নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত করি ভয় , আপনা মাঝে শক্তি ধরি নিজেরে করি জয় ।।

মফস্বলের মেয়েটি

সত্য যে কঠিন , কঠিনেরে ভালবাসিলাম , সে কখনো করে না বঞ্চনা

মফস্বলের মেয়েটি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা – ২ (শুন্যস্থান পূরণ)

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৬



এটা সবাই জানে প্রকৃতি শুন্যস্থান পছন্দ করেনা । তার মানে এই দাঁড়াচ্ছে প্রকৃতিতে যদি কোনোভাবে একটা শুন্যস্থান বানিয়ে দেয়া যায় , তবে প্রকৃতি তাড়াহুড়ো করে এই শুন্যস্থান পূরন করার জন্য উঠে পড়ে লেগে যাবে । ব্যাপারটা একটু ব্যাখ্যা করি ।
ধরো কোনো একটা জায়গা থেকে যদি বাতাস কে সরিয়ে ফেলা যায় তাহলে আশেপাশের বাতাস ঐ জায়গা পূরণ করতে ছুটে আসবে । যদি নিম্নচাপ বেশি হয়ে যায় তাহলে ঐ জায়গাতে অনেক বাতাস এসে ঝড় বৃষ্টি শুরু করে দিতে পারে । এটাই স্বাভাবিক ।
আমি ভাবছি এই স্বাভাবিক ব্যাপারটা কে একটু কাজে লাগালে কেমন হয় ।
মনে করো তুমি অনেক সুখি হতে চাও । তাহলে শুরুটা করতে হবে তোমার নিজেকে দিয়ে । প্রথমে সুখের শুন্যস্থান তৈরী করে নিতে হবে । ভাবছ কিভাবে ? তোমার মধ্যে যে সুখগুলো আছে প্রথমে সেগুলো অন্য কাওকে দিয়ে দিতে হবে । আমার বিশ্বাস এই শুন্যস্থান পূরণ করতে অনেক সুখ তোমার কাছে চলে আসবে ।
ব্যাপারটা ঠিক দানের মতো । ইসলাম ধর্মে বলা আছে যে যত দানশীল আল্লাহ তাকে তত বেশি সম্পদ দিয়ে থাকেন । এর প্রচ্ছন্ন অর্থ এই যে , তুমি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চাও তবে তোমার কাছে থাকা সম্পদ গুলো বিলিয়ে দাও । শুন্যস্থান পূরণ হবেই কেননা আল্লাহ কথা দিয়ে কথা রাখেন ।
তুমি যদি চাও সবাই তোমাকে সম্মান করুক তবে তোমাকেই প্রথমে অন্যকে সম্মান করতে হবে । অন্যকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় – এটাও সবাই জানে ।
বেশিরভাগ মানুষ শুধু এটাই জানে না তারা কি চায় । আমার লেখা পড়ে তুমি আমাকে পাগল বল আমার আপত্তি নেই । আমি চাই আমার এই কথাগুলো তোমাদের মাঝে ছড়িয়ে পড়ুক । কঠোর কোনো সমালোচনা হোক । তবেই তো আমি আমাকে শুধরে নিতে পারবো । আমি খুব স্বার্থপরের মত শুধু নিজের ভালো চাই ।
তবে হ্যাঁ প্রকৃতির এই শুন্যস্থান পূরণের ব্যাপারটা আমি পরীক্ষা করে দেখতে চাই । এর পর কোনো একদিন কোনো এক ডায়েরীর পাতায় আমি আজকের এই লেখাটার শেষ লিখতে চাই ...
১৭/১১/১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.