নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের প্রচেষ্টায় প্রকল্প বাস্তবায়নে গুণগতমান বেড়েছে শতভাগ

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

প্রকল্প বাস্তবায়নে গুণগতমান বেড়েছে। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত গড়ে প্রজেক্ট সাকসেস রেটে শতভাগ অর্জিত হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মূল্যায়নে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে এগারটি খাতের মধ্যে সবচেয়ে ভাল (শতভাগ) করছে মাল্টি সেক্টর এবং পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট খাত। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ। এ খাতের সাফল্যের রেট ৮১ শতাংশ এবং তৃতীয় অবস্থানে থাকা ট্রান্সপোর্ট ও আইসিটি খাতে অর্জন ৭৮ দশমিক ৯ শতাংশ। আগে প্রকল্প বাস্তবায়নে নানা জটিলতা ছিল। এখন সে অবস্থা নেই। বর্তমানে সব কিছু সিস্টেমেটিক হওয়ায় প্রকল্পের গুণগতমান বেড়েছে। আগে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এবং টেকনিক্যাল প্রকল্প প্রস্তাব (টিপিপি) ঠিক মতো তৈরি হতো না। এখন শুরু থেকেই এ সব বিষয়ে বিশেষ নজর দেয়া হয়ে থাকে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে ১৯টি সমাপ্ত প্রকল্পের ওপর মূল্যায়ন করে শতভাগ সাকসেস রেট পাওয়া গেছে। ১৯৯০ এর দশকে ৪৭টি সমাপ্ত প্রকল্পের মূল্যায়ন করে সাকসেস রেট ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। ১৯৮০ দশকে ৩৫টি সমাপ্ত প্রকল্পের মূল্যায়নে সাকসেস রেট ছিল ৫৭ দশমিক ১ শতাংশ এবং ১৯৭০ এর দশকে ২৩টি প্রকল্পের মূল্যায়ন করে দেখা গেছে ২৬ দশমিক ১ শতাংশ। সমাপ্ত হওয়া প্রকল্পগুলোর তিন ধরনের মূল্যায়ন করা হয়। সরকারীভাবে একটি মূল্যায়ন হয়। তারপর এডিবি একটি মূল্যায়ন করে আবার এডিবির নিজস্ব একটি ডিপার্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এ সব মূল্যায়নের পরই সাকসেস রেট নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে তিনটি বিষয় বের করা হয়। একটি হচ্ছে উচ্চ সাফল্য, সাফল্য এবং কম সাফল্য। বাংলাদেশে প্রকল্পগুলোর সাকসেস রেট অনেক ভাল। বলা চলে গুণগতমান দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.