![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক অস্থিরতা ও পোশাক খাতে বড় দুর্ঘটনার পর সৃষ্ট নেতিবাচক প্রভাবের শঙ্কা কাটিয়ে দেশের রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত অর্থবছরে বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে বাংলাদেশ। সদ্যসমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩০ দশমিক ১৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ৩০ বিলিয়ন ডলারের এই রপ্তানি আয়ের মধ্যে পাঁচ ভাগের চার ভাগ অবদান তৈরি পোশাক শিল্পের। ২০১৩-২০১৪ অর্থবছরে তৈরি পোশাক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ। তৈরী পোশাকের মধ্যে নীট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২ দশমিক ০৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ বেশি। আর ওভেন পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৭০ শতাংশ বেশি। এর মধ্যে মোট ১৬টি খাতের মধ্যে রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে এক হাজার ২৭৩ কোটি ৫৭ লাখ টাকা নগদ সহায়তা দিয়েছে বর্তমান সরকার। এছাড়া আরও নতুন বাজারে রপ্তানির জন্য ১৩৯ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেছে সরকার। সরকারের এমন সহায়তায় বর্তমানে বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে বাংলাদেশ যা বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি আয় একটি উদাহরণস্বরূপ।
©somewhere in net ltd.