নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে আমার সালাম

এ.আর দিপু হাসান

"যার কালবে (হৃদয়/দিল) আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গোমরাহ বা পথভ্রষ্ট"। (সূরা- যুমার; আয়াত-২২)

এ.আর দিপু হাসান › বিস্তারিত পোস্টঃ

আজকের ATCL বাস-এর কাহীনিঃ (conductor + passenger) by novice bologger..

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫

যথারীতি টিকেট কেটে বাসে উঠা, জ্যাম ছিল কিন্তু অতটা না, ভালই চলছিলো বাসটা । যাত্রী উঠছে, নামছে এভাবেই চলছে । আসল ঘটনা শুরু হল (..), বাস যখন গুলিস্তান আসল তখন । ড্রাইভার তো বাস থামাইয়া যাত্রী উঠান শুরু করছে আর কনডাক্টরও যাত্রী উঠাচ্চে । হটাৎ করে এক যাত্রী বাঘের মত ক্ষিপ্র গতিতে গেল রেগে । বসে ২/৩ মিনিট বাংলা গালি দিল (mc,kp, cc etc) । এরপর যাত্রীর জেদ আরও ক্রমশ বাড়ল । কারণ এত গালি দেয়ার পরও না কানে পাত্তা দিল ড্রাইভার না কনডাক্টর । From nostalgic memory "আমার বড় বলত কনডাক্টর, ড্রাইভারদের নাকি বাপ-ভাই নাই, যার তার সাথে ঝগড়া লেগে যেতে পারে ।" যথারীতি তাই হল । এইবার আর সিটে না বসে থেকে উঠে বাসের কনডাক্টরের কালার ধরে আবার এক চোট আবার বাংলা গালি দেয়া শুরু করল (mc, km etc)। একপর্যায়ে কনডাক্টরকে দিল একটা... । কিন্তু কনডাক্টর খুবই প্রতিবাদী । যার ফলে যাত্রীর ক্রোধ বেশি দূর যেতে পারল ।



যাত্রীঃ ওই সালা কনডাক্টর, তরে কেডা কইছে রাস্তার মধ্যে যাত্রী উঠায়তি? সালা বেয়াদব......... ।



কনডাক্টরঃ অই আমনের কি হইচে?



যাত্রীঃ বেডা চোর, আবার কথা কস, মোহাম্মদপুর যাইয়া লো !!



কনডাক্টরঃ হো আমি চুরি করি । তো আমনের কি? আর চুরি করাই আমার ধর্ম । (normally)

শুরু হইল ৫ মিনিটের একশন । কি হয় তা যারা বাসে চলেন, তারা আন্দাজ করতে পারছেন । :p



সবার সামনে কনডাক্টর চোর বলে স্বীকার করল । (বলতেই হয় super স্পষ্টভাষী, i like it) .





সারমর্ম-



এইখানে একটা কথা স্পষ্টভাবেই প্রকাশমান যে, যে যে চরিত্র ধারণ করে সেটাই তার ধর্ম । একেবারে সোজা হিসাব, রসায়নের মত । আগুনের ধর্ম জ্বালাইয়া-পুরাইয়া দেয়া, বাতাসের ধর্ম সবকিছু ধংস করে দেয়া, পানির ধর্ম সব ভাসাইয়া নিয়ে যাওয়া, কুকুকের ধর্ম ঘেউ ঘেউ করা, মেয়েদের ধর্ম বেশি হিংসা করা, চোরের ধর্ম চুরি করা, ডাকাতের ধর্ম ডাকাতি করা ইত্যাদি ।



যে যে চরিত্র ধারণ করে সেটাই তার ধর্ম । যা আজকে কনডাক্টরও তার স্পষ্টভাষীর দ্বারা তার প্রমাণ দিল ।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা।

২| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

হেডস্যার বলেছেন:
বাসের হেলপার, কন্ডাক্টর এরা মানুষ না....ওদের প্রতি আমার কখনো দয়া বা সহানুভুতি আসে না।

৩| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

হতাশ নািবক বলেছেন: বাংলা গালি দেয়া শুরু করল (mc, km etc)

ভাই জান খালি =p~ =p~ =p~ =p~ =p~ আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.