![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার মোবাইল সেট আমদানির ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি করছে বিটিআরসি। এই নীতিমালায় প্রতিটি মোবাইল সেটে থ্রিজি (তৃতীয় প্রজন্মের ফোন) ও ফোর জি (চতুর্থ প্রজন্মের ফোন) সুবিধা থাকতে হবে। দিন যত যাচ্ছে প্রযুক্তির মানও তত বাড়ছে। এমন চিন্তাকে সামনে রেখে সরকারের নির্দেশনায় বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন আমদানির জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এখন নীতিমালাটি চূড়ান্ত অনুমোদন নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলেই মোবাইল সেট আমদানিকারকদের থ্রি জি ও ফোর জি সুবিধা সংবলিত সেট আমদানি করতে হবে। এই সিদ্ধান্ত অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা রাখার বিধান রাখা হযেছে। পাশাপাশি কোন প্রকার নকল মোবাইল সেট আমদানি করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার উল্লেখ রয়েছে নতুন নীতিমালায়। থ্রি জি ও ফোর জি সুবিধা সংবলিত মোবাইল হ্যান্ডসেট সহজলভ্য ও সেটের মান নিশ্চিত করতে হবে। মোবাইল আমদানির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত এলসিভিত্তিক পদ্ধতির পরিবর্তে নমুনাভিত্তিক পদ্ধতি প্রচলন করা হবে। এই পদ্ধতি অনুসারে সব ধরনের হ্যান্ডসেট আমদানির জন্য বিটিআরসির অনুমতি বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার জন্য বিটিআরসি বরাবর হ্যান্ডসেটের সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যসহ আবেদন দাখিল করতে হবে। সেটের মান সম্পর্কে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর বিটিআরসি আমদানির অনুমতি প্রদান করবে। হ্যান্ডসেটের জন্য একটি টাইপ অনুমোদন নম্বর সরবরাহ করা হবে। হ্যান্ডসেটের গুণগতমান নিয়ন্ত্রণ এবং আমদানি জটিলতা নিরসনের উদ্দেশ্যে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমদানির ক্ষেত্রে হ্যান্ডসেট বাংলা লেখা এবং পড়ার সুবিধা বাধ্যমূলক করে দেয়া হয়েছে। এছাড়াও বাজারে পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণের জন্য হিউমিডিটি, রিসিভার সেনসিটিভিটি, সিগন্যাল টু নয়েজ রেশিও, অপারেটিং টেম্পারেচার, আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার এবং ভয়েস কোডসহ বিভিন্ন কারিগরি বিষয় খতিয়ে দেখবে বিটিআরসি। আমদানির অনুমতি পাওয়ার জন্য আমদানিকারককে বিটিআরসি বরাবর প্রস্তুতকারকের অনুমতিপত্র, চুক্তিপত্র, হ্যান্ডসেটের তিন কপি ছবি এবং নমুনা হ্যান্ডসেটসহ একাধিক নথি সরবরাহ করতে হবে। পাশাপাশি হ্যান্ডসেটের বিকিরণ সম্পর্কিত তথ্য প্রমাণের জন্য ইন্টারন্যাশনাল কমিশন অন নন-আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশনের অনুমোদনপত্র দাখিল করতে হবে। আমদানিকারক আবেদন করার দুই সপ্তাহের মাথায় অনুমোদন নম্বর দেবে বিটিআরসি। একই সঙ্গে এক বছরের জন্য অনুমোদন সনদ প্রদান করবে বিটিআরসি যার মাধ্যমে আমদানিকারক ওই সময়ের মধ্যে অনির্ধারিত পরিমাণে হ্যান্ডসেট আমদানি করতে পারবেন। তবে আমদানির সময় ভেতরে-বাইরে হলোগ্রাম স্টিকারসহ আইএমইআই-ইএসএন-এমইআইডি নম্বর প্যাকেটের গায়ে খোদাই করা থাকতে হবে। খুব শীঘ্রই এই নীতিমালা চূড়ান্ত করা হবে। নকল মোবাইল সেট আমদানি করলে তার শাস্তি কঠোর করা হয়েছে নীতিমালায়। গ্রাহকরা যাতে কোনভাবে প্রতারিত না হয় সেদিকে কড়া নজর রাখা হবে।
©somewhere in net ltd.