নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত করি ভয় , আপনা মাঝে শক্তি ধরি নিজেরে করি জয় ।।

মফস্বলের মেয়েটি

সত্য যে কঠিন , কঠিনেরে ভালবাসিলাম , সে কখনো করে না বঞ্চনা

মফস্বলের মেয়েটি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনাগুলো

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২০



দেখার কাজটা কি শুধু চোখ করে ? আমার তা মনে হয়না । চোখে না দেখেও আমরা অনেক কিছু দেখি । আমরা মানে আমি আমার কথা বলছি । আমার থিওরিগুলো বেশিরভাগ মানুষের কাছে পাগলের প্রলাপ । যাই হোক । দেখার ব্যাপারটা বলি । পেছন থেকে আমার দিকে কেও তাকিয়ে থাকলে আমি টের পাই । ঘাড়ের কাছে অদ্ভুত এক অনুভূতি হয় । এটাও কি দেখা নয় ? কে দেখে তখন ? আমার মন ? আমি জানি না । মন ও তো দেখতে পায় । তোমাকে । না দেখেও দেখতে পায় তোমার হাসি হাসি চেহারা । এই চেহারা প্রথম দেখেছি স্বপ্নে । স্বপ্নের সময় কে দেখে ? মন ?

এটা স্বীকার করতেই হবে মন হচ্ছে আমাদের ব্যর্থতার জায়গা । যে জিনিসগুলো আমরা যুক্তি দিয়ে বুঝতে পারিনা সেটা মনের ঘাড়ে চাপিয়ে দেই । যে অসুখ এর কারন জানিনা সেটাই মানসিক অসুখ । অথচ মন এর অস্তিত্বই নেই । কি আজব ।

তোমার কাছ থেকে যেমন জানলাম কথা শুধু মুখ বলেনা । আরো অনেক কিছু কথা বলে । তোমার সাথে আমার হাত কথা বলে । তুমিও হাতেই কথার জবাব দাও । অদ্ভুত না । চোখ ও তো কথা বলে । আবার মৌনতার ও ভাষা আছে । সেও কথা বলে । এই লেখাটাও কিন্তু কথা বলছে । শুনতে পাচ্ছ ?

একই ভাবে চোখ শোনার কাজ করে । আমি মেসেজ লিখি তুমি শুনতে পাচ্ছ ? তুমি হয়তো চোখ দিয়ে বা হাত দিয়ে বল – হ্যাঁ পাচ্ছি তো ! শোনার কাজ মন ও করে । এজন্যই বলা হয় মন দিয়ে শোনো ।

এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার কাজ পা করে । মন ও করে । হাত ও করে হুইল ঘুরিয়ে ।

কোনো কিছু বোঝার জন্য বোধ হয় মন একাই কাজ করে । যা কিছু দেখা যায়না , ছোঁয়া যায়না , তা অনুভব করে মন একলাই । মন কেও তো দেখা যায়না , ছোঁয়া যায়না । অদৃশ্য এক জিনিস আর এক অদৃশ্য কে পরিমাপ করে । কি আজব ।

সবকিছুর কলকাঠি এই অদৃশ্য শক্তি । এটাকে শক্তি বলছি কারণ বোধগম্য জ্ঞান দিয়ে এর কোন শেষ আমি পাইনি । অদৃশ্যের এই ধারক , বাহক মহান আল্লাহ নয় কি ? এর পর ও তাঁর কোন নেয়ামত কে আমরা অস্বীকার করবো ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: এলোমেলো ভাবনাগুলোর সুশৃঙ্খল বহিঃপ্রকাশ ভালো লাগল।

২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি ব্লগিং :)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২০

মফস্বলের মেয়েটি বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক এবং দুঃখিত দেরিতে মন্তব্যটি চোখে পড়লো বলে ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২২

মফস্বলের মেয়েটি বলেছেন: ধন্যবাদ অপূর্ব রায়হান । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.