নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাকে পদদলিত করে ময়ূর সিংহসনের আশা!

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এমন সত্য সারা বিশ্বে যুগ যুগ ধরে অনুধাবিত হয়ে আসলেও, এই দেশে সেই সত্যটি তার মর্যাদা ও উপযুক্ত জায়গা পায়নি। একটি বিষয় জাতির জীবনে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বিশেষত শিক্ষার্থীদের জীবনে, তা হলো স্কুল ফাইনাল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ও লেবেল, এ লেবেল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত সময়ে, নিরাপদ পরিবেশে, দুশ্চিন্তামুক্ত হয়ে অংশগ্রহণ না করতে পারা। প্রতিবছর ঐ সময়ে রাজনৈতিক দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা এতটাই চরমে ওঠে যে, অপরাজনীতির এই ধারালো আঘাতের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন পাড়ি দিতে হয়। হরতাল, অবরোধ, ভাংচুর, পেট্রোলবোমা, ককটেল ছোঁড়ার মতন রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। জাতির সবচাইতে বড় ট্রাজেডি হলো, বুদ্ধিওয়ালা গোষ্ঠীর রাজনৈতিক বিভাজন। দেশের প্রতিষ্ঠিত সুশীল সমাজ, যাদের অনেকেই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা প্রাপ্তির দুর্নিবার ঘোরে, মোহে বুদ। স্বার্থ হারাবার ভয়ে তারা নিরপেক্ষ হন না। এমনকি দেশের অস্তিত্ব বিপন্নতার প্রশ্নেও। অপরাজনীতির ছোবলে ২০১৫ সালের ৫ জানুয়ারী থেকে দেশের শিক্ষাবর্ষ শুরু হতে যে প্রতিবন্ধকতা, বাধা এবং সেইসাথে বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত না হতে পারার যে বিষয়, তাতে আমরা দেখি না যে, দু’একজন ব্যতিক্রম ছাড়া আমাদের বুদ্ধিওয়ালাদের ঘুম হারাম হয়েছে। বর্তমানে বিরোধীদলের কাছে এদেশের কোন ভবিষ্যত নেই? পরিশেষে বলবো, অপরাজনীতির ছোবল থেকে শিক্ষাকে রক্ষা করতে হবে। সুতরাং সরকারের সকল উন্নয়নমূলক কাজে আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.