নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

চোরাচালান রোধে শুল্ক গোয়েন্দা সংস্থাকে আধুনিক করার সিদ্ধান্ত সরকারের

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

প্রয়োজনীয় জনবল নিয়োগ, সশস্ত্র নিরাপত্তা ও তদন্তের ক্ষমতায়নসহ ঢেলে সাজানো হচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। হযরত শাহজালালসহ দেশব্যাপী চোরাচালান নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালনকারী এ সংস্থাকে আরও আধুনিকায়ন ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা দিতে সরকারের এ পদক্ষেপ। ভারতের ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টিলিজেন্স (ডিআরআই) এর আদলে একটি অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চক্ষমতাসম্পন্ন গোয়েন্দা সংস্থা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গত দু’বছরে শুল্ক গোয়েন্দা ইউনিট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা আটক করে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতেই, এ পর্যন্ত প্রায় এক হাজার কেজি সোনা আটক করেছে এ সংস্থা। গত দু’বছরে শুল্ক গোয়েন্দা সংস্থা যে পরিমাণ সোনা আটক করেছে, গত চার দশকেও সেটা হয়নি। একের পর এক বড় বড় চালান ধরায় রীতিমতো চোরাচালানীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। প্রভাবশালীদের সব ধরনের প্রভাব ও তদবির উপেক্ষা করে শুল্ক গোয়েন্দার বর্তমান মহাপরিচালক চোরাচালানের ভীত কাঁপিয়ে দেন। সম্প্রতি প্রভাবশালী দুজন গড ফাদার ধরার পর চোরাচালানীরা দিশেহারা হয়ে শাহজালাল বিমানবন্দর দিয়ে সোনার চালান আনাই বন্ধ করে দেয়। আপাত দৃষ্টিতে বড় বড় চালান আনা অনেকটাই বন্ধ রয়েছে। শুল্ক গোয়েন্দা ইউনিটটি এখন আর শুধু চোরাচালান নিয়ে কাজ করছে না। এর পাশাপাশি ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার ঘটনা, পরিবেশ জনস্বাস্থ্যের প্রতি হুমকিস্বরূপ পণ্য আমদানি নজরদারি, ভেজাল পণ্যের ব্যবসা ও মিথ্যা ঘোষণায় বিদেশী পণ্যের অবাধ আমদানি নিয়ন্ত্রণেও কার্যকর দায়িত্ব পালন করছে। এই সংস্থাটিকে আধুনিকায়ন করা হলে একদিকে যেমন চোরাচালান নিয়ন্ত্রনে আসবে তেমনি শুল্ক আয় আরও বেড়ে যাবে, দেশের অর্থনীতি আরও মজবুত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.