![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিমদ্ধে সবাই সহব্লগার আসিফ মহিউদ্দিন এর নিক ব্যান বিষয়ে অবগত আছেন । এবং বাংলা ব্লগের বহুল আলোচিত কিংবা সমালোচিত যাই বলা হোক না কেন এই আসিফ মহিউদ্দিনকে কোন কারণে ব্যান করা হয়েছে সে বিষয়ে একাধিক পোস্ট সামহোয়্যার ইন ব্লগে আসলেও এখন পর্যন্ত কোন সঠিক কারণ দেখিয়ে ব্লগ কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি ।
তারপর গতরাত্রে বিডিনিউজ২৪ ডট কমে একটা নিউজে দেখা গেলো " আমার ব্লগ " নামক একটি কমিউনিটি ব্লগের এডমিনকে " BTRC " থেকে একটা মেইলের মাধ্যমে কিছু ব্লগারের তথ্য জানতে চাওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন চলে আসে তবে কি বাংলা ব্লগের বৃহৎ প্লাটফর্ম এই " সামহোয়্যার ইন ব্লগ " কেও একই ধরনের মেইল করা হয়েছে ? যদিও " সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য আমরা পাইনি। ঠিক এই মুহূর্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামহোয়্যারইন ব্লগের বক্তব্য খুবই প্রয়োজন । এবং সেই সাথে আসিফ মহিউদ্দিনের ব্যান প্রসঙ্গে সাধারণ ব্লগারদের মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন চলে এসেছে যে " তবে কি সরকারি চাপে তাকে ব্যান করা হয়েছে ? "
বাকস্বাধীনতা প্রসঙ্গে সামহোয়্যারইন ঃ
আমরা সবাই জানি সামহোয়্যারইন ব্লগ বাক স্বাধীনতা প্রদানে প্রতিশ্রুতি বদ্ধ। এবং সামহোয়্যারইন ব্লগ। বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে ...
১ক.
বাক স্বাধীনতা প্রসঙ্গ:
সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল(conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশ সরকারের কোন অনলাইন নীতিমালা নেই। অনলাইন গণমাধ্যম মুক্তভাবে তাদের সেবা প্রদান করছে এবং অনলাইন গণমাধ্যমের সাহায্যে মানুষ তাদের চিন্তাভাবনা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে ।
এবার আসি আসিফ মহিউদ্দিন কিংবা মুক্তচিন্তাধারার মানুষ সম্পর্কে ঃ
আমরা সবাই জানি আসিফ মহিউদ্দিন একজন স্বঘোষিত নাস্তিক। ধর্মীয় প্রথার বিরুদ্ধে তার অবস্থান। এবং কিছুদিন পূর্বে তার নিক ব্যান করে দেওয়া হয়েছে। যদিও সামহোয়্যারইন থেকে কোন বক্তব্য এখনো আমরা পাইনি তবুও ধরে নেওয়া হচ্ছে লেখা লেখির কারণে কিংবা সরকারি চাপে তার ব্লগ নিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালার ৩ঞ.ধরায় বলা হয়েছে
বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
এখানে লক্ষণীয় যে " ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে " কোন পোস্ট বাতিলের ক্ষমতা সামহোয়্যারইন বহন করে । তবে কি সামহোয়্যারইন " মুক্তচিন্তা কিংবা মুক্তমনের চর্চার " পরিপন্থী ??? যদি তাই হয়ে থাকে তবে ঠিক এই মুহূর্ত থেকে সামহোয়্যারইন ব্লগে পূর্বের সকল মুক্তচিন্তা পোস্ট সরিয়ে দেওয়া হোক এবং ঘোষণা করা হোক " সামহোয়্যার ইন ব্লগ কোন মুক্তচিন্তা চর্চার কিংবা প্রথা বিরোধী কোন পোস্ট গ্রহন করবে না। "
যদিও সামহোয়্যারইন ব্লগ ২৫ জানুয়ারি ২০১২ সালে একটি পোস্টের মাধ্যমে দাবি করেছিল " সামহ্যোয়ার ইন সবসময়ই বাক স্বাধীনতার পক্ষে প্রথাবিরোধী মানুষদের কথা বলার দ্বার রুদ্ধ করে কি বাকস্বাধীনতা পাওয়া সম্ভব ???
আমার জানা মতে BTRC তাদের পাঠানো ইমেইলে কোন আইনে ব্লগারদের তথ্য চেয়েছে তা উল্লেখ করেনি।
সবাই জানেন যে গত ১৭ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ইউটিউব বন্ধ। এবং এইবার ব্লগারদের নজরদারি এবং তাদের তথ্য চেয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে বাকস্বাধীনতা । যার একটা পদক্ষেপ আমরা দেখিছিলাম " অনলাইম গণমাধ্যম নিতিমালা-২০১২ " প্রণয়নের চেষ্টা। এই নীতিমালা প্রণয়নের আগে ফুঁসে উঠেছিল বাংলা ব্লগ। প্রতিবাদ করেছিল। বাকস্বাধীনতা এবং মুক্ত চিন্তার দ্বার সর্বদা খোলা রাখতে সকল ব্লগার ঐক্যবদ্ধ হয়েছিল। তার কিছুটা নমুনা আমরা লক্ষ করেছিলাম ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ তারিখে ফিউশন ফাইভের এই পোস্ট থেকে ঃ " ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে "
আমরা আবারো বলছি " বাকস্বাধীনতায় হস্তক্ষেপ মেনে নেবো না। ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে "
**** অতিদ্রুত এই বিষয়ে সামহোয়্যারইন ব্লগের বক্তব্য চাই।
এবার আসি সরকারি নির্দেশে আসিফকে ব্যান করা হলে ঃ
১। সামহোয়্যারইন ব্লগের সার্ভার BTRC অফিসে স্থানান্তর করা হোক ।
২। মোবাইল অপারেটরটা যেমন তাদের ট্যারিফ প্লান BTRC থেকে অনুমোদন করে ঠিক তেমনি বাংলা ব্লগে কোন পোস্ট আসার পূর্বে যেন তার একটা কপি BTRC থেকে অনুমোদন নিতে হয়।
৩। সকল নাস্তিকদের জন্য তৈরি " নাস্তিক নিধন সেল " আরো দ্রুত ছড়িয়ে পড়ুক । বন্ধ হোক মুক্ত চিন্তার দ্বার। সেই সাথে আমরা স্মরণ করবো শ্রদ্ধেয় হুমায়ূন আজাদের উক্তি " যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজনও প্রথা বিরোধী মানুষ থাকবে ততক্ষন পর্যন্ত পৃথিবী মানুষের "
৪। BTRC অনুমোদন ছাড়া কোন পোস্ট প্রদান করলে পরদিন সকালে গিয়ে তার জবাব দিয়ে আসতে হবে BTRC অফিসে ।
*** ঠিক এই মুহূর্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উচিত নোটিস বোর্ড এর আগমন । আশা রাখি সামহোয়্যার ইন ব্লগ " ব্লগারদের " ব্যক্তিগত তথ্য সর্বদা গোপন রাখতে বদ্ধপরিকর । এবং বাকস্বাধীনতা প্রদানে দায়বদ্ধ ।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
দলছুট শুভ বলেছেন: ধন্যবাদ মান্না ভাই। সবার অবস্থান পরিস্কার হওয়া জরুরি। ব্লগ কর্তৃপক্ষ এবং সরকার ।
২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দমন/ কণ্ঠরোধে কোন সমাধান আসবে না, নীতিমালা ভঙ্গ হলে সামুর এখতিয়ার অবশ্যই আছে, কিন্তু বাইরের কারো হস্তক্ষেপ কাম্য নয়।
কর্তৃপক্ষ সহ সবার প্রতি বিষয়টিতে নজর দেবার অনুরোধ থাকবে।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
দলছুট শুভ বলেছেন: মাস্টার এণ্ড মার্গারিটার এর একটা কথা মনে পড়ে গেলো " " পাণ্ডুলিপি পোড়ে না "
" নীতিমালা ভঙ্গ হলে সামুর এখতিয়ার অবশ্যই আছে, কিন্তু বাইরের কারো হস্তক্ষেপ কাম্য নয়। " সহমত।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
রুদ্র মানব বলেছেন: "নোটিশ বোর্ড" এর অপেক্ষায় রইলাম।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
দলছুট শুভ বলেছেন: সবার অবস্থান পরিস্কার হওয়া জরুরি। ব্লগ কর্তৃপক্ষ এবং সরকার ।
আমি একটা জিনিস বুঝলাম না। সব ব্লগের নাম আসে কিন্তু " মুক্তমানা " ব্লগের নাম কেন আসে না ?? ওদের লেখা পড়তে কি আসলেই অনেক অনেক জ্ঞান লাগে ।
৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
ওঙ্কার বলেছেন: এই পোস্ট স্টিকি করা হোক।
হুজুরদের ঠান্ডা করতে বিটিআরসি'র ভেতরে লুকিয়ে থাকা ছাগুদের হুলিয়া প্রকাশ করে বাংলাদেশকে আরেকটা ইরান হওয়া থেকে বাঁচানো দরকার।
নয়তো
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
দলছুট শুভ বলেছেন: ধন্যবাদ।
কার অনুভূতি যে কখন আঘাত পায় কিছুই বুঝি না।
৫| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মামুন,চৌ:হাট বলেছেন: বাক স্বাধীনতার সুনির্দিষ্ট একটা সংজ্ঞা থাকা দরকার। বাক স্বাধীনতার নাম দিয়ে যা ইচ্ছা তা বলা যায় না।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
দলছুট শুভ বলেছেন: বাক-স্বাধীনতার সংজ্ঞা আছে। যে কেউ স্বাধীনভাবে কথা বলে পারে কিংবা অধিকার রাখে। তবে সেই স্বাধীন মানুষকে অবশই দায়িত্বশীল হতে হবে নয়তো সে পরিত্যাজ্য ।
৬| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: আসলে আসিফ ভাইরে আল্লাহ তার ক্ষমতা দেখাইতেছে মনেহয়! কই জানি দেখছিলাম আসিফ কইছিল ক্ষমতা থাকলে আল্লাহ সেই ক্ষমতা দেখাইক! আসিফ ভাই লেখতেছে আল্লাহর তো সেই ক্ষমতাও নাই, পারলে আসিফ ভাইয়ের লেখা আল্লাহ বন্ধ করুক এই জাতীয় একটা চ্যালেঞ্জ! এখন তো মনে হইতেছে আসিফ ভাইয়ের কোন ক্ষমতাই নাই, আল্লাহ দুনিয়াতে না থাইকাও আসিফ ভাইয়ের ব্লগ বন্ধ করল আর আসিফ ভাই দুনিয়ার মধ্যে বহাল তবিয়তে থাইকাও এখনও তার ব্লগ খোলাইতে পারল না
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
দলছুট শুভ বলেছেন:
৭| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
দৃপ্ত প্রতিধ্বনি বলেছেন: পিলাচ
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
দলছুট শুভ বলেছেন: ধন্যবাদ ।
৮| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: আশা করি খুব দ্রুতই somewhereinblog তাদের অবস্থান এবং মতামত জানিয়ে দেবে । যদিও আমরা এখানে একজন দায়ীত্বশীল কতৃপক্ষের উপস্থিতি লক্ষ করেছি । তবুও আমাদের অনেক কিছুই আরো পরিষ্কার হতে হবে ।
আর এটাও মনে রাখতে হবে মুক্ত চিন্তা মানেই কিন্তু অন্যের বিশ্বাসকে তাচ্ছিল করা না ।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
দলছুট শুভ বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: দমন/ কণ্ঠরোধে কোন সমাধান আসবে না, নীতিমালা ভঙ্গ হলে সামুর এখতিয়ার অবশ্যই আছে, কিন্তু বাইরের কারো হস্তক্ষেপ কাম্য নয়।
সেই সাথে জুম্মাবারের খুতবায় একটা নীতিমালা জারি করা হোক। যেন অন্য ধর্ম নিয়ে মন্তব্য না করা হয়। সরকার, মহানবী ( সাঃ ) এবং আল্লাহপাকরে নিয়ে আজেবাজে কথা বলা হইলে তার শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর। অন্য ধর্ম বিষয়েও সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।
৯| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
লেখাজোকা শামীম বলেছেন: বাক স্বাধীনতা প্রসঙ্গ:
সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল(conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
...........................................................................
বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।..........................................................................এ
ব্লগের এই নীতিমালা অনেক আলোচনা করে তৈরি। যদি আপনি পুরোনো ব্লগার হয়ে থাকেন, তবে এগুলো আপনার জানা।
এই নীতিমালা সঠিক প্রয়োগ থাকলে বিটিআরসির নজরদারির কোন দরকার ছিল না।
মোট কথা, বাক স্বাধীনতারও একটা সাময়িক নীতিবোধ থাকে। বাক-স্বাধীনতা নামে অপব্যবহার করলে সেটার বিরুদ্ধে মানুষ কথা বলবেই।
বাক-স্বাধীনতা মানে কিন্তু কাউকে গালাগালি করা না।
বাক-স্বাধীনতা মানে কাউকে হেয় প্রতিপন্ন করা না।
ততক্ষণই বাক স্বাধীনতা থাকা উচিত, যতক্ষণ পর্যন্ত একজন অপরের বাক স্বাধীনতার প্রতি সম্মান করবে। যে অপরের মতামতকে শ্রদ্ধা করে না, সে অবশ্যই অপরের দ্বারা অপমানিত হবে। এটাই বাস্তবতা।
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
দলছুট শুভ বলেছেন: এ জন্যই বলেছিলাম " সামহোয়্যার ইন ব্লগ কোন মুক্তচিন্তা চর্চার কিংবা প্রথা বিরোধী কোন পোস্ট গ্রহন করবে না। " এরূপ নীতিমালা প্রণয়ন করা হোক।
সুদূর ভবিষ্যতে ব্লগ মন্ত্রণালয় চালু করা হোক। আস্তিক মন্ত্রণালয় চালু করা হোক।
১০| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কারো ধর্ম বিশ্বাসকে গালিগালাজ করা আর বাক স্বাধীনতা কি এক জিনিস?
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২
দলছুট শুভ বলেছেন: গালিগালাজ অবশই কাম্য নয়। কিন্তু অবিরাম একটা মানুষকে গালি দিলে উল্টো একটা গালি তো আসবেই।
আসিফের ফেসবুক একাউন্ট দেখলেই বুঝবেন আপনি।
ধন্যবাদ।
১১| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ফার্ুক পারভেজ বলেছেন: জামাত-শিবিরের, কিংবা জাতীয়তবাদীদের নিক ব্যান
আর নাস্তিক্যবাদী, ধর্ম নিয়ে গালাগাল কারীদের পোষ্টে হাজার আপত্তি আসলেও বহাল তবিয়তে রাখায়ই প্রশ্নবিদ্ধ সামুর বাক স্বাধীনতা।
বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালার ৩ঞ.ধরা অনুযায়ী
বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
ফসল ভালো রাখতে হলে আগাছা উপড়ে ফেলতে হবে এটাই নিয়ম।
প্রশ্ন : আগাছা আগে উপড়ালো না কেন ? এখন সরকারী চাপে কেন উপড়াতে হবে ?
এটাতে কি বুঝা যায়না সামুর বাক স্বাধীনতার মানদন্ড ? কিংবা সামুর নিরপেক্ষতার অভাব ?
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
দলছুট শুভ বলেছেন: বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে
১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
দলছুট শুভ বলেছেন: ধন্যবাদ।
যুক্তিকে বাঁচতে দাও
যুক্তিকে বাঁচতে দাও
যুক্তির স্বচ্ছ আলোয়
শানিয়ে নিচ্ছি আমার চোখ,
বিরোধীর যুক্তিটাও
বন্ধুরা আমল দাও
বিরোধীর স্বাধীনতাটাই
স্বাধীনতা সাব্যস্ত হোক। __ সুমন
১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: আসলে আসিফ ভাইরে আল্লাহ তার ক্ষমতা দেখাইতেছে মনেহয়! কই জানি দেখছিলাম আসিফ কইছিল ক্ষমতা থাকলে আল্লাহ সেই ক্ষমতা দেখাইক! আসিফ ভাই লেখতেছে আল্লাহর তো সেই ক্ষমতাও নাই, পারলে আসিফ ভাইয়ের লেখা আল্লাহ বন্ধ করুক এই জাতীয় একটা চ্যালেঞ্জ! এখন তো মনে হইতেছে আসিফ ভাইয়ের কোন ক্ষমতাই নাই, আল্লাহ দুনিয়াতে না থাইকাও আসিফ ভাইয়ের ব্লগ বন্ধ করল আর আসিফ ভাই দুনিয়ার মধ্যে বহাল তবিয়তে থাইকাও এখনও তার ব্লগ খোলাইতে পারল না
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
দলছুট শুভ বলেছেন: হুম।
১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭
জীবন্মৃত০১ বলেছেন: আচিপ বাঈরে ভ্যান কর্ছে কে বিটিআরছি নাকি ছামু?
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
দলছুট শুভ বলেছেন: বিটিআরছির চাপে ব্যান করেছে সামু। এখন পর্যন্ত এই বিষয়ে সামুর কোন বক্তব্য আমরা পাইনি।
১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্যানের ব্যপারে সামুকে দোষ দিবো না , সামুর এইখানে কিছু করার ছিল না , সাম্প্রদায়িক সম্প্রিতী রক্ষার জন্য এই ধরণের একটা পদক্ষেপ নেওয়া আরো আগে প্রয়োজন ছিলো ।
তবে সরকার এই ব্যপারে এক চোখা হয়ে আছে , ভোটের রাজনীতি করছে ।
বাক দায়ত্তশীলতা শুধু ব্লগারদের ক্ষেত্রে প্রজোজ্য হবে কেন ? ওয়াজের ঐ মুফতি হুজুর যখন উর্দু ভাষায় অন্য ধর্মের সমালোচনা করতে গিয়ে ঐ ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তখন কোথায় থাকে সরকারের এই বাক দায়িত্তশীলতা সৃষ্টির ক্যাম্পেইন । একজন ব্লগার তার আপত্তিকর কথাগুলো অন্যজনকে শুনতে বাধ্য করছেন না । কিন্তু একজন মুফতি বা মাওলানা তো হাজার হাজার মানুষের সামনে চারিদিকে মাইক লাগিয়ে অন্যদের সেটা শুনতে বাধ্য করছেন । তাদের বেলা সরকারের এই আইন এত অন্ধ কেন ??
শুধু শুধু ব্লগ নিয়ে মাতামাতি না করে এই প্রশ্নের উত্তর সরকারের কাছে চাইতে হবে যে, আইন কেন সবার জন্য সমান নয় ??
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩
দলছুট শুভ বলেছেন: যেখানে সামু বাকস্বাধীনতার কথা বলে সেখানে সামু সরকারের চাপে কেন বন্ধ করবে একাউন্ট ?? যদি ব্লগ নীতিমালা ভঙ্গের জন্য ব্যান করা হয় তবে অন্য কথা সাথে সাথে নীতিমালায় যোগ করা হোক " সামহোয়্যার ইন ব্লগ কোন মুক্তচিন্তা চর্চার কিংবা প্রথা বিরোধী কোন পোস্ট গ্রহন করবে না। "
এর আগেও অনলাইন গণমাধ্যম নীতিমালায় সামুর পদক্ষেপ প্রশংসনীয় কিন্তু এইবার সামুর এই কর্মে আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। ১৭ সেপ্টেম্বর ইউটিউব বন্ধ করা হয়। আজ থেকে বন্ধ করা হচ্ছে মুক্তমনাদের একাউন্ট। আগামীকাল বন্ধ করা হবে ব্লগ তারপর ফেইসবুক ইত্যাদি ইত্যাদি.........
আসিফের ব্লগ বন্ধের মাধ্যমে কি এইটা প্রকাশ হয় না যে সামু আসিফের ব্যক্তিগত তথ্য সরকারকে দিয়েছে ?? একটা কোন আইনে দেওয়া হয়েছে আমি জানতে চাই নয়তো আগামীকাল এই ঘটনা আমার সাথেও ঘটবে।
আগামী নির্বাচনে জামাত নির্বাচিত হলে আমার তথ্য সরকারকে দিতে বাধ্য থাকবে ব্লগ ??? যদি তাই হয় তবে আমার জীবন হুমকির মুখে। আমি এইটা মেনে নিতে পারছি না।
খাল কেটে আমরা আর কত কুমির আনবো ??
১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩
কর্ণেল সামুরাই বলেছেন: Under Section 295A of Bangladesh's Penal Code (1860), any person who has a "deliberate" or "malicious" intention of "hurting religious sentiments" is liable to imprisonment
বাংলাদেশ দন্ডবিধি (১৮৬০) এর ২৯৫এ ধারায়, ব্যক্তি যার ইচ্ছাকৃত বা পরহিংসবৃত্তির দ্বারা ধর্মীয় অনুভূতিকে আঘাতের উদ্দেশ্য রয়েছে তিনি জেলে যাবার যোগ্য।
আর "বিটিআরসি কোন আইনে তথ্য চাইছে" মানে? বিটিআরসি নিজেই রেগুলেটরী কমিশন এর তথ্য চাইতে আইন লাগেনা। ভালমত গেজেট পড়েন এখানে
আমু ব্লগ যা করেছে তা হল রাষ্ট্রদোহীতা, প্রকাশ্য রাষ্ট্রদ্রোহীতা।
মুক্তচিন্তার নামে ধর্ম নিয়া টানাটানি করতে পারবেন না কেউ অন্তত বাংলাদেশের আইন সে স্বাধীনতা দেয়নাই কাউকে। এটা পাইতে রাশিয়ায় হিজরত করেন যাদের সখ লাগছে। হুদাই না চিল্লায় আইন-কানুন ফলোআপ করেন, কাজে লাগবে।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
দলছুট শুভ বলেছেন: বিটিআরসি ব্লগ নিয়ন্ত্রন করতে পারে না। অনলাইন গণমাধ্যম একটি স্বাধীন গণমাধ্যম তবে সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশে সেই গণমাধ্যমের এক্সেস বন্ধ করতে পারে এর বেশি কিছু নয়।
আর রাষ্ট্রদ্রোহীর কথা বলছেন ?? প্রকাশ্যে বাঁশের কেল্লা নাশকতা তৈরিতে উস্কানি দিচ্ছে। বোমা কেমনে বানাতে হয় শেখাচ্ছে অসব বন্ধ না করে ইসলাম হেফাজত করা শুরু করেছেন সরকার। হাজার হাজার হিন্দুদের উপর আক্রমনের রূপরেখা প্রকাশ হচ্ছে ফেসবুকে কই ফেসবুককে তো বলা হয়নি আইপি এড্রেস দিতে ?? বরং বলা হয়েছে সেই পেইজ মুছে দিতে।
নাস্তিকতা নিয়ে বহু ক্যাচাল হচ্ছে বিভিন্ন ব্লগে কিন্তু নাস্তিকতাবাদী ব্লগ " মুক্তমনার " নাম কোন হেফাজতে কে নিতে দেখলাম না। মুক্তমনার লেখা বুঝার মতো ঘিলু কি নেই ?? নাকি সেখানে সুবিধা হচ্ছে না ??
জামাত শিবির প্রকাশ্যে গৃহযুদ্ধ ঘোষণা করে সেটা রাষ্ট্রদ্রোহী না কিন্তু আমার ব্লগ আন্তর্জাতিক আইনে আইপি দিতে অস্বীকার করায় সেটা রাষ্ট্রদ্রোহী। সেইরকম বক্তব্য দিলেন ভাই ।
সেই সাথে জুম্মাবারের খুতবায় একটা নীতিমালা জারি করা হোক। যেন অন্য ধর্ম নিয়ে মন্তব্য না করা হয়। সরকার, মহানবী ( সাঃ ) এবং আল্লাহপাকরে নিয়ে আজেবাজে কথা বলা হইলে তার শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর। অন্য ধর্ম বিষয়েও সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।
যাই হোক ঃ দেশে গৃহযুদ্ধ সৃষ্টিকারী অবাধ বিচরন করুক আর নাস্তিকদের সাগরে ছুরে ফেলা হোক।
১৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
বিডি আইডল বলেছেন: আপ্নারে যদি আমি এখন খান্কির পোলা গালি দেই--আমার বাক স্বাধীনতার প্রকাশ ঘটায়...এই পোষ্টের লেখক হিসেবে আপ্নার প্রতিক্রিয়া কি হবে এতে??
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
দলছুট শুভ বলেছেন: গালিটা দিয়েছে কে ? বিডি আইডল ।
কার মুখে গালিটা উচ্চারন হয়েছে ? বিডি আইডল ।
কার মানসিকতার পরিচয় পাওয়া গেল ? বিডি আইডল ।
আমার কোন ক্ষতি হলো ?? আপনি আমার রাজা বললে আমি রাজা হয়ে গেলাম ?? আর ...............
হাও ফানি। আমার থেকে নিশ্চয়ই আপনি আমার সম্পর্কে ভালো জানেন না ?
১৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
ফার্ুক পারভেজ বলেছেন: বিডি আইডল এর উদাহরন টা চমৎকার।
১৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
কর্ণেল সামুরাই বলেছেন: সংযোজনীঃ
বাংলাদেশ পেনাল কোডের Section 295B বলছে "insult to the Quran" এর কথা। এখানে insult to the Quran এর সর্বোচ্চ শাস্তি হল যাবজ্জীবন কারাদন্ড।
Section 295C বলছে "insult to the Prophet" অর্থাৎ নবী কে নিয়ে ব্যঙ্গ। এর সর্বোচ্চ সাজা হল মৃত্যুদন্ড।
এখন কথা হল, ব্লগাররা ধর্মীয় আইন মানেননা ভাল, দেশের আইনও মানেনা? তেনারা কি মগের মুল্লুক না উল্লুক?
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
দলছুট শুভ বলেছেন: বুঝলাম বাংলাদেশ একটাই ধর্ম ।
আর বুক উচিয়ে সামনে হেঁটে যাওয়ার ক্ষমতা, হরতাল ডাকার ক্ষমতা বিদেশিদের আছে।
২০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
ধ্রুব মহাকাল বলেছেন: এতদেরীত কেন তাকে ব্যান করলো ?
আমি তাই তীব্রনিন্দা জানাই
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
দলছুট শুভ বলেছেন: আপনার সাথে সহমত ।
যদি আসিফকে ব্যান করতেই হয় তার লেখার জন্য তবে কেন এতো দেরি ? সাম্প্রতিতে তো সে কোন পোস্ট করেনি ? আগেই কেন তাকে ব্যান করা হলো না ?
সোজা উত্তর । সরকারের চাপ ।
ব্লগের নিজস্ব নীতিমালা থাকতে সরকার স্বাধীন গণমাধ্যমে কেন হস্তক্ষেপ করবে ? কেন ? কেন সরকারের চাপে আসিফকে ব্যান করতে হবে ? ইন্টারনেটে শেকল মনে হয় এভাবেই পড়াবে সরকার।
সরকারের বিরুদ্ধে কথা বললে নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহী হবেন। তাহলে আগামীতে আপনার আইপি দেবার ব্যবস্থা হচ্ছে,
ধন্যবাদ।
২১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
কর্ণেল সামুরাই বলেছেন: নাশকতার উষ্কানীদাতা "বাঁশের কেল্লা" পেজটিকে ৩ বারের বেশি ব্লক করেছে বিটিআরসি। সদস্যদের সনাক্তকরণের কাজও চলছে। কিন্তু ফেসবুক বাংলাদেশী কোন প্রতিষ্ঠান বলে একে নিয়ন্ত্রণ করা বিটিআরসি একার পক্ষে সম্ভব নয়।
জামাত শিবিরের প্রকাশ্যে গৃহযুদ্ধের জবাব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা বিটিআরসির কর্তব্য নয়।
আমার ব্লগ আন্তর্জাতিক প্রতিষ্ঠান নয়। তারা বাংলাদেশে বসে প্রতিষ্ঠান চালাছে। তাই তারা বাংলাদেশের আইন মানতে বাধ্য। আন্তার্জাতিক আইনে আইপি সম্পর্কে কি আছে তা মুখ্য নয় কারণ বাংলাদেশ চলে বাংলাদেশী সংবিধানে, আন্তর্জাতিক সংবিধানে নয়। সংবিধান বিটিআরসি কে যে ক্ষমতা প্রদান করেছে, তাতে সে তথ্য চাইতে, তদন্ত করতে, জরিমানা করতে, কারণ দর্শাতে সক্ষম। তবে বিটিআরসির কোন পদক্ষেপে কারো আপত্তি থাকলে তারা এর বিরুদ্ধে আপীল করতে পারে। বিটিআরসি নম্রভাবে আপত্তিকর ব্লগগুলো মুছে দিতে বলেছে যেখানে বাংলাদেশের Section 295B বলছে "insult to the Quran" এর সর্বোচ্চ শাস্তি হল যাবজ্জীবন কারাদন্ড।
Section 295C বলছে নবী কে নিয়ে ব্যঙ্গ এর সর্বোচ্চ সাজা হল মৃত্যুদন্ড।
ব্লগগুলো মুছে না দিয়ে বহাল তবিয়তে রাখাটা কার জন্য গাধামী সেটা না বুঝলে কারো কিছু করার নেই। কোর্টে গেলে কে ধরা খাবে তা সহজেই অনুমেয়।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪
দলছুট শুভ বলেছেন: বললাম তো। বাংলাদেশে একটাই ধর্ম।
আর আমার ব্লগ বাংলাদেশে বসে প্রতিষ্ঠান চালায় না। আমার ব্লগ এবং সামুর সকল সার্ভার দেশের বাইরে। সামুর একটা অফিস আছে বাংলাদেশে কিন্তু আমুর কোন অফিস বাংলাদেশে নেই। সাথে এইটাও বলি কোন সাইট চালু করতে হলে সরকারের অনুমোদন লাগে না।
আমারদেশ নামক টয়লেট পেপার বুক ফুলিয়ে অনলাইনে বিচরন করছে। এইটা মনে হয় বিটিআরসি দেখে না। সব টাকার ইচ্ছা।
আইপি ট্র্যাক করতে এতোদিন লাগে ?? হায় জামানা।
২২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩
সাকিন উল আলম ইভান বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ এখন ও চুপ কেন? এইটা কি বুঝতে বয়স লাগে রে মমিন
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
দলছুট শুভ বলেছেন: মন্তব্য ঠিক এই মুহূর্তে করতে চাচ্ছি না। কালকে নোটিস বোর্ড আসার পর সব ক্লিয়ার হবে। দেখি কি করে।
২৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
বেকার মানুষ বলেছেন: ধ্রুব মহাকাল বলেছেন: এতদেরীত কেন তাকে ব্যান করলো ?
আমি তাই তীব্রনিন্দা জানাই
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
দলছুট শুভ বলেছেন: লেখক বলেছেন: আপনার সাথে সহমত ।
যদি আসিফকে ব্যান করতেই হয় তার লেখার জন্য তবে কেন এতো দেরি ? সাম্প্রতিতে তো সে কোন পোস্ট করেনি ? আগেই কেন তাকে ব্যান করা হলো না ?
সোজা উত্তর । সরকারের চাপ ।
ব্লগের নিজস্ব নীতিমালা থাকতে সরকার স্বাধীন গণমাধ্যমে কেন হস্তক্ষেপ করবে ? কেন ? কেন সরকারের চাপে আসিফকে ব্যান করতে হবে ? ইন্টারনেটে শেকল মনে হয় এভাবেই পড়াবে সরকার।
সরকারের বিরুদ্ধে কথা বললে নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহী হবেন। তাহলে আগামীতে আপনার আইপি দেবার ব্যবস্থা হচ্ছে,
ধন্যবাদ।
২৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগ কতৃপক্ষ এই বিষয়ে ভালো বলতে পারবে । হয়তো নোটিশ বোর্ড কোন পোষ্ট দিবে ।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
দলছুট শুভ বলেছেন: নোটিস বোর্ডের বক্তব্য ছাড়া এই বিষয়ে সামুর অবস্থান পরিস্কার হচ্ছে না।
২৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আসিফ কোন মুক্তমনা ব্লগার নন,ঠিক যেভাবে গোলাম আজম,সাইদ্যি মুসলমান নয় , ঠিক যেমনি শিব সেনারা হিন্দু নয়।
আসিফ মহিউদ্দিনের ধর্ম সম্পর্কে উগ্র মনোভাবকে মুক্তমনের বহিঃপ্রকাশ বলে না ।
আর বেছে বেছে যদি শুধু মুক্তমনাদেরকেই ব্যান করা হতো তবে পারভেজ আলম, অভিজিৎ রায় সহ অনেক ব্লগারদেরকেই ব্যান করা হতো ।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
দলছুট শুভ বলেছেন: আসলে নাস্তিকতার কয়েকটা প্রকার আছে বলা যায়। এই বিষয়ে আপনার নিশ্চয়ই ধারনা আছে ? তারপরও বলি উগ্র নাস্তিকরা লেখার মাধ্যমে আঘাত করে যেমনটি কিছু আগে বিচি আইদল করেছেন চেয়েছিলেন আমাকে।
কিন্তু আমি আমার সম্পর্কে যথেষ্ট ধারনা রাখি বলেই আমাকে সেটা গ্রহন করতে হয়নি। যদি আমি ধারানা না রাখতাম তবে অবশই ক্ষেপে গিয়ে কয়েকটা চড় বসিয়ে দিতাম যেমনটা কিছু মৌলবাদী ধার্মিকদের করতে দেখা যায়।
এবার দেখেন আসিফের লাগার বিপক্ষে আসিফ চাপাতির আঘাত খাবে। আর তার লেখা পড়ে ধর্মকে সঠিকভাবে মনে প্রাণে বিশ্বাস না করা ব্যক্তিদের বিশ্বাসে আঘাত হবে স্বাভাবিক।
অভিজিৎ রায়ের লেখা পড়লে তো নাস্তিক হয়েই যাবে। এতো যুক্তি কেমনে খণ্ডন করবে ? ধর্ম সম্পর্কে স্পষ্ট জ্ঞান না রেখেই যুক্তি খণ্ডন করা যায় না ।
এবার বলি আসিফ কেন বলির পাঠা ঃ আনেক আগেই আসিফ সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লিখে আসছে। তাই সরকার এই চান্স হাতছাড়া করতে চায়নি। আরেকটা আন্দোলনের জন্ম দিতে চায়নি। তাই সে বলির পাঠা ।
২৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৮
রুদ্র মানব বলেছেন: আমি একটা জিনিস বুঝলাম না। সব ব্লগের নাম আসে কিন্তু " মুক্তমানা " ব্লগের নাম কেন আসে না ?? ওদের লেখা পড়তে কি আসলেই অনেক অনেক জ্ঞান লাগে [/sb
আমারও একই প্রশ্ন ???
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
দলছুট শুভ বলেছেন: ধর্মে যাদের পূর্ণ এবং সত্য বিশ্বাস নেই তাদের ধর্মবিশ্বাসই পদে পদে আঘাত প্রাপ্ত হবে স্বাভাবিক ।
মুক্তমনার লেখা পড়তে হলে অনেক অনেক জ্ঞান এবং বিশ্বাস থাকতে হবে যা প্রায় অধিকাংশের নেই। কারণ যাদের জ্ঞান আছে তারা ব্যবসায় নিমজ্জিত। মুক্তমনা পড়লে নাস্তিকবাদি বক্তব্য শুরু করে দেবে।
২৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৮
রুদ্র মানব বলেছেন: আমি একটা জিনিস বুঝলাম না। সব ব্লগের নাম আসে কিন্তু " মুক্তমানা " ব্লগের নাম কেন আসে না ?? ওদের লেখা পড়তে কি আসলেই অনেক অনেক জ্ঞান লাগে [/sb
আমারও একই প্রশ্ন ???
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
দলছুট শুভ বলেছেন: লেখক বলেছেন: ধর্মে যাদের পূর্ণ এবং সত্য বিশ্বাস নেই তাদের ধর্মবিশ্বাসই পদে পদে আঘাত প্রাপ্ত হবে স্বাভাবিক ।
মুক্তমনার লেখা পড়তে হলে অনেক অনেক জ্ঞান এবং বিশ্বাস থাকতে হবে যা প্রায় অধিকাংশের নেই। কারণ যাদের জ্ঞান আছে তারা ব্যবসায় নিমজ্জিত। মুক্তমনা পড়লে নাস্তিকবাদি বক্তব্য শুরু করে দেবে।
২৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
আমিনুর রহমান বলেছেন: আসিফ মহিউদ্দিনকে যদি ব্লগের নীতিমালায় এনে নিষিদ্ধ করা হয় সেখানে আমি সামুকে সাধুবাদ জানাই। আসিফ বিভিন্নভাবে নীতিমালা ভঙ্গ করেছে।
কিন্তু সরকারী চাপে যদি যদি ব্যন করা হয়ে থাকে সেক্ষেত্রে বলব সরকার হয়ত কিছুদিন পর কেউ তাদের বিরুদ্ধে কেউ পোষ্ট দিলে তখন ওই ব্লগারকেও ব্যন করতে বলবে। সেইক্ষেত্রে আমি বা তুমি বা যেকোন ব্লগারেরই যেকোন সময় ব্যন হতে পারি বা আমাদের ইনফরমেশন নিয়ে যা খুশি তাই করতে পারে।
তবে সরকার দেশের স্বার্থে সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় এনে অর্থাৎ আদালত থেকে অনুমতি সাপেক্ষে অবশ্য যে কারো তথ্য/ব্যন ব্লগের কর্তৃপক্ষের কাছে চাইতে পারে।
সামু কর্তৃপক্ষের কাছে এই সম্পর্কিত একটি পোষ্ট অথবা নোটিশ বোর্ডের মাধ্যমে একটি পোষ্ট ষ্টিকি করে এই বিষয়ে সকলের আলোচনার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করছি
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
দলছুট শুভ বলেছেন: অবশই আমি সামুর সাথে থাকবো যদি সামু তার নীতিমালা ভাঙ্গের জন্য আসিফকে ব্যান করে। সেই ক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন আছে " এতো দিন কি আসিফ নীতিমালা ভঙ্গ করে নি ? আজ কেন কোন পোস্ট ছাড়াই নীতিমালা ভঙ্গের অভিযোগ আসেব ?? "
তবে সরকার দেশের স্বার্থে সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় এনে অর্থাৎ আদালত থেকে অনুমতি সাপেক্ষে অবশ্য যে কারো তথ্য/ব্যন ব্লগের কর্তৃপক্ষের কাছে চাইতে পারে।
এই বিষয়ে আমার একটু দ্বিমত আছে। ব্লগার কাউরে খুন করেনি। স্বাধীন মত প্রকাশের অধিকার সবার আছে। একবার সরকারকে সুযোগ দিলে সরকারের বিরুদ্ধে লেখলেই তখন সরকার সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে বিচার করবে। অভিযোগ হবে ব্লগে লেখা। মেনে নিতে পারছি না।
তাহলে জামাত-শিবির আসলে দেশ সহ ব্লগও পাকিস্তান- আফগান হয়ে যাবে যে হারে ওরা নাশকতা ছড়াচ্ছে তার প্রেক্ষিতে বললাম। আর এর প্রতিবাদের কোন স্থান থাকবে না। সবাইকে সেই সরকারের কথা মানতে হবে। আইপি দিতে হবে ব্লগ এডমিনকে। হাও ফানি।
২৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: গালিগালাজ অবশই কাম্য নয়। কিন্তু অবিরাম একটা মানুষকে গালি দিলে উল্টো একটা গালি তো আসবেই।
আসিফের ফেসবুক একাউন্ট দেখলেই বুঝবেন আপনি।
কথা হচ্ছে ব্লগ নিয়ে, এখানে ফেইসবুক আসছে কেন?? ব্লগে আসিফ কি লিখত তা কখনো পড়েছেন আপনি? যদি না পড়ে থাকেন, তাহলে আপনার সাথে কথা বলা অর্থহীন, পুরনো ব্লগাররা আমার মন্তব্যের অর্থ ঠিকই বুঝেছে। ওকে আরো আগেই ঝেটিয়ে বিদায় করা দরকার ছিল।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২
দলছুট শুভ বলেছেন: কথা হচ্ছিল বাক স্বাধীনতায় সরকারে হসক্ষেপ কাম্য নিয়ে। আপনি কথাটা আসিফের সাথে গুলিয়ে ফেলেছেন।
৩০| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আর কর্ণেল সামুরাই মন্তব্যে ঝাঝা !!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২
দলছুট শুভ বলেছেন: কর্নেলের আইন পাঠে ভুল আছে। ইচ্ছা মত বি সি লাগাইলে ভুল থাকবেই।
৩১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
সকাল রয় বলেছেন: কর্ণেল সামুরাই মনে হয় যথার্থ বলেছেন
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২
দলছুট শুভ বলেছেন: ব্লগার হয়ে মনে হয় বলছেন ??? :O :O
আশা রাখি পরীক্ষা করে সঠিক তথ্য জেনে অন্যের সাথে সহমত দিবেন ।
" বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিয়ো না।
কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ
পরিষ্কার করে ।_____নীরেন্দ্রনাথ চক্রবর্তী "
৩২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: // আনেক আগেই আসিফ সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লিখে আসছে//
শোন শুভ , আসিফকে মনে হয় তুমি আমি দুইজনই ভালোভাবেই চিনি ।
আসিফ মহিউদ্দীন সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লিখেছেন , কথা সত্য । কিন্তু উনি আর কি কি লিখেছেন সেটা তো বললে না ??
উনি শেখ হাসিনা সম্বন্ধে যে অশ্লীল মন্তব্য করেছিলেন , বঙ্গবন্ধু নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন সে ব্যপারে তুমি কি জানো না ?
একজন মুক্তমনাকে যতটুকু সহনশীল হতে হয় ততটুকু কি তিনি হতে পেরেছিলেন ??
যদি পারতেন তবে গালির বিপরীতে গালি দিয়ে যেতেন না । যখন আমি প্রচলিত কোন বিশ্বাসের বিরুদ্ধে কোন মত প্রকাশ করবো তখন আমাকে যথেস্ট যথেস্ট সহনশীলতার পরিচয় দিতে হবে,যুক্তি দিয়ে কথা বলতে হবে যার কোনটাই তোমার আসিফ মহিউদ্দীনের মধ্যে নেই ।
তাই আসিফ মহিউদ্দিনকে একজন হিপোক্রেট ছাড়া কখনই অন্য কিছু মনে হয় নি আমার ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
দলছুট শুভ বলেছেন: যাই হোক। আসিফ একজন উগ্র নাস্তিক। মেনে নিলাম। কিন্তু কেন তাকে ব্যান করা হবে সরকারের নির্দেশে ? আমার প্রশ্ন এখানেই।
৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আর লেখার মাধ্যমে আঘাত করা মানে এই নয় মুহাম্মদকে মুহাম্মক বলবো , শেখ হাসিনার পিরিয়ড ডে নিয়ে কৌতুহল প্রকাশ করবো ।
A militant atheist is one who is hostile towards religion. They differ from moderate atheists because they have the desire to propagate atheism .
এইসব ব্যক্তি আক্রমণ করে,স্যাটায়ার লিখে আর যাই হউক এথিজমের প্রোপাগ্যাশন সম্ভব নয় ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
দলছুট শুভ বলেছেন: লেখক বলেছেন: যাই হোক। আসিফ একজন উগ্র নাস্তিক। মেনে নিলাম। কিন্তু কেন তাকে ব্যান করা হবে সরকারের নির্দেশে ? আমার প্রশ্ন এখানেই।
৩৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪
মামুন রশিদ বলেছেন: সরকার বা বিআরটিসি যেই বাকস্বাধীনতায় আঘাত হানতে, মেনে নেয়া হবেনা
তবে আমাদের এটাও মনে রাখতে হবে, বাকস্বাধীনতা এবং বাকদায়বদ্ধতা একই সুতোয় বাঁধা । বাকদায়বদ্ধতাকে উপেক্ষা করলে বাকস্বাধীনতা খেলো হয়ে যায় ।
সুতরাং আসুন বাকস্বাধীনতা চর্চার সাথে সাথে আমরা বাকদায়বদ্ধতারও চর্চা করি । তাহলে কোন সরকার বা প্রতিষ্টানই আমাদের জন্য হুমকি হয়ে উঠতে পারবেনা ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
দলছুট শুভ বলেছেন: আমরা বর্তমান সময়ে নিজেদের দায়িত্বশীল প্রমান করতে ব্যস্ত। কে বাকস্বাধীনতা আর বাকদায়িত্বশীলতা এক সাথে মেনেজ করছে তার হিসেব মিলাতে ব্যস্ত।
পেছন থেকে বার বার বাকস্বাধীনতায় ছুরি চালাচ্ছে সেই ছুরি বন্ধ করতে পারছি না। আমরা দায়িত্বশীল হলে ছুরি বন্ধ করবো তবে ততদিনে মনে হয় বাকস্বাধীনতার মৃত্যু ঘটবে।
৩৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮
তামিম ইবনে আমান বলেছেন: আসিফ মহিউদ্দীনের উগ্র কথাবার্তার কারনে তাকে আগেও ব্যান করা উচিত ছিল। এখন ব্যান করসে। ভালোই হইছে। তবে আমি ১০০% শিউর কয়দিন পড়ে ব্যান খুলে দিয়ে বলবে, আমাদের ভুল ছিল। কারিগরি ত্রুটি। ব্লগারদের চাপ। ব্লা ব্লা ব্লা
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
দলছুট শুভ বলেছেন: আপ্নে মডু ?? ১০০% সিউর ??? :O :O
৩৬| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৩
সমস্যাটা কী? বলেছেন: আমার মনে হয় তুমি আসিফের সব পোস্ট-মন্তব্য না পড়েই ব্লগ লিখতে শুরু করেছ। দয়া করে সব পোস্ট মনোযোগ দিয়ে পড় এবং তার মন্তব্যগুলো আরও মনোযোগ দিয়ে পড়। তারপরে চিন্তা কর সে মুক্তমনা না অ্যান্টি-ইসলামিক নাস্তিক। ব্লগের নীতিমালা অনুসারে তাকে ২ বছর আগেই ব্যান করা উচিত ছিল !!!
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
দলছুট শুভ বলেছেন: সমস্যাটা কী? বলেছেন: আমার মনে হয় তুমি আসিফের সব পোস্ট-মন্তব্য না পড়েই ব্লগ লিখতে শুরু করেছ
যারা পতিতালয়ে যায় তারা জেনে শুনেই পতিতালয়ে যায়। যে এখানে একজন নারীর সঙ্গ পাওয়া যাবে তবে সে খুব সুন্দর হতে পারে আমার খুব কুৎসিত হতে পারে। এইসব বিষয় জেনেই এইটা লোক সেই স্থানে যায়।
পতিতালয়ে গিয়ে কুৎসিত কিছু দেখে নাক ছিটকানো সেই ব্যক্তিকে মানায় না।
৩৭| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
~*প্রভাষক*~ বলেছেন: হায়রে নতুন ব্লগার!!!...
কর্ণেল সামুরাই-রে কি বইল্লা মনে হয়???...
নতুন পোলাপাইন দেখি আইজ-কাল আর "মডু" চিনে না!!!.... তাজ্জব কি বাত!!!... কেউ কেউ দেখি আবার সামুরাইকে ঝাজাও দিলো!!!...
খুব জানতে ইচ্ছে করে---
তো এতোদিন তারা কেন আমাদের লেখাগুলো নিজেদের ব্লগে / সার্ভারে রাখলেন???...
বা...
এতোদিন কি দেশের প্যানাল কোড পড়েন-নি তারা???...
সামু কি ব্লগারদের আইনের আওতায় আনলে এর বাইরে থাকতে পারবে???...
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
দলছুট শুভ বলেছেন: মডু বিষয়ে বুঝে নান। কর্নেল মডু হলে তো ব্লগ আর ব্লগ থাকবে না ভাই। বুইঝা নেন।
৩৮| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
পথ-হারা এক পথিক বলেছেন: প্রভাষক সাহবের ফতোয়া পইড়া হাসি পাইলো।
পোস্ট ওয়াচে।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
দলছুট শুভ বলেছেন: আর কত ওয়াচ করবেন পথিক ?? সামুর অবস্থান নিয়ে সন্ধিহান আছি।
৩৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: দলছুট@, ব্যস্ততার জন্য তখন আমার বক্তব্য পরিষ্কার করে তুলে ধরতে পারিনি ।
বাকস্বাধীনতায় কোনরুপ সরকারী বা অন্য কোনরুপ হস্তক্ষেপ আমরা কেউই চাইনা । এটা সুষ্পষ্ট, এখানে কোন আপোষ নেই ।
কিন্তু বাকস্বাধীনতার মত মৌলিক দাবীর সাথে আসিফ মহিউদ্দিনকে জড়িয়ে যখন কথা বলা হয়, তখন বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যায় । একটু খেয়াল করেন, আপনি যখন বলবেন সরকারী চাপে আসিফ মহিউদ্দিনকে সামু থেকে ব্যান করা বাকস্বাধীনতা পরিপন্থী, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় সরকার যখন সোনা ব্লগকে ব্যান করলো তখন আপনার বাকস্বাধীনতা ছিলো কোথায় ?
তাই বাকস্বাধীনতা আর নির্দিষ্ট কাউকে বা কোন গোষ্টিকে ব্যান করাকে এক করে দেয়া বুদ্ধিমানের কাজ নয় ।
আমরা যেমন চাই আমাদের বাকস্বাধীনতা অটুট থাক, সরকারও তেমনি চায় রাষ্ট্রের 'ল' এন্ড অর্ডার' ঠিক থাক । আমাদের চাওয়াটা যেমন মৌলিক, সরকারের চাওয়াটাও তেমনি মৌলিক । সোনা ব্লগের ব্লগাররা নিয়মিতভাবে আমাদের দেশ ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে বক্তব্য এবং পোস্ট দিয়ে গেছে । তাই দেশ ও স্বাধীনতাবিরোধী কর্মকান্ড পরিচালনা, সমর্থন এবং ধর্মীয় উস্কানীর জন্য সোনা ব্লগের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে । তেমনি করে আসিফ মহিউদ্দিনও একটা নির্দিষ্ট ধর্ম এবং তাদের অনুসারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে বিষেদাগার এবং উস্কানীমূলক বক্তব্য রেখে গেছে । যা আমাদের দেশের 'ল এন্ড অর্ডার' বিরোধী । তাই সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইলে আমাদের কিইবা করার আছে ।
আসিফ যদি সুস্থ ব্লগিং করতো, তাহলে সরকারও হয়তো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার চিন্তা করতো না । আর অন্যায়ভাবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে চাইলে আমরাও তা মেনে নিতাম না ।
তাই আমি আমার আগের কমেন্টে বাকস্বাধীনতার পাশাপাশি বাকদায়িত্বশীলতার কথা বলেছিলাম । বাকদায়িত্বশীলতা বলতে এটাই বুঝায়, আমি আমার দেশের 'ল এন্ড অর্ডারের প্রতি খেয়াল রাখবো এবং মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে শুধু শুধু উপহাস বা ব্যাঙ্গ করবোনা । আমি বাকস্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আমার স্বাধীন বাক্য যেন অন্যের জন্য বিব্রতকর বা উপহাসমূলক না হয় ।
আর এটাই হলো বাকদায়িত্বশীলতা ।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
দলছুট শুভ বলেছেন: সরকার যখন সোনা ব্লগকে ব্যান করলো তখন আপনার বাকস্বাধীনতা ছিলো কোথায় ?
উত্তর ঃ সোনা ব্লগ থেকে নাশকতা সৃষ্টি করছে যা শত শত মানুষের মৃত্যুর কারণ। সেখানে কোন আপোষ আমরা করবো না। আসিফ তো কোন ব্যক্তির মৃত্যুর কারণ হয়নি। নাকি আসিফের লেখা পড়ে কেউ আত্মহত্যা করেছে ? সহিংসতা চালাতে সাহায্য করেছে সোনা ব্লগ। নাস্তিকা আঘাত করে লেখার মাধ্যমে। আর ধর্মান্ধরা আঘাত করে ছুরি দিয়ে পেছন থেকে।
সোনা ব্লগের ব্লগাররা নিয়মিতভাবে আমাদের দেশ ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে বক্তব্য এবং পোস্ট দিয়ে গেছে ।
উত্তর ঃ মানতে পারলাম না। ওরা পোস্ট দিয়েই বসে থাকছে না। ছুরি নিয়ে দৌরে আসছে। থাবাকে হত্যা করছে।
তেমনি করে আসিফ মহিউদ্দিনও একটা নির্দিষ্ট ধর্ম এবং তাদের অনুসারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে বিষেদাগার এবং উস্কানীমূলক বক্তব্য রেখে গেছে
উত্তর ঃ আমি নিয়মিত জামায়তের বিরুদ্ধে বিষেদাগার বক্তব্য দিচ্ছি। আগামীতে জামাত ক্ষমতায় আসলে আমি আমার বক্তব্যে অটুট থাকবো আর সামু তার বক্তব্যে অটুট থাকবে। তার মানে তখন জামায়াতকে আইপি দেওয়া হবে আর ব্লক করা হবে আমায়।
আসিফ যদি সুস্থ ব্লগিং করতো, তাহলে সরকারও হয়তো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার চিন্তা করতো না । আর অন্যায়ভাবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে চাইলে আমরাও তা মেনে নিতাম না ।
উত্তরঃ অসুস্থ ধারার ব্লগিং এতো দিন কেন করতে দিল সামু ?? কেন আসিফকে আগে ব্লক করা হলো না ? কেন সরকারি নির্দেশে ব্লক করতে হবে ?
সর্বোপরি আমার আরেকটি কথা " সকল ব্লগ এডমিন মনে হয় সরকারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন এবং প্রায় সকল ব্লগ এডমিন তার বিপক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু সামু এখনো তার অবস্থান পরিষ্কার করছে না কেন ? নিরাপদ ব্লগিং এর ক্ষেত্র তৈরি করতে না পারলে সামুকে তা প্রকাশ করতে হবে।
৪০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১
মিঠুন চাকমা বলেছেন: কী ঘটছে তা আসেল ঠাহর করা সম্ভব হচ্ছেনা।
এই আস্তিক আর নাস্তিকতাবাদ এখন তো দ্বি-ধারী তলোয়ার হয়ে গেছে। এই তরোয়াল দিয়ে এখন থেকে যা ভিন্নমত তার কর্তন করা হচ্ছে শুনি।
অন্যদিকে আরেকটি বিষয় খেয়াল করছি। আমি নিজেও দেখি কয়েকটি ব্লগের সদস্য হতে পারিনা আবেদন করার পরও। এই যেমন, উন্মোচন ব্লগ, প্রথম আলো ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা। কেন?
এই ক'দিন খেয়াল করছি বিডিনিউজ২৪ ব্লগে লেখা পোস্ট করলেও প্রকাশ হয় না।
আমারদেশের অনলাইন সংস্করণও পড়তে পারছি না।
দুইদলের আর একই সাথে সরকারী বন্ধনে এখন ডিজিটাল যুগ, জি হ্যা পন্থীদের যুগে রূপ পেতে বসেছে দেখছি।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
দলছুট শুভ বলেছেন: আপনি মনে হয় আস্তিক নন। কিংবা আপনার আস্তিকতার সনদ নাই। খুব দ্রুত গুলাপি বেগমের কাছে আস্তিকতার সনদ নিয়ে আসুন আর ব্লগিং শুরু করুন।
৪১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ডিজিটাল জগাখিচুড়ি :-&
যাদের ধর্মানুভুতি খুবই নড়বড়ে, তারা ব্লগে না এসে ধর্মগ্রন্থ পাঠ করলেই পারে।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২
দলছুট শুভ বলেছেন: আরে না। ব্লগকে এক্কেরে আস্তিক হতে হবে। ধর্মান্ধ হতে হবে। এতে আমার কিছু প্রস্তাব ঃ
১। স্ট্রীমিং এর মাধ্যমে প্রতিদিন সকালে সকল ধর্মের ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমের ব্লগিং শুরু হবে।
২। ৫ ওয়াক্ত নামাজের সময় পোস্ট বন্ধ রেখে আজান শুনাতে হবে।
৩। হিন্দু ধর্ম বুদ্ধ ধর্ম খ্রিষ্টান ধর্মের উপাসনার সময় তা প্রচার করতে হবে।
৪। বিশ্বের সকল ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করতে হবে ব্লগিং শুরুর পূর্বে।
৫। সকল নাস্তিককে ব্লক করতে হবে।
৬। জামাত আর গুলাপির দেওয়া আস্তিকতার সনদ দেখিয়ে ব্লগে নিক ওপেন করতে হবে।
ইত্যাদি ইত্যাদি। ...............
৪২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
আমিনুর রহমান বলেছেন: আমরা আইনের বাইরে না তাই সরকার যেখানে দেখবে দায়িত্বশীলতার অভাব বা আইনের বহির্ভূত কাজ হচ্ছে তখন সরকারে সেটা দায়িত্বর মধ্যে পড়ে তার সমাধান করা। না আমি বা তুই বলব সরকার অন্যায় করছে।
তোকে ১টা উদাহরন নেই
আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম বা দিগন্ত টিভি কেন বন্ধ করতে আন্দোলন করছি কেননা দেশের জন্য এরা ক্ষতিকারক এবং মাহমুদুর রহমান কে গ্রেফতার কেন চেয়েছি তার মন চাইছে তাই সে লিখছে তাই নয় কি!!!!।
তাহলে তাই না তারা বিভিন্ন মিথ্যা ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। আমরা ব্লগারও কিন্তু এমন অনেক গুজব ছড়িয়ে যাচ্ছি তা কিন্তু অস্বীকার করতে পারি না।
আর আসিফকে কেন আগে ব্যান করা হয় নাই এটা আমারও প্রশ্ন তবে দেরীতে হলেও হয়েছে সেটা আমি ভালোই বলব।
তবে অবশ্যই অন্যায় কিছু না বলে যদি সরকার কারো ব্যান চায় তার প্রতিবাদে আমি তোর পাশে অবশ্যই আছে।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
দলছুট শুভ বলেছেন: আমার দেশ থেকে অনেক ভালো আছে আসিফ এইটা বলতে পারি। আমরা কিন্তু প্রমাণ সহ আমার দেশের মিথ্যার জবাব দিচ্ছি। আর আসিফকে দিলাম ব্লক করে।
অন্যদিকে যারা ট্রেন লাইন সহ অন্য সকল নাশকতা সহিংসতার ছক ছড়িয়ে দেয় তাদের প্রশ্রয় দিতে পারি না। আর এখানেই একজন নাস্তিকের পার্থক্য। নাস্তিক লেখার মধ্যেই সীমাবদ্ধ। আর জামাতিরা সহিংসতায়। আর এই জন্যই ওদের নিষিদ্ধ করা উচিত। আসিফের লেখা পড়ে কেউ মরেছে ??? কিংবা আসিফ অন্য আরেক মানুষকে আস্তিক হবার দায়ে হত্যা করেছে ???
যাই হোক। শেষ লাইনে আবার আপত্তি। শেষ লাইন কিছুটা এমন " আমিও রাজাকারের ফাঁসি চাই তবে অবশ্যই নিরপেক্ষ............... "
আমিনুর ভাই সুশীল কথা বার্তা আমি পছন্দ করি না এইটা হয়তো জানেন। আমরা ব্লগে আইন অমান্য করে অনেক বক্তব্য দেই। সরকারের বিরুদ্ধেও অনেক বক্তব্য আসে তবে কি বলতে চান এসব আইন মেনে আমাদের ব্লগিং করতে হবে ? সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। রাষ্ট্র ধর্ম ইসলাম বলতে হবে। রাষ্ট্রকে ইসলাম ধর্ম অনুসারি বলতে হবে ?? মুসলিমরা বাংলাদেশকে সালাম করবে আর হিন্দুরা আদাব ??
এই লাইন গুলা লিখলাম বলে আমাকে আইনের আওতায় এনে বিচার করবেন ??
৪৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
আমিনুর রহমান বলেছেন: আসিফের লেখা পড়ে কেউ মরেছে ??? কিংবা আসিফ অন্য আরেক মানুষকে আস্তিক হবার দায়ে হত্যা করেছে ???
তোর এ কথাটি কিন্তু ভুল আমার দেশ যে কাটপিস লিখাগুলো দিয়েছিল নাস্তিক দের তার উস্কানীতেই এতগুলো লাশ পড়ল !!!!
আমিও কি সুশীল !!! মতোও না। আমি কিন্তু সরকারের পক্ষে বলছি না। বলছি দায়িত্বশীলতার কথা এবং সঠিক আইন আর তার সঠিক প্রয়োগ অবশ্যই যেকোন হস্তক্ষেপমুক্ত।
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২
দলছুট শুভ বলেছেন: বললাম তো কোন নাস্তিকের লেখার উস্কানিতে লাশ পড়ে না। আস্তিকের লেখার উস্কানিতেই লাশ পড়ে। ( নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন )
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম। এইটার বিপক্ষে লিখলে আপনি রাস্ত্রদ্রোহী । তাহলে আইনের প্রয়োগ হোক।
৪৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
আমিনুর রহমান বলেছেন: বললাম তো কোন নাস্তিকের লেখার উস্কানিতে লাশ পড়ে না। আস্তিকের লেখার উস্কানিতেই লাশ পড়ে।
তথাকথিত নাস্তিকের লেখাকে উস্কিয়ে দেয় তথাকথিত মৌলবাদীরা। তথাকথিত নাস্তিক/মৌলবাদীরা তো নাস্তিক/আস্তিক না ওরা ভন্ড।
সত্যিকারের নাস্তিক/আস্তিক রা কাউকে আক্রমন করে না।
৪৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমিনুর রহমান বলেছেন: বললাম তো কোন নাস্তিকের লেখার উস্কানিতে লাশ পড়ে না। আস্তিকের লেখার উস্কানিতেই লাশ পড়ে।
তথাকথিত নাস্তিকের লেখাকে উস্কিয়ে দেয় তথাকথিত মৌলবাদীরা। তথাকথিত নাস্তিক/মৌলবাদীরা তো নাস্তিক/আস্তিক না ওরা ভন্ড।
সত্যিকারের নাস্তিক/আস্তিক রা কাউকে আক্রমন করে না।
সহমত।
উগ্র আস্তিক ও উগ্র নাস্তিক মুক্ত ব্লগ চাই। দায়িত্বশীল ব্লগিং চাই। আমারদেশ সহ সকল সাম্প্রদায়িক উস্কানিদাতা প্রিন্টেড পত্রিকাগুলো বন্ধ ঘোষনা চাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
নায়ক মান্না বলেছেন: আমরা আবারো বলছি " বাকস্বাধীনতায় হস্তক্ষেপ মেনে নেবো না। ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে "
সহমত