নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গ্রামের বেশিরভাগ মানুষ এখন তাদের সাধারণ রোগব্যাধির চিকিৎসায় কমিউনিটি ক্লিনিকের ওপর নির্ভরশীল

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০

কমিউনিটি ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। গ্রামের বেশিরভাগ মানুষ এখন তাদের সাধারণ রোগব্যাধির চিকিৎসায় কমিউনিটি ক্লিনিকের ওপর নির্ভরশীল। অথচ কয়েক বছর আগেও এমনটা ছিল না। তখন তাদের অনেকেরই ভরসা ছিল গ্রামের অশিক্ষিত হাতুড়ে ডাক্তারের উপর। ভুল চিকিৎসা বা অপচিকিৎসার কারণে নিরাময়ের বদলে কারও কারও অবস্থার বরং আরও অনবতি হতো। এ ছাড়া চিকিৎসার জন্য কেউ কেউ যেতেন উপজেলা কিংবা জেলা শহরে। তা ছিল অনেক খরচের ব্যাপার। এখন অনেক গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপিত হওয়ায় গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। যথাযথ পরিকল্পণা ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অদূর ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিককে বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। সরকার প্রথম থেকেই দেশের প্রতিটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক গড়ে তুলতে আগ্রহী। বর্তমানে সারাদেশে ১২ হাজার ৫৩৭টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। কমিউনিটি ক্লিনিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ৮০ থেকে ৯৮ শতাংশ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে। এটা অবশ্যই আশার কথা। “প্রতিটি গ্রামের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক” এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.