নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

জিরো লোডশেডিং বলা না গেলেও বিদ্যুতের উন্নয়নে আমরা সাফল্য দেখতে পাই

১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৯


চলতি বছরের মধ্যে লোডশেডিংমুক্ত বাংলাদেশ ঘোষণার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনও লোডশেডিং চলছেই। খোদ রাজধানী ঢাকায়ও এলাকা ভেদে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হচ্ছে। সঞ্চালন-বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতায় লোডশেডিং মুক্ত বাংলাদেশ ঘোষণা করা যাচ্ছে না। এ কথা সত্য আগের থেকে বিদ্যুতের অবস্থা অনেক ভাল হয়েছে কিন্তু তাকে জিরো লোডশেডিং বলা যাবে না। সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার ত্রুটির বিষয়টি প্রত্যেক গ্রহকের জানার কথা নয়। এই সংকট সমাধানে একটি ঝটিকা কর্মসূচী হাতে নেয়া উচিত। যার মধ্যে সকল ওভারলোডেড লাইন এবং ট্রন্সফরমার প্রতিস্থাপন করতে হবে। পুরোপুরি লোডশেডিংমুক্ত হতে এখনও তিন থেকে চার বছর সময় প্রয়োজন হবে। এজন্য সরকার কাজ করছে। দেশে এখন একই সঙ্গে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত সঞ্চালনের অবকাঠামো রয়েছে। কিন্তু কিছু কারণে সাত হাজার ৭০০ মেগাওয়াটের বেশি বিদ্যুত সরবরাহ করা যায় না। সরকার বিদ্যুত উৎপাদনে ভর্তুকি দিয়ে থাকে। উৎপাদন ক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থায় ত্রুটির কারণে বিদ্যুত সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার এবং ত্রুটিমুক্ত সঞ্চালন ব্যবস্থাই গড়তে পারে লোডশেডিং মুক্ত বাংলাদেশ। সংশ্লিষ্ট সবাই এ দিকে নজর দিবে এটাই দেশবাসীর প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.