নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

নিরবচ্ছিন্ন ইন্টারনেটে দেশকে সংযুক্ত রাখতে বিকল্প পথে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপীয় অঞ্চলের সমুদ্র তলদেশ দিয়ে ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপন করার সিদ্ধান্ত সরকারের

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) কাছ থেকে ৩৫২ কোটি টাকা নেয়ার পরিকল্পনা করছে সরকার। এটি বাস্তবায়িত হলে ১৬ দেশীয় কনসোর্টিয়াম সিমিউই-৫ এ সংযুক্ত হবে বাংলাদেশ। উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালু করতে গভীর সমুদ্র তলদেশ দিয়ে কেবল স্থাপনের জন্য ইতোমধ্যেই দুইটি কোম্পানিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম সাবমেরিন কেবলের বিকল্প হিসেবে কার্যক্রম পরিচালনা সম্ভব হবে। আইসিটি সম্পর্কিত সেবাগুলোর ব্যাকআপ রাখা, ব্যান্ডইউথ ও ব্রডব্যান্ডের ক্ষেত্রে আরও ভাল সেবা পাওয়া সম্ভব হবে। উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালু করতে গভীর সমুদ্র তলদেশ দিয়ে কেবল স্থাপনের জন্য ইতোমধ্যেই দুইটি কোম্পানিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটি বাংলাদেশকে নিরবচ্ছিন্ন ইন্টারনেটে সংযুক্ত রাখতে বিকল্প আরেকটি পথে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল হয়ে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপীয় অঞ্চলের সমুদ্র তলদেশ দিয়ে ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ কেবেল স্থাপন করবে। বর্তমানে চালু সিমিউই-৪ কেবল সংযোগে কোন ধরনের সমস্যা দেখা দিলে সিমিইউ-৫ সংযোগ দিয়ে বহাল থাকবে দেশের ইন্টারনেট সংযোগ। দ্বিতীয় এই সাবমেরিন কেবলে সর্বাধুনিক ১০০জি টেকনোলজি ব্যবহার করা হবে। এর ফলে গতি বাড়বে দেশের ইন্টারনেট নির্ভর ব্যবসা ক্ষেত্রগুলোতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.