ছুড়ে ফেলে দিবে ।
©somewhere in net ltd.