![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তন শুধু আজ শহরেই নয়, প্রভাব পড়েছে প্রতিটি গ্রামে-গঞ্জে। শহরেই যে উচু বড়-বড় ফ্লাইওভার, সু-উচ্চ ইমারত, মার্কেট হচ্ছে তা নয়। প্রত্যন্ত গ্রামেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। আজ আর সেই চিরচেনা খড়ের/ছনের ঘর দেখা যায়না। সেখানে স্থান করে নিয়েছে আধাপাকা/টিনের ঘর। নেই কোন খোলা টয়লেট, ফলে পরিবেশ হয়েছে পরিচ্ছন্ন এবং সুন্দর। পায়ে চলা পথগুলোও আজ পাকা হয়েছে, চলছে বিভিন্ন ধরনের গাড়ী। কৃষক তার উৎপাদিত পন্য অতি দ্রুত নিয়ে যাচ্ছে হাটে/বাজারে। নিশ্চিত হয়েছে পন্য পরিবহণ ও তার প্রকৃত মূল্য। প্রতি ঘরে ঘরে চলছে বৈদ্যুতিক পাখা। আরো রাতে আলোর চাহিদা মিটিয়েছে বিদ্যুৎ বা সোলার সংযোগ। এসেছে কলের লাঙ্গল আর ফসল কাটার যন্ত্র, মড়াইয়ের যন্ত্রেরও অভাব নেই। গরু, ছাগল, হাঁস, মুরগীর পালন হচ্ছে প্রায় প্রতি ঘরে। সকল পুকুরেই হচ্ছে বিভিন্ন জাতের মাছের চাষ। সব মিলিয়ে ভালই আছে গ্রামের সহজ, সরল মানুষগুলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯
ইমরান আশফাক বলেছেন: আপনার কথা ঠিক আছে, কিন্তু খাস কৃষিজমি যেভাবে নষ্ট হচ্ছে সে ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার কথা এখন পর্যন্ত পাইনি।