![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনামূল্যের ইন্টারনেট সার্ভিসের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এখন থেকে দেশের গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারবেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা এবং ফেসবুকের উদ্যোগে এই সেবা চালু হচ্ছে। ইন্টারনেট ডট ওআরজির প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। দেশের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা দিতে সরকার এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রথমসারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে পাওয়া যাবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত করা হবে। ওআরজি অ্যাপ ও কম্পিউটারে কোন ডাটা খরচ ছাড়াই বিনামূল্যে এসব ওয়েবসাইট ও কনটেন্টের বিস্তারিত পাওয়া যাবে। বাংলাদেশে ফেসবুকের এই প্রকল্পটিতে ইতোমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় সর্বপ্রথম বাংলাদেশে এ বিনামূল্যের ইন্টারনেট চালুর আলোচনা গুরুত্ব পায়। তখন বিশ্বের আরও কয়েকটি দেশের মতো বাংলাদেশেও ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন সরকার।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৫ রাত ৮:৫৩
তানভীর কবির বলেছেন: অনেক ভালো একটা খবর