![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতা ও অস্থিতিশীলতা শুরু হবে, এমন চক্রটা ভাঙ্গা জরুরি। বলেছেন কানাডার রাষ্ট্রদুত হিদার ক্রডেন। নির্বাচন নিয়ে বিদেশীরা যা উপলব্ধি করছে, সেটা কি আমরা উপলব্ধি করতে পারছি? আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর উপর আস্থার অভাব আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আস্থার অভাব দুর করতে হবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই, কোন অরাজনৈতিক পন্থায় নয়। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হবে না, ধাপে ধাপে গণতন্ত্রের মানদন্ডগুলো অর্জন করতে হবে। আর গণতন্ত্রের মানদন্ডের প্রধান মানদন্ড হলো, সাংবিধানিক ধারাবাহিকতায় নিয়মিত অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা ও সরকার নির্বাচিত করা এবং এর ব্যত্যয় না ঘটানোর দিকে দৃষ্টিপাত দেয়া। বাংলাদেশের মৌলিক রাজনৈতিক সংকট হলো স্বাধীনতাবিরোধী ও জঙ্গীবাদীদের রাজনীতিতে অবস্থান। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা ক্রমাগত চক্রান্ত, ষড়যন্ত্র করে যাবে, সেটাই স্বাভাবিক বিষয়। কিন্তু অস্বাভাবিক হলো, তাদের চক্রান্ত, ষড়যন্ত্র চালিয়ে যাবার রাজনৈতিক বৈধতা দেয়া। অবিলম্বে স্বাধীনতাবিরোধী ও জঙ্গীবাদীদের রাজনীতি থেকে অপসারণ করার বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা প্রয়োজন। যাতে কেউ মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার অধিকার না পায়। সেজন্য তৎপর হওয়া প্রয়োজন সবার।
©somewhere in net ltd.