নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল কার্যক্রমকে অব্যাহত রাখতে এবং তথ্যের সুরক্ষার জন্য বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার বাংলাদেশে

১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:২৮


এশিয়ার প্রথম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। ন্যাশনাল ডাটা সেন্টারটি গড়ে তোলার জন্য কালিয়াকৈরে হাইটেক পার্কসংলগ্ন ২০ একর জমি চিহ্নিত করে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ডাটা সেন্টারটি স্থাপন করা হলে বিপুল পরিমাণ ডিজিটাল ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে। টিয়ার ফোর সার্টিফায়েড ন্যাশনাল ডাটা সেন্টার নামে পরিচিত এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১৯৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ৫ম বৃহত্তম এই ডাটা সেন্টার চায়নিজ এক্সিম ব্যাংকের ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ সরকারের ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়িত হবে। এই ডাটা সেন্টারটি ব্যাংক, গবেষণা কেন্দ্র, সরকার এবং অন্যান্য বাণিজ্য সংস্থার গোপনীয়, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সংরক্ষণ করা হবে। এর আগে গত জুলাই মাসে এই প্রজেক্ট নিয়ে চীন সরকারের সাথে সরকারি পর্যায়ে চুক্তি সম্পন্ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি খাতে তথ্য সংরক্ষেণের জন্য আরো বড় পরিসরে আমাদের ডাটা সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশাপাশি আমাদের ডাটার নিরাপত্তাও একটি বড় ইস্যু যা ভবিষ্যতে আরো প্রকট আকার ধারণ করবে। তাই, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে অব্যাহত রাখতে এবং আমাদের তথ্যের সুরক্ষার জন্য এই ন্যাশনাল ডাটা সেন্টার স্থাপন করা হচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:০৮

কলমের কালি শেষ বলেছেন: ভাল খবর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.