![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনায় ভারতীয় বেসরকারী কোম্পানিগুলো বিদ্যুত ও জ্বালানি খাতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার পালাটানা বিদ্যুত কেন্দ্র থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। যন্ত্রাংশ আমদানিতে বাংলাদেশ সহায়তা করায় ত্রিপুরা সরকার গ্যাসচালিত ওই কেন্দ্র থেকে বিদ্যুত বিনিময়ের প্রতিশ্রুতি দেয়। ভারতের বেসরকারী খাত আমাদের অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনা করেই এমন আগ্রহ দেখাচ্ছে। ভারতের বিখ্যাত কোম্পানি রিলায়েন্সও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুত আমদানির অগ্রগতির নিয়ে আলোচনা হয়। মূলত কিভাবে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুত বাংলাদেশকে দেয়া যায় তা বিশ্লেষণ করে দেখছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে নেপাল থেকে বিদ্যুত আমদানিতে ভারতের ভূমি ব্যবহারে দেশটির সহায়তা চাওয়া হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোরেশ প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্সে) সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের রাষ্ট্রীয় তেল গ্যাস উত্তোলন কোম্পানি কাজ করতে চায়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেয়া হবে। জ্বালানি তেল আমদানিতে খরচ কমাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির বিষয়েও একটি কমিটি নানা বিষয় বিশ্লেষণ করছে। এ ছাড়া ত্রিদেশীয় পাইপলাইলে যুক্ত হতে চেষ্টা করছে সরকার। ইতোমধ্যে ভারত থেকে আন্তঃদেশীয় গ্রিড লাইনের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি করছে। প্রসঙ্গত ভারতের ত্রিপুরায় পালটানা বিদ্যুত কেন্দ্রে নির্মাণে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে সহযোগিতা করে। পালটানা বিদ্যুত কেন্দ্রের যন্ত্রাংশসহ প্রয়োজনীয় সব মালামাল বাংলাদেশের ওপর দিয়ে বহন করে ভারত। গত মার্চে দুই দেশের বিদ্যুত খাতের অগ্রগতি সম্প্রসারণে গঠিত যৌথ স্টিয়ারিং কমিটির ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি আলোচনা হয়। তখন জানানো হয় বাংলাদেশ ভারত একটি যৌথ কমিটি হচ্ছে তারা ত্রিপুরা থেকে বিদ্যুত আমদানির পদ্ধতি সম্পর্কে দুই দেশের সরকারকে সুপারিশ করবে। সরকারের কূটনৈতিক তৎপরতায় এতদিনে ভারত, নেপাল ও ভুটান থেকে জ্বালানি সহযোগিতা পাওয়ার বিষয়টি অনেক দূর এগিয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি ঘাটতি পুরনে আমাদের ভাল বিকল্প হতে পারে প্রতিবেশী বন্ধু দেশ ভারত মনে করেন বিশেষজ্ঞরা।
©somewhere in net ltd.