![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সারদের ফ্রি ল্যাব তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার, ইন্টারনেটসহ সকল আধুনিক সুবিধা সম্বলিত এই ল্যাব সবার আগে তৈরি হবে গোপালগঞ্জে। জেলা ভিত্তিক দেশের শীর্ষ ফ্রিল্যান্সাররা বিশেষ কার্ড ব্যবহার করে এসব ল্যাব বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য এই 'বিশেষ ল্যাব' নতুন করে তৈরি হচ্ছে। এ ধরণের সেবাকে 'কো-ওয়ার্কিং স্পেস' হিসেবে বিবেচিত করা হয়। 'কো-ওয়ার্কিং স্পেস' শব্দটি আমাদের দেশে পরিচিত না হলেও বিশ্বের অনেক দেশেই খুবই সাধারণ একটি ব্যবসা এটি। কো-ওয়ার্কিং স্পেস এমন একটি জায়গা যেখানে অনেকে মিলে একসাথে বসে কাজ করতে পারে। ধারণাটি আমাদের দেশে প্রচলিত না হলেও ধীরে ধীরে এর প্রসার বাংলাদেশেও উঠে আসছে। ফ্রিল্যান্সার হোক বা নবীন উদ্যোক্তা, মুক্ত পেশাজীবী হিসেবে মাত্র ক্যারিয়ার শুরু করা যে কারও জন্য কো-ওয়ার্কিং স্পেস হতে পারে একটি আদর্শ স্থান। কারণ শুরুতেই বিশাল পরিমাণ বিনিয়োগ করতে হচ্ছে না এবং একদমই একা হয়ে কাজ করতে হচ্ছে না। তাছাড়া ফ্রিল্যান্সারদের একটি সাধারণ অভিযোগ হচ্ছে বাসায় বসে কাজ করার কারণে অনেকে এটা পছন্দ করে না, সেক্ষেত্রে কো-ওয়ার্কিং স্পেস নিজের একটি অফিস হিসেবে ব্যবহার করে অবস্থানটি পরিবর্তন করা সম্ভব হবে। বাংলাদেশেও এ ধরণের সেবা সরকারি ভাবে এই প্রথম চালু করছে বর্তমান সরকার। যার ফলে দেশের উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া আরও সহজ হবে।
©somewhere in net ltd.