![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানী ঢাকার অদূরে গাজীপুরে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক। উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এখানে থাকছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বিশ্ববিদ্যালয়। অর্ধ শতাধিক একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়। বন্দরনগরী চট্টগ্রামেও গড়ে তোলা হচ্ছে আরেকটি হাইটেক পার্ক। হাইটেক পার্ককে কেন্দ্র করে বদলে যাবে দেশের আইটি সেক্টর। গাজীপুর ও চট্টগ্রামের হাইটেক পার্ককে ঘিরে আইটিতে অর্থনীতির নতুন এক দিগন্ত দেখছে দেশবাসী। ডিজিটাল বাংলাদেশ গড়তে হাইটেক পার্কের গুরুত্ব অনেক। প্রযুক্তির উন্নয়ন ঘটাতে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক। দেশের ১২টি গুরুত্বপূর্ণ শহরে হাইটেক পার্ক করার পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে হাতছানি দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। আইসিটির যথাযথ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও বেগবান করতেই হাইটেক পার্ক গড়ে তুলছে বর্তমান সরকার। হাইটেক পার্কে ১০ লাখ আইটি পেশাদার তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে বছরপ্রতি রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছে সরকার। তাছাড়া সারা দেশে ৫৩ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি বাড়বে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই সরকারি সব সেবা নিতে পারছেন। ইতিমধ্যে এর আয় ২৫ মিলিয়ন ডলার থেকে ২৫০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশিত আইসিটি পার্ক (হাইটেক পার্ক) এ সরকারের আমলেই বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এতে বর্তমান সরকার আরেকটি সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। এর ফলে উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং আগামীতে এগুলো হবে দেশের ডিজিটাল কর্মসূচির অন্যতম গর্বিত অংশীদার।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
দ্যা আহমেদ মামুন বলেছেন: চামচামি গিয়ে চায়ের দোকানে করুন ব্লগে করবেন না।