![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমন ও বোরো মৌসুমের জন্য নতুন ৭ জাতের ধান বীজ পাবেন কৃষকরা। দেশের অর্থনীতির চালিকা শক্তি কৃষকদের মধ্যে নতুন ৭ জাতের ধানবীজ বিতরনে উৎপাদন বাড়াতে চায় সরকার। এছাড়া চাষের জন্য ৩ নতুন আখের জাত ও ৭ আলুর জাত পাবেন দেশের অর্থনীতির চালিকা শক্তি কৃষকরা। ২০১৩-১৪ আমন মৌসুমে হাইব্রিড ধানের নমুনা উৎপাদন থেকে গত ২ বছরে দেশের একাধিক স্থানে ২০ শতাংশ বেশি ফলন হয়েছে। তাই সাময়িকভাবে এসব বীজ চাষের জন্য বিতরণ করা হবে। বীজের মধ্যে রয়েছে পেট্রোকম হাইব্রিড ধান-৩, যা ময়মনসিংহ, রাজশাহী অঞ্চলের জন্য ছাড় দেওয়া হয়েছে। ব্র্যাকের ধান হাইব্রিড-১০ ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর ও রাজশাহী এলাকার জন্য। হাইব্রিড ধান-৫ ও একই এলাকায় চাষ করা যাবে। অন্যদিকে, ব্রি ধান-৬৩ ও ৬৪, বিনা ধান-১৫ ও ১৬ বোরো মৌসুমে চাষের জন্য পাবেন কৃষকরা। এছাড়াও বারি আলু-৪৯, ৫০, ৫৪, ৪৭ ও ৪৮ জাতের নতুন বীজসহ আরো তিনটি আলুর জাত বিতরণ করবে সরকার। নতুন বীজ ছাড়করণের কারনে এসব জাত থেকে বেশি উৎপাদন পাবেন কৃষকরা। উন্নত হবে তাদের জীবনযাত্রার মান। পরিবর্তিত হবে বাংলাদেশের অর্থনীতি। স্বয়ংসম্পূর্ণতার সনদ পাবে বাংলাদেশ বিশ্ব দরবারে।
©somewhere in net ltd.