নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সরকারের মন্ত্রীপরিষদের বৈঠকে স্থল বন্দর উন্নয়নে এস্কাপের চুক্তির অনুমোদন। পাওয়া যাবে বন্দর উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১





এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স-এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের অংশ হিসেবে দেশের সব স্থল বন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণে এস্কাপের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এই প্রস্তাবের নাম হচ্ছে ‘ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন ড্রাই পোর্ট’। এটি হচ্ছে জাতিসংঘ এস্কাপ প্রণীত গাইডিং প্রিন্সিপালের আওতায় দেশের স্থল বন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নত করার কার্যপত্র। ২০০৯ সালে ‘ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিকের (ইএসসিএপি-এস্কাপ) সঙ্গে এশিয়ার পরিবহন মন্ত্রীদের এক বৈঠকে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স-এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে এই অঞ্চলের সব স্থল বন্দর উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে এস্কাপ ২০১৩ সালে এই চুক্তির খসড়া অনুমোদন করে। ব্যাংককে ২০১৩ সালের ৪ থেকে ৮ নভেম্বরের মধ্যে ১৫টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। বাংলাদেশ জাতিসংঘ সদর দফতরে এ চুক্তিতে স্বাক্ষর করবে। চুক্তিটি আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করবে এবং এর মাধ্যমে বন্দর উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.