নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সফলতার চাবিকাঠি বর্তমান সরকার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩



দেশের মোট জনসংখ্যার ২ কোটি লোক গত আট বছরে হতদরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। আর দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে এক কোটি ৮৮ লাখ লোক। বর্তমান সরকারের পাঁচ বছরে মাথাপিছু আয় বেড়েছে ৬৪৭ মার্কিন ডলার। আমদানি-রফতানি, রেমিটেন্স প্রবাহ ও রিজার্ভ অনেক বেড়েছে। মানবসম্পদ উন্নয়নেও বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির কারণে দারিদ্র্য ও বৈষম্য কমেছে। সাফল্যের ধারাবাহিকতার কিছু চিত্রঃ
 মাথাপিছু আয় বেড়েছে ৬৪৭ ডলার : গত পাঁচ বছরে মাথাপিছু আয় বেড়েছে ৬৪৭ মার্কিন ডলার। ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ২০০৫-০৬ অর্থবছরের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ৫৪৩ মার্কিন ডলার। আর এটি বেড়ে গত অর্থবছরে দাঁড়ায় ১ হাজার ১ শত ৯০ মার্কিন ডলার।
 দারিদ্র্য বিমোচন : দারিদ্র্যের হার কমেছে। ২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ২ শতাংশ। ২০১৪ সালে দারিদ্র্যের হার নেমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ শতাংশে।
 জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে : বিশ্বমন্দার মধ্যেও জিডিপি প্রবৃদ্ধি ঠিক ছিল। ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। এ প্রবৃদ্ধির হার ২০০৯-১০ অর্থবছরের ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।
 সঞ্চয় ও বিনিয়োগ প্রবৃদ্ধি : জাতীয় সঞ্চয় ২০০৫-০৬ অর্থবছরে জিডিপির ২৭ দশমিক ৮ শতাংশ ছিল। গত অর্থবছর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫ শতাংশে। একই সময়ে সরকারি বিনিয়োগ জিডিপির ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৩ শতাংশ হয়েছে।
 রাজস্ব আয় বেড়েছে তিনগুণ : ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে মোট রাজস্ব ও কর রাজস্ব আয় বেড়েছে তিনগুণ। গত অর্থবছরে জিডিপির ১০ দশমিক ৫ শতাংশ রাজস্ব উন্নীত হয়।
 বৈদেশিক বাণিজ্য : বৈশিক মন্দা বিরাজমান থাকলেও বৈদেশিক বাণিজ্য বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে আমদানির পরিমাণ হচ্ছে এক হাজার ৪৭৪ কোটি ডলার। গত বছর আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬১ কোটি ডলার। একইভাবে রফতানির পরিমাণ এক হাজার ৫২ কোটি ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৮ কোটি ডলার।
 শিল্প উৎপাদন : জিডিপিতে শিল্প খাতের অবদান ২০০৫-০৬ অর্থবছরের ২৫ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ২০১৩-১৪ অর্থবছরে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬ শতাংশ। বিগত পাঁচ বছরে আইসিটি সহায়ক ব্যাপক অবকাঠামো ও প্রযুক্তনির্ভর অবয়ব পেয়েছে।

দেশ উন্নয়নে সরকারের গৃহীত নানাবিদ প্রকল্পে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। সত্যিই সরকারের এমন সফলতাকে আমরা স্বাগত জানাই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.