নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ব্যবসা-বাণিজ্যে দুর্নীতি বন্ধে ন্যাশনাল ট্রেড পোর্টাল তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

ব্যবসায়-বাণিজ্যে দুর্নীতি বন্ধে ন্যাশনাল ট্রেড পোর্টাল তৈরি করছে সরকার। এটি সরকারের এমন একটি উদ্যোগ যা বাস্তবায়িত হলে বাণিজ্য সম্পৃক্ত যত রকম দুর্নীতি ও অপকৌশল রয়েছে তা বন্ধ করা সম্ভব হবে। এ কারণে আগামী বছরের মধ্যে ন্যাশনাল ট্রেড পোর্টাল চালু করবে বাণিজ্য মন্ত্রণালয়। গত অর্থবছরের সম্পাদিত কাজের সাফল্যের মধ্যে রয়েছে- ২৯টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ, জাতীয় রফতানি ট্রফি প্রদান, দক্ষিণ কোরিয়া ও সিউলে নতুন বাণিজ্যিক মিশন চালু, রফতানি নীতিমালা তৈরি, পোশাক কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, গার্মেন্টস পল্লী স্থাপন, কানাডায় জিএসপি স্কিম চালু রাখা, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, ২৮টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, চুক্তি বাস্তবায়ন, পার্টনারশিপ ডায়লগ, ৮৯টি দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা চাওয়া, দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন এবং যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। যা দেশের ব্যবসায়-বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ইতোমধ্যে সক্ষম হয়েছে। এ ছাড়া বাণিজ্য ও রফতানি বাড়াতে বিদেশী এম্বেসিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, বিজনেস কাউন্সিল গঠন, একটি কম্প্রেহিনসিভ এক্সপোর্ট পলিসি তৈরি, বাণিজ্য সম্প্রসারণ নীতি কৌশল প্রনয়ন, পাঁচ বছর মেয়াদী ক্রাশ প্রোগ্রাম, দুর্নীতি রোধে ব্যবস্থা, পণ্যের গুণগতমান বাড়াতে গবেষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা তৈরি, সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনা এবং পরামর্শক কমিটি গঠন। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে একদিকে যেমন দুর্নীতি রোধ করা সম্ভব হবে অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে আসবে এক নতুন গতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.