![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রমেই সম্প্রসারিত হচ্ছে দেশীয় পণ্যের বাজার। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে স্থান করে নিচ্ছে। একই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও সমাদৃত হচ্ছে দেশে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যসামগ্রী। গৃহস্থালি পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। আর অটোমোবাইল শিল্পের ওয়ালটনের সঙ্গে যুক্ত হয়েছে রানার অটোমোবাইল। দুটি প্রতিষ্ঠানই দেশের চাহিদা পূরণ করে সম্প্রসারণ করছে কারখানা পরিসর আর সে সঙ্গে বাড়ানো হচ্ছে পণ্যের গুণগত মান। দেশীয় মোটরসাইকেল শিল্পের নতুন দ্বার উন্মোচন করেছে রানার অটোমোবাইলস লিমিটেড। কোম্পানিটি বর্তমানে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানির উদ্যোগ নিয়েছে। বর্তমানে রানার মোটরসাইকেল কারখানায় দৈনিক ৫০০ মোটরসাইকেল উৎপাদন করা হলেও ২০১৫ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ১ হাজারে উন্নীতকরণের কার্যক্রম চলছে। ওয়ালটন ফ্রিজ বিশ্বমানের। এতে ব্যবহার করা হয়েছে ৮০ ভাগ বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি ল্যাম্প। অন্য ফ্রিজের চেয়ে ওয়ালটন ফ্রিজের ডিপ অংশ অনেক বড়। এতে প্রযুক্তির বিস্ময় ন্যানো টেকনোলজি যুক্ত করা হয়েছে। ফলে দেশে এবং বিদেশে এর চাহিদা রয়েছে ব্যাপক। অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা পণ্যের দাম নির্ধারণে বড় ভূমিকা পালন করে। আমদানি পর্যায়ে সুযোগ-সুবিধা কমিয়ে দেশীয় পণ্যকে উৎসাহিত করলে অনেক আমদানিকারকই পণ্য উৎপাদনে আগ্রহী হবে। তখন পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ সহজতর হবে। ফলে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে। দেশ এগিয়ে যাবে মধ্যম আয়ের দেশের তালিকার শীর্ষে।
©somewhere in net ltd.