![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো সীমাবদ্ধতাই এ সরকারের লক্ষ্য অর্জনে অন্তরায় সৃষ্টি করতে পারেনি। নভেম্বর ২০১৫-এর মধ্যে সৌদি আরবে বসবাসরত প্রায় ২৫ লাখ বাংলাদেশী নাগরিকের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছে দেয়ার জন্য আন্তর্জাতিক টেন্ডারিং প্রক্রিয়ায় মালয়েশিয়াভিত্তিক আইআরআইএস কর্পোরেশন বেরহেড, মালয়েশিয়াকে সার্ভিস প্রোভাইডার হিসেবে নির্বাচন করা হয়েছে। মালয়েশিয়াভিত্তিক আইআরআইএস কর্পোরেশন বেরহেড, সৌদি আরবের কোয়াডকোর কর্পোরেশন এবং বাংলাদেশের ক¤িপউটার সোর্স মিলে এ কনসোর্টিয়াম গঠিত হয়েছে। দেশে প্রতিদিন প্রায় ১৫০০০ নতুন পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। বাংলাদেশ সরকার এবার সৌদি আরব থেকে ২৫ লাখ বাংলাদেশীর জন্য মাত্র ৯ ডলার করে এমআরপি পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছেন। কোনো সীমাবদ্ধতাই এ সরকারের লক্ষ্য অর্জনে অন্তরায় সৃষ্টি করতে পারেনি। সৌদিতে থেকে বাংলাদেশীদের হাতে এমআরপি পাসপোর্ট পৌঁছে দেয়ার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মালয়েশিয়া আগের মতো এবারও সঠিক সময়ে দক্ষতার সঙ্গে সব সৌদি প্রবাসীর এমআরপি পাসপোর্ট পৌঁছে দিবে। ২০১০ সালে এমআরপি অ্যান্ড এমআরডি প্রকল্পের আওতায় দেশের অভ্যন্তরে ৩৪টি পাসপোর্ট অফিস এবং বিদেশে ৬৫টি বাংলাদেশ দূতাবাসে এমআরপি প্রচলনের কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে ৩৪টি পাসপোর্ট অফিসে এবং ৪৫টি দূতাবাসে এমআরপি বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায়ই আরও ৩৩টি জেলায় এমআরপি বাস্তবায়ন করা হবে।এপ্রিল ২০১০-এর মধ্যে এমআরপি কার্যক্রম শুরু এবং নভেম্বর ২০১৫-এর মধ্যে সব হাতে লেখা পাসপোর্টধারীদের হাতে এমআরপি পৌঁছে দেয়ার কাজ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। পাসপোর্ট একজন নাগরিকের পরিচয় বহনকারী গুরুত্বপূর্ণ ভ্রমণ দলিল। যেখানে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে এই দলিলের ইস্যু প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পেতে হয় সেখানে বিদেশে বেসরকারি একটি সংস্থার মাধ্যমে এই সেবাটি নাগরিকের কাছে পৌঁছে দেয়ার মতো সাহসী সময়োপযোগী পদক্ষেপ খুব শিগগিরই বাস্তবায়ন হতে যাচ্ছে।
©somewhere in net ltd.