![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৫ সালের জানুয়ারিতে নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। এর আগে ২০১০ সালে শিল্পনীতি ঘোষণা হয়েছিল। ২০১৫ সালে আবার শিল্পনীতি ঘোষণা করা হবে। এজন্য তিনটি সাব কমিটি গঠন করা হবে। এ সব কমিটি কাজের অগ্রগতি সম্পর্কে সেপ্টেম্বরে প্রতিবেদন দিবে। প্রতিবেদন অনুযায়ী যাচাই-বাছাই করে জানুয়ারিতে ঘোষণা হবে নতুন শিল্পনীতি। এর আগে আমাদের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছিল ২০১২ সালের সেপ্টেম্বর মাসে। দীর্ঘ দুই বছর পর আবার সভা হলো। এখন থেকে ৩ মাস পর পর সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে এসএমই ফাউন্ডেশন আরও কার্যকর হয়। শিল্প বিনিয়োগে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশীরা বিনিয়োগ করতে পারবে। এর সঙ্গে নারী উদ্যোক্তাদের বিসিকের শিল্পপ্লট ১০ ভাগ দেয়া হবে বলে যে উদ্যোগ নেয়া হয়েছিল তা আবার পুনরায় নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সভায় ওষুধ শিল্পকে বিদ্যমান শিল্পনীতির অগ্রাধিকার খাতভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
©somewhere in net ltd.