![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ দশমিক ৫০ একর জমির ওপরে গড়ে ওঠা কারখানাটি হতে যাচ্ছে দেশের তো বটেই, বিশ্বের প্রথম পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা। আমেরিকার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব কারখানার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে একটি প্রকল্পকে নির্মাণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সর্বোচ্চ মান রক্ষা করেত হয়। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো করা কারখানাকে দেওয়া হয় প্লাটিনাম মর্যাদা। প্লামি ফ্যাশনস কর্তৃপক্ষের দাবি, ইউএসজিবিসির নিয়মকানুন শুরু থেকেই মেনে চলছে প্লামি ফ্যাশনস। নকশা থেকে শুরু করে নির্মাণসামগ্রী ব্যবহারের সবকিছুই তাদের নির্দেশনায় হয়েছে। চলতি মাসের ইউএসজিবিসি প্রতিনিধিদের পরিদর্শনের শেষেই সনদটি পাওয়া যাবে। এখন পর্যন্ত প্লাটিনাম সনদ পাওয়া দেশের একমাত্র পোশাক কারখানা ঈশ্বরদী ইপিজেডের ভিনটেজ ডেনিম স্টুডিও। এটি মূলত ডেনিম প্রস্তুতকারক হওয়ায় নিট পোশাকে এটাই হবে প্রথম পরিবেশবান্ধব কারখানা। তবে দেশের পোশাকশিল্পের হিসাবে এটি দ্বিতীয়। ফজলুল হক আরও বলেন, লিড প্লাটিনাম অনেক শর্তের মধ্যে একটি হচ্ছে যেখানে কারখানা হবে তার ৫০০ বর্গমিটারের মধ্যে শ্রমিকদের বাসস্থান, স্কুল, বাজার, বাস বা ট্যােম্পা স্ট্যান্ড থাকতে হবে। কারণ দূরে হলেই শ্রমিকদের কারখানায় আসতে গাড়ির প্রয়োজন হবে। এতে জ্বালানি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণ হবে। সেই বিচারে এই কারখানা আশপাশে সবই আছে। এদিকে কারখানায় বসানো হয়েছে সর্বশেষ প্রযুক্তির সেলাই মেশিন, যা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ধুলাবালি শোষণ করে নেবে আপনাআপনি। উৎপাদনের জন্য যন্ত্রপাতি এমনভাবে আয়োজন করা হয়েছে যে, পোশাক তৈরি থেকে শুরু করে সব প্রক্রিয়া শেষ করে সেখানেই মোড়কজাত হয়ে যাবে। গত বছরের এপ্রিলে শুরু হওয়ার পর সব অবকাঠামো নির্মাণ শেষ। বর্তমানে চলছে সাজসজ্জার কাজ। মূল কারখানা ভবনের সামনে রোপণ করা হয়েছে দেশিয় গাছ। সব মিলিয়ে কারখানার চত্বরে আছে ৫২ শতাংশ খোলা জায়গা। এই কারখানাটি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ৬০ কোটি বিশ্বের পোশাকশিল্পে এখন পর্যন্ত তিনটি কারখানা লিড সনদের প্লাটিনাম মর্যাদা পেয়েছে। এর দুটি শ্রীলঙ্কায়, অপরটি ভিনটেজ ডেনিম। নতুন যোগ হচ্ছে প্লামি ফ্যাশনস। এই তথ্য দিয়ে ফজলুল হক বললেন, ‘আমরা চাই দেশে এ ধরনের আরও ৫০–১০০টি পরিবেশবান্ধব কারখানা হোক। সেটি নিজেদের অর্থায়নেই করার মতো অনেক উদ্যোক্তা আছেন। তাহলেই এ শিল্পের নেতিবাচক ভাবমূর্তি দূর হবে।’
©somewhere in net ltd.