![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড। সবচেয়ে অসুখী দেশ টোগো। সুখী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১০৯ নম্বরে। এ অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়। তালিকায় ভারতের অবস্থান বাংলাদেশের পরে ১১৭ নম্বরে। মানুষের মধ্যে পুরুষের চেয়ে নারীরা বয়স্কদের তুলনায় তরুণরা বেশি সুখী। বিশ্বের ১৫৮টি দেশের মানুষের ওপর এ জরিপ চালানো হয়। মাথাপিছু মোট দেশজ আয় (জিডিপি), সামাজিক সেবা, গড় আয়ু, জীবনপদ্ধতি বেছে নেওয়ার সুযোগ, মহত্ব, দুর্নীতির ধারণা এই কটি মানদন্ডে নির্ধারিত হয়েছে সুখের এ হিসাব। সুখী দেশের তালিকার ১৫ নম্বরে রয়েছে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের অবস্থান একুশে। তালিকার প্রথম ১০ দেশের মধ্যে ৭টি স্ক্যানডিনেভিয়ান অঞ্চলের। ২ নম্বরে রয়েছে আইসল্যান্ড। ৩, ৪ ও ৫-এ যথাক্রমে রয়েছে ডেনমার্ক, নরওয়ে ও কানাডা। সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইডেনের অবস্থান যথাক্রমে ৬, ৭ ও ৮ নম্বরে। ৯ ও ১০-এ রয়েছে ওশেনিয়া মহাদেশের নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান সবচেয়ে বেশি সুখী। তাদের অবস্থান ৮১ নম্বরে। সুখের মানদন্ডের সূচকে ১০ পয়েন্টের মধ্যে সুইজারল্যান্ড পেয়েছে ৭.৫৮। বাংলাদেশ পেয়েছে ৪.৬৯ পয়েন্ট। টোগো পেয়েছে ২.৮৩ পয়েন্ট। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পাওয়া তথ্যের বিচারে এ তালিকা করা হয়েছে। কোনো সমাজের সদস্যরা সুখী হলেই সেই সমাজকে সুখী হিসেবে ধরা হয়। এই জরিপ থেকে সমাজের কল্যাণ অর্জন করে নেওয়ার বিষয়টি বুঝা যায়। শুধু টাকা নয়, স্বচ্ছতা, সততা, বিশ্বাস বা আস্থা ও সুস্বাস্থ্যও সুখের অনুভূতির জন্য গুরুত্বপূর্ণ।
©somewhere in net ltd.