নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলা ও মায়েদের আর্থিক সেবা দিতে বিশেষ উদ্যোগ সরকারের

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলা ও মায়েদের আর্থিক সেবা দিতে এবং স্থানীয় পর্যায়ে কমন ইম্পিমেন্টেশন প্ল্যাটফর্ম তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে প্রায় তিন হাজার ৩শ’ ৪০ কোটি টাকার (৩০ কোটি মার্কিন ডলার) ঋণচুক্তি স্বাক্ষর করেছে সরকার। ফলে প্রায় পাঁচ লাখ দরিদ্র গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছর বয়সী সন্তানের মা সরাসরি অর্থ সহায়তার আওতায় আসবে। ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ সহায়তা দেয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে দুই হাজার ৩শ’ ৭৭ কোটি ৮০ লাখ ৮৬ হাজার টাকা। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হলে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ কার্যকর ও সমৃদ্ধ সমন্বিত উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যসেবাকে পুনরুজ্জীবিত করা, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করা এবং শিশু ও নারীদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পের আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভকালীন চারবার স্বাস্থ্য পরীক্ষার প্রেক্ষিতে ২শ’ টাকা হারে নগদ ৮শ’ টাকা প্রদান করা হবে। শূন্য থেকে ৪২ মাস বয়সী শিশুদের প্রতি মাসে গ্রোথ পরীক্ষার প্রেক্ষিতে ৫শ’ টাকা হারে অর্থ প্রদান করা হবে। ২৫ থেকে ৬০ মাস বয়সী শিশুদের প্রতি তিন মাস অন্তর গ্রোথ পরীক্ষার প্রেক্ষিতে প্রতিবার এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে। অন্তঃসত্ত্বা মহিলা ও মায়েদের জন্য প্রতি মাসে শিশুপুষ্টি ও উন্নত শিক্ষাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণ সাপেক্ষে প্রতিবার ৫শ’ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের সাতটি জেলার ৪২ উপজেলার ৪৪৩ ইউনিয়নের ১ দশমিক ৬ মিলিয়ন পরিবারের প্রায় পাঁচ লাখ দরিদ্র গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছর বয়সী সন্তানের মায়েদের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা হবে। সরকারের এ উদ্যোগের ফলে দরিদ্র মহিলারা অনেকাংশে উপকৃত হবে।












মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.