![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন প্রকল্পটির প্রাথমিক কাজ আগামী মাস থেকেই শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ১৩০টি উপজেলার ১৯০টি ইউনিয়নে কেবল স্থাপনের কাজ শুরু হবে। বাকি ইউনিয়নগুলোয় পর্যায়ক্রমেও অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজে হাত দেবে বিটিসিএল। ৭০৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় ধরে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্যই এই প্রকল্পটি বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়নকেই অপটিক্যাল ফাইবারের আওতায় আনার ঘোষণাও দেয়া হয়। প্রকল্পের আওতায় ১৩০টি উপজেলার এসব ইউনিয়নে প্রায় ১২ হাজার কিলোমিটার অপটিক্যাল কেবল স্থাপন করা হবে। সারাদেশে শক্তিশালী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে এত বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় প্রতিটি ইউনিয়নে একটি করে ই-তথ্য কেন্দ্র নির্মাণ করা হবে। সারাদেশে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে, আইপিভিত্তিক সেবা দেয়ার জন্য। দেশের ‘উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পটি ২০১৫ সালের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইন্টারনেট ব্যবহারে শহরের সঙ্গে গ্রামের পার্থক্য দূর হবে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ তথ্যপ্রযুক্তির আওতায় চলে আসবে। দ্রুতগতির ই-সেবা ছড়িয়ে পড়বে দেশে প্রত্যন্ত অঞ্চলে। অবাধ তথ্যপ্রবাহের কারণে তাদের জীবনমানের উন্নতি হবে। পাশাপাশি নতুন এই অপটিক্যাল কেবল সম্প্রসারণের ফলে বিদ্যমান কেবলের ওপর চাপ কমবে। তথ্যপ্রযুক্তির চরম বিকাশের পরেও দেশের বিশাল জনগোষ্ঠী এখনও ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। দেশে বিদ্যমান ৪৮৬টি উপজেলার মধ্যে ৪টি মেট্রোপলিটন শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা) প্রশাসনিক উপজেলা নেই। এই প্রকল্পে ৪৮২টি উপজেলাকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ১৭৯টি উপজেলায় বিটিসিএলের অপটিক্যাল ফাইবার সংযোগ রয়েছে।
©somewhere in net ltd.