![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুতপ্ত আমি
_দীপ্ত দেব অপু_
তখন ২০০৭ সাল। আমি তখন আমি আমার এলাকায় টিউশনি করতাম। একদিন পাশের গ্রাম থেকে টিউশনির একটা অফার এল আমি তা গ্রহণ করি। ২ টি স্টুডেন্ট। ৬ষ্ঠ শ্রেণীতে বোন ও ৪র্থ শ্রেণীতে ভাই পড়ত আমি তাদেরকে পড়াতে শুরু করলাম। এরই মধ্যে আমার সাথে ওরা ভাইবোন দু'জনই খুব ফ্রি হয়ে গেল। ছাত্রীটি আমার সাথে প্রায়ই অনেক দুষ্টমী করত, শুধুই আমার হাত ধরতে চাইত, আমি নিচের দিকে তাকিয়ে থাকলে সে ক্ষেপে যে। তার এ দুষ্টমীগুলো আমাকে অনেকটাই দুর্বল করে ফেলল তার প্রতি। একদিন সে পড়া বাদ দিয়ে আমার সাথে দুষ্টমি করতে চাইলে অনেকটা রাগ করে তাকে একটা থাপ্পড় মারতে গেলে সে সরে যায় ফলে পড়ার টেবিলে থাকা একটি গ্লাস আমার হাত লেগে ভেঙ্গে যায়। আমি তখন বলি তোমার আম্মু আসুক আমি বলব তুমি দুষ্টমি কর। তখন সে অনুরোধ করে তার আম্মুকে না বলার জন্য। পরক্ষনে তার মা শব্দ শুনে পড়ার রুমে এসে জিজ্ঞেস করতেই সে বলে ওঠল স্যারের হাত লেগে পড়ে গেছে। এভাবে প্রায় ৮ মাস। যদিও আমি নিজেকে সৎ রাখার চেষ্টা করি তবুও এক পর্যায়ে তার এ দুষ্টমিগুলো আমাকে অনেকটাই দুর্বল করে তুলল তার প্রতি। এরই মধ্যে তাদের বার্ষিক পরীক্ষা শেষ, আমার বিদায়। বিদায়ের পর আমার দুর্বলতটা ব্যপকহারে বেড়ে যায়। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে স্কুল খুলল। আমার বাসাটি ছিল স্কুলের খুব কাছেই। যাতায়ত করতে হত স্কুলের রাস্তা দিয়েই। সে সুবাধে সে অন্যত্র পড়তে যাওয়ার সময় প্রায় রাস্তায় দেখা হত। তবে সে রিক্সায় থাকত আর আমি রাস্তার পাশে কিংবা ওই স্কুল মাঠে। সে আমাকে দেখলে হাসত কিংবা ব্যাগ দিয়ে মুখ ঢাকার চেষ্টা করত। ফলে দুর্বলতাটা আরো ব্যাপক বেড়ে যায়। একপর্যায়ে ২০০৮ সালের ১৪ মার্চ সে খুব সকালে বান্ধবীকে নিয়ে প্রাইভেট পড়েত যাচ্ছিল। আমি তার হাতে একটি প্যাড দেই, দিয়ে বলি তোমার ভাইকে দিও এবং বলি তুমি প্যাডটা দেখে নিও। উদ্দেশ্য ছিল সে প্যাডটি বাসায় নিয়ে হয়ত দেখবে। না তা হল না সে পথেই প্যাডটি দেখল। যখন একটি পৃষ্ঠাতে আমার ভালবাসার কথা লেখা ফেল সে পৃষ্ঠাটি ছিড়ে ওখানেই ফেলে দিয়ে প্যাডটি ব্যাগে করে নিয়ে চলে যায়। তখন মাথায় কোন কিছুই ধরছিলনা। আসল কি হয়েছে আমি কি ভুল ভেবেছিলাম। যাই হোক তার সাথে কথা বলার জন্য কিছুটা অগ্রসর হওয়ার চেষ্টা করলাম কিন্তু আমি এগুতেই সে খুব জোরে হেটে চলে গেল। তখন কিছু বুঝে ওঠতে পারলাম না। আরেকটা মজার ব্যাপার হল পরবর্তীতে সে যে ম্যাডামের কাছে পড়তে যেত আমি সে ম্যাডামের অধীনে একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতাম। আর ওই কিন্ডার গার্টেনে তার ছোট ভাই জুনিয়র বৃত্তি পরীক্ষার কোচিং করত যার ফলে সেখানেও তার সাথে দেখা। সেখানেও কিছুটা দুষ্টমি। যাই হোক কিন্তু তাকে প্যাড দেওয়ার বিষয়টা ম্যাডাম কিভাবে যেন জেনে গেল। ম্যাডাম পরদিন আমি যাওয়ার পর আমার এক কলিগকে (যার মাধ্যমে আমি কিন্ডার গার্টেনে শিক্ষকতা শুরু করি) আমার এ ব্যাপারটা বলেন। তখন ভাবতে থাকি সে কি এ কথাটা ম্যাডামকেও বলে দিল। যাই হোক আবার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তার সাথে দু'বার কথা বলার চেষ্টা করি। কিন্তু সে এড়িয়ে যায়। তখন সম্পূর্ণভাবে বুঝতে পারি আমি ভুল করেছি, শুধু ভুল নয় চরম ভুল। যার ফলে অনুশোচনটা আরো বেড়ে যায়। তারপর থেকে শুধুই ভুলার চেষ্টা এবং আমি সফল তবে সম্পূর্ণ নয়। এখন আমি তাকে দেখলে নিজেকে লুকানোর চেষ্টা করি। কারন আমি যা করেছি তা চরম অন্যায়। যা করেছি তা ক্ষমার অযোগ্য। কিন্তু তার কাছে ক্ষমা চাওয়ার মত সাহস কিংবা যোগ্যতা কোনটা আমার নেই। সে আমাকে ঘৃণা করে এটা স্পষ্ট। কিন্তু আজ দীর্ঘ প্রায় ৩ বছর পর সে আমাকে কতটা ঘৃণা করে তা আবার প্রকাশ করেছে সকাল বেলায়। আমি প্রতিদিনের মত ঘুম থেকে ওঠে স্কুলের সামনের একটি হোটেলে নাস্তা সারি। আমি হোটেলটিতে বসা ঠিক সে মুহুর্তেই সে রিক্সায় করে যাচ্ছিল আমি নিজের অজান্তে তার দিকে তাকাতেই সে মুখটা এতটা হিংস্র করেছিল যে আমি ব্লগে লিখে বুঝাতে পারবনা। মনে হয়েছিল যেন আমি তার বিরাট কোন ক্ষতি করেছি। তাই আজ আবার ভাবতে ভাবতে বুঝতে পারলাম আসলে সে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করেনি। যা আগেও কিছুটা উপলব্ধি করেছিলাম। তবে আমি কি করে তাকে বুঝাই আমি সত্যিই অনুতপ্ত। আমি তার সাথে ক্ষমার অযোগ্য অন্যায় করেছি। জানিনা কোন দিন সুযোগ পাব কিনা তার কাছ থেকে ক্ষমা চাওয়া
সমাপ্ত।
©somewhere in net ltd.