নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দেশে ৬৩৯ উপজেলা ও ইউনিয়নে নতুন ভূমি অফিস তৈরির উদ্যোগ সরকারের

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০৯

দেশে ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৈরি করা হচ্ছে ভূমি অফিস। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ৬১ জেলার ১৩৯টি উপজেলা এবং ৫০০ ইউনিয়নসহ মোট ৬৩৯টি ভূমি অফিস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ভূমি প্রশাসন ব্যবস্থারও উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে। দেশে বিদ্যমান উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো অতি পুরাতন ও জরাজীর্ণ। ফলে জমির রেকর্ড ব্যবস্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যেই পাঁচটি পর্যায়ে দেশের মোট ৩৪৫টি উপজেলা এবং এক হাজার ১৪টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো প্রস্তাবিত এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপরিশ করা হয়েছে। কৃষিভিত্তিক বাংলাদেশের ভূমি সবচেয়ে মূল্যবান ও সীমিত সম্পদগুলোর মধ্যে একটি। আগামী দিনগুলোতে নগরায়ন ও শিল্পায়নসহ নানা কারণে ভূমির ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ কারণে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা উন্নততর হওয়া প্রয়োজন। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ পর্যায়ে দেশের ৬১টি জেলার উপজেলা ও ইউনিয়ন মিলে মোট ৬৩৯টি ভূমি অফিস নির্মাণের জন্য ৫৯৬ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয় পরিকল্পনা কমিশনে। কমিশন থেকে প্রকল্পটির প্রক্রিয়াকরণ শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের সুপারিশ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, ৬৩৮টি ভূমি পর্যবেক্ষণ ও ডিজিটাল সার্ভে পরিচালনা, ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণ (চারতলা ভিত্তির ওপর একতলা ভবন), ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (দুইতলা ভিত্তির ওপর একতলা ভবন এবং উপকূলীয় অঞ্চলের জন্য তিনতলা ভিত্তির ওপর দুইতলা ভবন) এবং ৬৩৯টি ভবনে ১০৪ দশমিক ৬৬ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.