নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহীদ কেল্টু

কেল্টু

শহীদ কেল্টু মরার আগেই শহীদ হিসাবে নিজেই নিজেকে মনোনীত করিয়াছে

কেল্টু › বিস্তারিত পোস্টঃ

বাজে গল্প (১৮+)

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৮

ছোট বাবু ইস্কুল হইতে ফিরিবার পরে দেখিল তাহার অতি প্রিয় মোরগটা মরিয়া পরিয়া আছে। মরিবার পরে নিশ্চয়ই কিয়ৎকাল অতিবাহিত হইয়া গিয়াছে কারন মোরগটা শক্ত হইয়া গিয়াছে এবং পা-দুখানি আকাশের পানে তুলিয়া পরিয়া রহিয়াছে। বাবা বাড়ি ফিরিবার পরে ছোটবাবু জিজ্ঞাসা করিল, বাবা মোরগটি পা-দুখানি আকাশের দিকে তাক করিয়া মরিল কেন?



বাবা কিয়ৎক্ষন চিন্তা করিয়া কহিলেন, ওহে পুত্র! ইশ্বর যাহাতে মেঘ হইতে নামিয়া আসিয়া মোরগের পা-দুখানি ধরিয়া স্বর্গে লইয়া যাইতে পারে।



ইহা অতি বিস্ময়কর ব্যাপার, ছোট বাবু শুধাইল। কিয়ৎকাল বাদে বাবা যখন কাজ হইতে বাড়ি ফিরিল ছোট বাবু চিৎকার করিতে করিতে বাবার সম্মুখে উপস্থিত হইয়া কহিল, বাবা আমরা আজ মাকে প্রায় হারাইতে বসিয়া ছিলাম।



পুত্রধন? তুমি কি বলিতে চাহিতেছো? বাবা শুধাইলেন।



আমি ইস্কুল থেকে ফিরিয়া শয়নন কক্ষে উঁকি দিয়া দেখি, মা তার পা দুখানি উপরে তুলিয়া চিৎকার করিতেছে, ঈশ্বর আমি আসিতেছি, আমি আসিতেছি। পাশের বাড়ির শমসের আলম চাচা মাকে চাপিয়া ধরিয়া না রাখিলে আমরা আজিকে নিশ্চিতভাবেই মাকে হারাইতাম।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-৭

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮

আরণ্যক যাযাবর বলেছেন:

ইংরিজিটাই ভালো হইতো

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪

এক্সবিজনেস বলেছেন: মজার গল্পো

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫

আরিফুর রহমান বলেছেন: cumming = আসিতেছি।

অনুবাদ খারাপ হয়নাই।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩

গুড ফর নাথিং বলেছেন: ভালো

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৮

মেন্টাল বলেছেন: মুন্না কই?

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০২

না বলা কথা বলেছেন: হাসির একটা মেডিসিন দিলাম,
হুইন্না দেখ

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২

আইকমবাইকম বলেছেন: মাকে না টানলেই ভালো হতো!

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৩

আরণ্যক যাযাবর বলেছেন:
না বলা কথা, আপনারে একশত হুর উপহার।
হাসতে হাসতে পেট ব্যথা হইয়া গেলো।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫২

তিনিই সত্য বলেছেন: হা হা হা। হেব্বী মজা পাইছি। +

আপনার নামের সাথে প্রোফাইলের ছবিটা একদম পারফেক্ট।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

বিবর্তনবাদী বলেছেন: কেল্টু মিয়ার প্রোফাইল ফটুকটা মানাইছে ভাল।

১১| ০২ রা মার্চ, ২০০৯ রাত ৩:২৭

কেল্টু বলেছেন: আরও লিখুম গল্প?

১২| ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: দর্কার্নাই।

১৩| ০২ রা জুন, ২০০৯ রাত ১১:১০

শামছু বলেছেন: মইরা যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.