নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সবুজ শিল্প স্থাপন করলে স্বল্পসুদে ২০ কোটি টাকার ঋণ। জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে পুনঃ অর্থায়নে যুক্ত হলো আরও তিন পণ্য

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতের পরিধি বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলে নতুন করে তিনটি পণ্য অন্তর্ভুক্ত হওয়ায় এর সংখ্যা ৪৭টিতে দাঁড়িয়েছে। এতে সবুজ শিল্প (গ্রীন ইন্ডাস্ট্রি) স্থাপনে নয় শতাংশ সুদহারে ২০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এ শিল্পে প্রাকৃতিক আলো, বাতাস, পানি ও জ্বালানি সামগ্রি বা দক্ষ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের কর্ম পরিবেশে সুরক্ষা নিশ্চিত করতে হয়। নয় মাসের গ্রেস পিরিয়ডে ছয় বছরের মধ্যে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়। নতুন অন্তর্ভুক্ত হওয়া অন্য দুটি পণ্য হলো, নবায়নযোগ্য জ্বালানি খাতে ‘সোলার পাম্পের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি উত্তোলন করে পরিশোধনপূর্বক সরবরাহ প্রকল্প’ এবং কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ খাতে বস্ত্র ও পোশাক শিল্প কারখানায় কর্মরতদের কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করা। পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক দুইশ কোটি টাকার পুণঃ অর্থায়ন তহবিল গঠন করে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক রেটে (৫ শতাংশ সুদে) পুণঃ অর্থায়ন নিয়ে ব্যাংকগুলো প্রকল্প ভেদে গ্রাহকপর্যায়ে সর্বোচ্চ ৯ থেকে ১১ শতাংশে ঋণ বিতরণ করতে পারবে। নবায়ণযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুণঃ অর্থায়ন তহবিলের নীতিমালায় ৯টি খাতে ৪৪টি পণ্যে পুণরায় অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। এই তহবিলের আওতা বাড়িয়ে ৪৪টি পণ্যের পাশাপাশি নবায়ণযোগ্য জ্বালানি, গ্রীন ইন্ডাস্ট্রি এবং কারখানার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ খাতে যথাক্রমে ৩ কোটি, ২০ কোটি ও ১ কোটি টাকার পুণঃ অর্থায়ন তহবিলে অন্তর্ভুক্ত করা হলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.